খোঁচা মেরে কথা বলা মানুষের মুখ থেকে কিভাবে বন্ধ করবেন।

in #bangladeshlast month

খোঁচা মেরে কথা বলা মানুষের মুখ থেকে কিভাবে বন্ধ করবেন।

° একটা জিনিস লক্ষ্য করবেন আমাদের সবার আশেপাশে এমন কিছু মানুষ থাকে যারা অন্যকে খোঁজা মেরে কথা বলতে ভালোবাসে আসলে কি ভালোবাসা নাকি অপমান করা ছোট করা?

° বিশেষ করে ছেলেমেয়েদের বন্ধু মহলে বা মেয়েদের শ্বশুরবাড়িতে এমন মানুষের সংখ্যা একটু বেশি তারা আপনার কথাবার্তা পোশাক পরিচ্ছন্ন চালচলন আপনার পেশা এমনকি আপনার দৈহিক গঠন নিয়েও হাসতে হাসতে খোঁচা মেরে কথা বলে

° কিন্তু এমন ভাবে কথা বলবে যেন তারা কিছুই মিন করেনি কিন্তু হাসির ছলে মজার ছলে বলছে আপনি যখন এই রাগ করবেন তখন তারা এমন ভাবে বলবে যেন অপরাধী আপনি,আপনি ছোট্ট একটি বিষয় কে সাধারণ একটি বিষয়কে বড় করে দেখছেন এমন ভাবে তারা বিষয়টি ঘুরিয়ে নিবে যেন এখানে বড় অপরাধী আপনি, আপনি ছোট মানসিকতার অধিকারী আসলে তারা কিন্তু ইচ্ছা করেই আপনাকে কষ্ট দেয়ার জন্য খোঁচা মেরে কথা বলে বা বলেছেন এ ধরনের মানুষের সব সময় অ্যাভয়েড করবেন

° অতঃপর তারা যত খোঁচা মেরেই কথা বলুক না কেন আপনি সে কথাগুলো একদম কানে তুলবেন না তাদেরকে অ্যাভয়েড করতে করতে একটা সময় পর যখন তারা দেখবে আপনি কোন রিয়েক্ট করছেন না তখন তারা নিজে থেকে তাদের এ ধরনের কাজ বন্ধ করে দিবে তারা মূলত এই কাজগুলো করে আপনাকে কষ্ট দেয়ার জন্য,যখন আপনি রিয়েক্ট করেন তখন তারাই জিতে যায় তারা বুঝে যায় যে আপনি কষ্ট পেয়েছেন তার কারণে আপনি রিয়েক্ট করেছেন তুই যখন থেকে দেখবে আপনি রিয়েক্ট করছেন না,তখন তারা নিজেরা একটা সময় পর বিরক্ত হয়ে যাবে আর তাদের এই বিরক্তিকর কাজগুলো তখন তারা বন্ধ করে দিবে।