সৈরাচারী শেখ হাসিনা ভারতে, তবে স্থায়ী গন্তব্য এখনও অজানা
বাংলাদেশের পলাতক সরকারের যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন গ্রহণ না হওয়া পর্যন্ত ভারতেই থাকবেন বাংলাদেশের পদত্যাগকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে আর জাইগা হবে না পদত্যাগ কারী শেখ হাসিনার।সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম সিএনএন-নিউজ১৮। ভারত চায়, শেখ হাসিনা যত তাড়াতাড়ি সম্ভব অন্য দেশে চলে যান।ভারতের সরকার ও শেখ হাসিনকে বেশী দিন রাখতে চাইনা তার দেশে। তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ভারত কোনো মন্তব্য করেনি। পররাষ্ট্রমন্ত্রণালয়ও মুখ খোলেনি। সূত্র, ডয়েচে ভেলে।
এদিকে শেখ হাসিনার পুত্র ইন্ডিয়া টুডে-কে সাক্ষাৎকারে বলেছেন, হাসিনা কোথাও রাজনৈতিক আশ্রয় চাননি। যুক্তরাজ্যে যাচ্ছেন বলে যে খবর রটেছে, তা ঠিক নয়। তার পরিবার এখন বিশ্বের নানা জায়গায় আছে। তিনি সেখানে তার নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটাতেই পছন্দ করবেন। '
Sort: Trending
Loading...