এ.টি.এম (A.T.M) বলতে কী বুঝায়?.....

in #automated3 years ago

এ.টি.এম (A.T.M) বলতে Automated Teller Machine কে বুঝায়। ব্যাংক এ.টি.এম এর সুবিধা গ্রহণকারীকে একটু এ.টি.এম কার্ড প্রদান করে। এটি একটি অত্যন্ত স্পর্শকাতর ম্যাগনেটাইজড কার্ড। এতে প্রত্যেক গ্রাহকের জন্য পৃথক গোপন(PIN) নম্বর থাকে, যা কেবল মাত্র ব্যাংক এবং গ্রাহকই জানে। গ্রাহক এ কার্ডের মাধ্যমে ব্যাংকে না গিয়েও যে কোনো এ.টি.এম বুথ হতে লেনদেন সম্পন্ন করতে পারে।