1000 DAYS OF STEEM— THE DIARY GAME : 21/08/2020 Good day
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভালো আছি। আজকে আমার ডায়েরি গেমের তৃতীয় দিন।
আজকেও আমি প্রতিদিনের মত সকাল আটটার সময় ঘুম থেকে উঠি,এবং দাঁত ব্রাশ করি। এবং আম্মু নাস্তা বানায় সেই নাস্তা আমি খাইতে বসি। প্রতিদিনের চেয়ে আজকের দিনটি ছিল ভিন্ন দিন। কারণ আজকে ছিল শুক্রবার। তাই আজকে আমরা এক এলাকার ছেলে আরক মহল্লায় গিয়ে ক্রিকেট ম্যাচ খেলেছি। খুব দুঃখের সাথে বলতেছি যে আমরা ম্যাচটাই হেরে এসেছি। এবং খেলা শেষ হতে না হতে আরেকটা মেয়ের সঙ্গে শুরু করে দেই। দুঃখের দুঃখের সাথে বলতেছি যে তখনই আজান শুরু হয়। এবং আমরা সবাই নামাজের জন্য বাসায় চলে আসি। বাসায় এসে গোসল করে, নামাজ পরার জন্য বের হই
এবং নামাজ পড়ে এসে। লাঞ্চ করি, এবং খুব একটি ঘুম দেই। ঠিক 2:30-5:00 কিন্তু আমি ভাই। এবং ঘুম থেকে উঠে,ঠিক 5:02 এর মধ্যেই এবং ফ্রেশ হয়ে বাইরে যাই। এবং কিছুক্ষণ বন্ধুদের সাথে বসে থাকি। তাদের সাথে কিছুক্ষণ আড্ডা দেই
কিছুক্ষণ পর
এলাকায় বৃষ্টির কারনে বাসার সামনর ক্রামবোর্ড বাহির করি। এবং তাদের সাথে কিছুক্ষণ ক্রাম বোর্ড খেলি। ঠিক 5:30 শুরু করি।
6:25 পর্যন্ত ক্রাম বোর্ড খেলি।
ঠিক আবার সন্ধ্যে ৭ টায়। আমি বাসায় ঢুকি। এবং হাত মুখ দিয়ে, স্যানিটাইজার ভালো করে হাত পরিষ্কার করি। তারপর কিছুক্ষন পর আম্মু সন্ধ্যায় নাস্তা দিল। তারপর আমি নাস্তা খেলাম। তারপর একটু ফেসবুকে ঢুকি এবং একটি বন্ধু বলে যে আমি ফ্রি ফায়ার খেলব। এবং তার সাথে কিছু সময় ফ্রী ফায়ার খেলি। এবং শেষ করে। ঠিক ৮টার দিক আমি পড়তে বসি,এবং এবং কিছু সময় ধরে বই পড়ি ঠিক 10 টা পর্যন্ত। এবং আমি মোবাইল হাতে নিয়ে ঢুকি ঠিক তখনই খুব জোরে বৃষ্টি আসে। ঠিক তখনই কারেন্ট চলে যায় এবং আমার ওয়াইফাই বন্ধ হয়ে যায়।
তখনই আমার মনে পড়ে আমার দুইটি বাজারিকা পাখি আছে। তখন তাদের খাঁচার উপর কাপড় দিয়ে ঢেকে দেই যেন তাদেরকে ঠাণ্ডা না লাগে।
কারেন্ট আসার আগ মুহূর্তে পর্যন্ত আমি মোবাইলে ক্যান্ডি ক্রাশ গেমটি খেলি। কারেন আসার সাথে সাথে আমি মোবাইলটি চার্জ এ দেই।
আসসালামু আলাইকুম সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই।
বাজারিয়া পাখি আমারও ছিলো।
oh