চরিত্র কাকে বলে?
চরিত্র কাকে বলে?
মানুষের সার্বিক আচরণের সমষ্টিকে চরিত্র বলে।একটা মানুষ সবচেয়ে বেশি চেনে তার নিজেকে,তার নিজের চরিত্র কেমন,জীবনে সে কি কি ভুল,করছে কাকে কাকে কষ্ট দিছে,আগে আগে অপমান করছে,এবং কি কি অপরাধ করছে সব কিছু সে নিজেই জানে।
নিজেদের জীবনের এতো ভুলের মাঝে মানুষকে জাজ
করতে আসে কোন সাহসে এটাই বুঝিনা,এতোটুকু চক্ষুলজ্জা নাই? নিজেদের জীবনের ব্যর্থতা তারা কোন জিনিসটা পারে না,তাদের এই হতাশার শোধ তুলতে এরা অন্য মানুষকে জাজ করে,অন্য মানুষের জীবন নিয়ে পড়ে থাকে অন্য মানুষের জীবন নিয়ে কথা বলে,ভুলে যাই, এদের জীবনের অনেক কিছুই অনেক মানুষ জানে, এদের চরিত্র স্বভাব কথাবার্তা কেমন কিন্তু তারা জনে জনে বলে বেড়ায় না,শান্ত ভদ্র ফ্যামিলির ছেলে মেয়ে কখনো অন্যের পিছে লেগে থাকে না,একটা অভদ্র মেয়ে পারে একটা ভদ্র মেয়ের খুঁটিনাটি বিষয়ে অভদ্রের মতো অসভ্যের মতো কথা বলতে,অথচ তারা নিজেও জানে এই মানুষগুলা চাইলে গোলটেবিল বৈঠক করে অন্য মানুষের জীবন কাহিনী ফলাও করে প্রচার করতে পারে, বিবেক বুদ্ধি আছে বলে তারা এসব করে না,এটাই তাদের পারিবারিক শিক্ষা তাদের মনোবল চরিত্র আল্লাহ এভাবে সৃষ্টি করেছে।
credit: khadiza zahan