সৈরাচারী শেখ হাসিনা ভারতে, তবে স্থায়ী গন্তব্য এখনও অজানা

in #bangladesh8 months ago

বাংলাদেশের পলাতক সরকারের যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন গ্রহণ না হওয়া পর্যন্ত ভারতেই থাকবেন বাংলাদেশের পদত্যাগকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে আর জাইগা হবে না পদত্যাগ কারী শেখ হাসিনার।সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম সিএনএন-নিউজ১৮। ভারত চায়, শেখ হাসিনা যত তাড়াতাড়ি সম্ভব অন্য দেশে চলে যান।ভারতের সরকার ও শেখ হাসিনকে বেশী দিন রাখতে চাইনা তার দেশে। তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ভারত কোনো মন্তব্য করেনি। পররাষ্ট্রমন্ত্রণালয়ও মুখ খোলেনি। সূত্র, ডয়েচে ভেলে।

20240807_232522.jpg

এদিকে শেখ হাসিনার পুত্র ইন্ডিয়া টুডে-কে সাক্ষাৎকারে বলেছেন, হাসিনা কোথাও রাজনৈতিক আশ্রয় চাননি। যুক্তরাজ্যে যাচ্ছেন বলে যে খবর রটেছে, তা ঠিক নয়। তার পরিবার এখন বিশ্বের নানা জায়গায় আছে। তিনি সেখানে তার নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটাতেই পছন্দ করবেন। '

Sort:  
Loading...