দুনিয়া সেরা ১0 টি উক্তি

in #bestquotesintheworld2 years ago (edited)

♦ দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে। সাফল্যের তিনটি শর্ত- ক) অন্যের থেকে বেশি জানুন। খ) অন্যের থেকে বেশি কাজ করুন গ) অন্যের থেকে কম আশা করুন – ♦ জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত। ডিঙ্গিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি।
Webp.net-resizeimage-12-3.jpg.webp
♦ যদি সর্বোচ্চ স্থান পেতে চাও, তাহলে সর্বনিম্ন স্থান থেকে আরম্ভ কর। ♦ একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে না। মাত্র দুটি উপায়ে সফল হওয়া যায়- * এক- লক্ষ্য নির্ধারণ করা, তুমি যা করতে চাও *দুই- সেই লক্ষ্যে কাজ করে যাওয়া ♦ ভাগ্য সবার দুয়ারে আসার জন্য অপেক্ষা করে, কিন্তু নিজ থেকে আসে না। তাকে ডেকে আনতে হয়। ♦ নিজেকে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন। ♦ পৃথিবীতে এমন কোন কাজ নেই যা করলে জীবন ব্যর্থ হয়। জীবন এতোই বড় ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন- ♦ আমি সবসময় পরীক্ষার বিরোধিতা করি। পরীক্ষা শিক্ষার্থীদের জানার আগ্রহকে মেরে ফেলে। শিক্ষার্থীদের জীবনে কোনভাবেই দুইটির বেশি পরীক্ষা দেওয়া উচিত নয়। আমি হলে শিক্ষার্থীদের জন্য সেমিনারের আয়োজন করতাম। শিক্ষার্থীরা যদি তা মনোযোগ দিয়ে শুনত তাহলেই আমি তাদের ডিপ্লোমা দিয়ে দিতাম। ♦

Sort:  
Loading...