কিছু ছাড় দেওয়া!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের জীবনে সব সময় সবকিছু যদি আমরা একেবারে শক্ত হাতে হ্যান্ডেল করতে চাই। তাহলে আমি প্রথমেই বলবো যে সেটা খুব ভুল কাজ। কারণ জীবনের প্রতিটি ক্ষেত্রে সবকিছু খুব শক্তভাবে কিংবা খুব শাসনের সাথে কখনোই হ্যান্ডেল করা যায় না। তার কারণ হলো, প্রতিটি ব্যাপার এর কিছু নির্দিষ্ট দিক রয়েছে। যেমন কিছু কিছু ব্যাপার রয়েছে কিংবা কিছু কিছু বাসার সন্তানেরা দেখবেন যে তাদেরকে যদি খুব কোমল ভাবে কিছু বলা হয়। তাহলে সে ক্ষেত্রে সে কথাটি শুনে। আবার তাকে যদি অতিরিক্ত শাসন করা হয়। তাহলে সে কোনোভাবেই কথাটি শোনে না।

আপনারা শুনলে অবাক হবেন। সেটা হলো, আমার পরিবারের আমি এমন এক বাচ্চা দেখেছি। অর্থাৎ আমার দূর সম্পর্কের পরিবার এ।তো সেই বাচ্চাটিকে আপনি যদি মারতে মারতে একেবারে মেরেও ফেলেন। তাও আপনি আপনার কথা শোনাতে পারবেন না। কিন্তু আবার যদি তাকে আপনি স্নেহ, মমতা কিংবা খুব সুন্দর ভাবে বলেন। তাহলে সে সেটা অবশ্যই করবে। অর্থাৎ আসলে অনেক কিছু রয়েছে। যেখানে আমাদের ছাড় দিতে হয় কিংবা ছাড় দেওয়া শিখতে হয়। কিন্তু আমাদের জীবনে এই একটা মুশকিল কাজ। সেটা হলো, আমরা ছাড় পেতে অভ্যস্ত হলেও ছাড় দিতে মোটেও অভ্যস্ত হই না।

আর এ কারণে আমাদের জীবনের বিভিন্ন কাজ অনেক বেশি জটিল হয়ে যায়। তার কারণ হলো আমরা কখনো কিছুটা মানুষকে সুযোগ দেওয়ার পক্ষে একেবারেই থাকি না। অর্থাৎ আমরা সব সময় সবকিছু খুব শক্ত হাতে সামলাতে চাই। যার কারণে আসলে অনেক কিছুই নষ্ট হয়ে যায়। যেমন খুব হালকা জিনিস আপনি যদি খুব শক্ত হাতে ধরেন। তাহলে অবশ্যই সে হালকা জিনিসটি নষ্ট হয়ে যাবে। ঠিক মানুষের মনের ব্যাপারটা ও তাই। সব সময় শাসন, বারণ কিংবা সব সময় রাগারাগি করলে ওই সম্পর্ক কখনোই ভালো থাকবে না কিংবা মানুষ কখনোই সুখী থাকবে না।তাই আমাদের কিছুটা হলেও ছাড় দেওয়া শিখা উচিত।

ABB.gif

Sort:  

আপনার লেখাটি পড়ে মনটা সত্যিই ছুঁয়ে গেল। আপনি খুব বাস্তব ও সংবেদনশীলভাবে 'ছাড় দেওয়ার' গুরুত্বটা তুলে ধরেছেন। আমরা সবাই জীবনে ছাড় পেতে চাই, কিন্তু ছাড় দিতে জানি না — এই কথাটি সত্যিই অনেক গভীর। বিশেষ করে শিশুদের উদাহরণটি খুব প্রাসঙ্গিক ও চিন্তাযোগ্য ছিল। আপনার ভাবনার ধারা খুব স্পষ্ট ও মানবিক। এমন সুন্দর লেখা আরও পড়তে চাই। শুভকামনা রইল। 💐"

হ্যালো বন্ধু, তোমার পোস্টটি পড়েছি। লেখা চালিয়ে যাওয়ার জন্য এটি আমার কাছে আকর্ষণীয় এবং অনুপ্রেরণাদায়ক মনে হয়েছে। আমি তোমাকে আমার পোস্টটি পড়ার এবং ভোট দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
শুভেচ্ছা এবং আশীর্বাদ।