দুর্গা পূজা । Durga puja । bengali tradition । part 1
॥ কলকতা ॥
বাঙ্গলা ও বাঙ্গালীর দুর্গা পূজা
আর মাত্র কদিন বাকি মা আসতে । প্রত্যেক টা বাঙ্গালীর কাছে এই মুহূর্ত যেন গায়ে শিহরণ লাগায় । প্রত্যেক টা বাঙ্গালী সারাটা বছর ধরে অপেক্ষা করে থাকে ঐ একটা সময়ের জন্য ।
শারদীয়ার শুরুটা হয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এর সেই অপূর্ব মহালয়া দিয়ে ..উফফ কি শিহরণ জাগানো সেই সুর ... কাশ ফুলের সারি আর পেঁজা মেঘের রাশি সাথে যেন যোগ্য সঙ্গত দেয় ।
তখন বাঙ্গালী ব্যস্ত শেষ মুহূর্তের কেনা কাটা করতে । আর মাত্র কয়েক টা দিন বাকি । নতুন জামা নতুন জুতা কেনার শেষ সুযোগ । পুজোয় ভাল সাজতেই হবে ।সবাইকে দেখিয়ে দিতে হবে আমার এবারের পুজোর collection .
অনেক পেন্ডেল এ ঠাকুর চলে আসে ততোদিনে । সেখানেও চলে আর এক হুড়োহুড়ি । মা কে সাজানোর শেষ মুহূর্ত । চারদিকে সাজো সাজো রব । চরম ব্যস্ততা ।
যেই ঢাকের কাঠি তে আওয়াজ বাজল ..ওমনি শুরু হয়ে গেল বাঙ্গালীর সব চেয়ে প্রতীক্ষার মুহূর্ত ....পুজো শুরু ।
.................. চলবে
Images are from google search
Video is from youtube
Congratulations @lopamudra! You have completed the following achievement on the Steem blockchain and have been rewarded with new badge(s) :
Click on the badge to view your Board of Honor.
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP