আসানসোলে মিছিলে আক্রমনের অভিযোগ তুলে সাধারণ মানুষের যানবাহন, বাইক, দোকান ভাংচুর করা হল কেন?
আসানসোলে মিছিলে আক্রমনের অভিযোগ তুলে সাধারণ মানুষের যানবাহন, বাইক, দোকান ভাংচুর করা হল কেন? তাইলে কি বি.জে.পি-র প্রধান শত্রু সাধারণ মানুষ, জনগণ? নাকি বাংলায় কথা বলাটা অপরাধ? বাংলায় থেকে বাংলায় কথা বললে কি বাংলাদেশী হয়ে যায়? সেইজন্যই কি এত রাগ? বহিরাগতরা অন্য রাজ্য থেকে আসানসোলে এসে নিজেদের মধ্যে দাঙ্গাবাজি করলে তার ফল কেন ভুগবে বাংলার জনগণ? কেন জ্বালানো হবে জনগনের বাইক, দোকান? একদিকে বামপন্হী মার্ক্সিস্টদের জোর করে জনগণের দোকান , রাস্তা বন্ধ আর দোকান ভাংচুর করা দেখেছে মানুষ ক'দিন আগে general strike -এর দিন আর আজ এটা। দুটোতেই আসল ক্ষতিগ্রস্থ টার্গেট সাধারণ মানুষই।