স্ট্রিট ভেন্ডরদের ট্রেন্ড ধরার অবাক করা দক্ষতা

in #bangla19 hours ago

স্ট্রিট থেকে একটা বিষয় দেখে সবসময় অবাক হই, এই ভেন্ডররা কিভাবে নতুন নতুন প্রডাক্ট দিয়ে সবসময় আপডেট থাকে।
কারেন্ট বাজার আর ট্রেন্ড নিয়ে একটা ভালো ধারনা রাখে এনারা।

image.png

এই সময়ে সিলিকন এর এই কিই-রিং গুলো খুব চলছে। ঊনারাও নিয়ে এসেছে।
২০১২-২০১৫ এই সময় গুলো ব্যাগে লাগানো ব্যাজ গুলো খুব পাওয়া যেত। যে কারও ব্যাগে দেখা যেত ২-৩টা ব্যাজ থাকতই। তখন সেগুলো রাস্তাতেই পাওয়া যেত। এখন দেখাও যায়না।
মাঝে একবার দেখতাম সিলিকন এর ব্রেসলেট গুলো খুব চলত। একটা লম্বা লাঠির মাথায় করে নিয়ে ঘুরে বেড়াত এই ভেন্ডররা।
কিছু প্রডাক্ট আছে যেগুলো এরকম ট্রেন্ডি, কিছুদিন খুব হাইপ থাকে। এবং এটা এই স্ট্রিট ভেন্ডররা কেন জানি খুব দ্রুত ধরতে পারে।

image.png

কত বড় বড় কোম্পানি নতুন একটা প্রডাক্ট লাইন আনতে দেরি করে ফেলে, কিন্তু এই দিকে এই ভেন্ডররা আগায়ে আছে।