একটি সিম্পল মেহেদী আর্ট

in আমার বাংলা ব্লগ29 days ago

|| আজ ০৯ মার্চ, ২০২৫। রোজ: রবিবার ||


হ্যাল্লো বন্ধুরা


সকলকে আমার নমষ্কার/ আদাব। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি। আমি তিথী রানী, প্রতিদিনকার মতোন আজকেও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ অনেক দিন পর একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হলাম। আর্টে যদিও খুব বেশ দক্ষ নই আমি, ওই ছোট বেলায় টুকটাক ভালোই পারতাম। পরবর্তীতে পরিচর্চার অভাবে সে সব ই ভুলে গেছি! আমার বাংলা ব্লগ কমিউনিটির কল্যাণে তাও মাঝে মাঝে ছোটবেলার এই শখটায় কাজ করা হয়। তবে সময় লাগে প্রচুর। কী আর্ট করবো ভাবতে ভাবতে মনে হলো মেহেদী আর্ট ট্রায় করি আজকে। মেহেদী খুব কম ই দেয়া হয়। তবে দিলেও সিম্পল ডিজাইন গুলোই বেশি ভালো লাগে আমার। কমিউনিটির ভাইরাও অনেকেই অনেক ভালো মেহেদী আর্ট শেয়ার করে থাকেন। আমার আর্ট হয়তো খুব বেশি ভালো হয় নি, তবে চেষ্টার অংশ হিসেবে থাকুক ভেবেই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আশা করছি আজকের পোষ্ট টি আপনাদের ভালো লাগবে এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন।

IMG20250309213938~2.jpg



উপকরণ



  • আর্ট পেপার
  • পেন্সিল
  • রাবার


প্রস্তুত প্রক্রিয়া :-

প্রথমেই আমি আর্ট পেপারে একটি পেন্সিলের সাহায্যে হাত এঁকে নিয়েছি। মনে হলো মেহেদী আর্ট যেহেতু, তাই হাত এর উপর করলেই বেশি ভালো লাগবে৷

IMG20250309205754~2.jpg



এবারে আমি আস্তে ধীরে আঙুলের দিকে ডিজাইন করে নিবো। প্রথমে দুইটা আঙুলের মাঝের অংশে আমি পেন্সিলের সাহায্যে ডিজাইন করে নিবো।

IMG20250309205943~2.jpg


IMG20250309210526~2.jpg


এবারে হাতের মাঝের অংশে ডিজাইন করার পালা। প্রথমে একটি গোল চিহ্ন করে তার নিচের দিকে ফুল এবং পাতার ডিজাইন করেছি। তারপর উপরের দিকে দুইটি গোলাপ ফুল এঁকে নিয়েছি। ফুলের উপরের অংশ টুকুও আঙুলের দিকে কিছুটা লম্বা পাতা দিয়ে ভরাট করে দিয়েছি।

IMG20250309211547~2.jpg


IMG20250309212429~2.jpg



এবারে চেষ্টা করেছি মাঝের অংশে একদম সিম্পল তিনপাতার মাধ্যমে ভরাট করার। এই পর্যায়ে এসে আরেকটি আঙুলেও ডিজাইন করে নিলাম। এভাবেই আমার সিম্পল মেহেদী আর্ট টি সম্পন্ন করে সবশেষে নিজের নাম সিগনেচার করে নিয়েছি।

IMG20250309213245~2.jpg


IMG20250309213904~2.jpg




ফাইনাল লুক


IMG20250309213938~2.jpg


এই ছিলো আমার আজকের আয়োজন। সকলের সুস্থতা কামনা করে আমার আজকের পোষ্ট এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন। রহমতের এই পবিত্র মাসে আপনাদের দোয়ায় আমার জন্যও দোয়া করবেন।

এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে 🌼 ধন্যবাদ 🌼

7YHZyBadGPMHF2XKgfZXx3oMrJwWNvgxqAsBdVAuTc61TPYubb3EKwXArUs8px2rcXjNb6iVQVgemgChuhshQrW1xnNaE4v4DdqpusPfNm...9X6SDrWQh8pDcScsqdnYX5iSohmWm87zQMWzH28j9aeBMSyhkhDdnS5zVLDKwKufj7EfLJ6rXwYDQFohzeLJpaKnyM4WDLwpdjZByQqP1JXRpa3YMjAeQqfGd.webp

PUSS.png

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Sort:  
 28 days ago 

মেহেদীর ডিজাইন অনেক সুন্দর হয়েছে আপু।আমি অবশ্য মেহেদীর ডিজাইন পারি না। অনেক সুন্দরভাবে গুছিয়ে প্রতিটি ধাপ বর্ণনা করেছেন আপু আপনি। আপনার করা মেহেদী ডিজাইন দেখে অনেক এ শিখতে পারবে যারা দিতে পারে না। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 28 days ago 

আমারও খুব একটা পারা হয়ে উঠে না মেহেদী ডিজাইন। তবে চেষ্টা করতে ক্ষতি কি! চেষ্টা করতে করতেই হয়তো একদিন হাত চলে আসবে..।

Upvoted! Thank you for supporting witness @jswit.

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 29 days ago 

ঠিকই বলেছেন দিদি, আর্ট করতে অনেক সময় লাগে। তবে মেহেদী আর্ট গুলো করতে খুব বেশি সময় লাগে না।আমি এখন মাঝেমধ্যে মেহেদী আর্ট পোস্ট শেয়ার করে থাকে। এই প্লাটফর্মে অনেকেই মেহেদী আর্ট পোস্ট শেয়ার করেন তবে এভাবে হাত একে তার উপরে মেহেদী আর্ট করতে আমি কাউকে দেখিনি। এই প্রথমবার ব্যাপারটা দেখে খুব ইউনিক লাগল। হাত একে এভাবে মেহেদী আর্ট চমৎকার হয়েছে দিদি। এরকম সিম্পল আর্ট হাতে পড়লে সত্যি সুন্দর লাগে। অনেকদিন পর দারুণ একটি আর্ট শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

 28 days ago 

আমিও এখানেই এক সদস্য ঐশী আপুকে দেখেছিলাম এভাবে হাতের উপর ডিজাইন করতে। সেখান থেকেই মনে ছিলো। তাই ই চেষ্টা করলাম এভাবে।

 29 days ago 

দিদি আমাদের কমিউনিটিতে সবাই অনেক সুন্দর সুন্দর মেহেদী আর্ট শেয়ার করে দেখে ভীষণ ভালো লাগে। আপনি আজকে হাতসহ অনেক সিম্পল একটি মেহেদী আর্টের ডিজাইন করেছেন দেখে ভালো লাগছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।

 28 days ago 

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ অংকন। ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে।

 29 days ago 

এরকম হাতসহ মেহেদি ডিজাইন আর্ট এই প্রথম দেখলাম। অনেক সুন্দর মেয়েদের ডিজাইন করেছেন আপু।ডিজাইনটি হাতে তুললে কেমন দেখা যাবে তা আপনি হাতসহ এঁকে দেখিয়ে দিলেন।আর হাতের উপর এরকম সিম্পল ডিজাইন গুলোই বেশি মানয়।অনেক সুন্দর হয়েছে আপু।

 28 days ago 

ভাইয়ার টাইপিং এ একটু মিসটেক হয়ে গিয়েছে, এডিট করে নিবেন।

 29 days ago 

এখানে অনেকেরই মেহেন্দির আর্ট বা ডিজাইন দেখি আপনি সম্ভবত প্রথমবার হাতের ওপর এঁকেছেন। মানে হাতের ছবি দিয়ে তার উপরে রেখেছেন। বিষয়টা মন্দ হয়নি। আর ডিজাইনটা সিম্পল হলেও বেশ স্মার্ট দেখতে। ছোটখাটো বিশেষ কোন অনুষ্ঠান বাড়িতে এ ধরনের ডিজাইন করাই যায়।

 28 days ago 

আমাদের কমিউনিটিতেই সুমন ভাই এর ওয়াইফ প্রথম এরকম করে মেহেদী ডিজাইন করতেন। উনার থেকেই দেখেছিলাম আমি।

 28 days ago 

Screenshot_2025-03-09-22-56-49-94_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-03-09-22-28-17-44_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-03-09-22-27-05-60_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-03-09-22-26-39-30_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-03-09-22-15-07-33_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12~2.jpg

Screenshot_2025-03-09-22-14-26-09_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

 28 days ago 

অনেক সুন্দর একটা মেহেদী ডিজাইন তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই ধরনের মেহেদি ডিজাইনগুলো সব সময় আমার কাছে অনেক ভালো লাগে। এই ডিজাইন যদি হাতে দেওয়া যায় তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে।

 28 days ago 

ধন্যবাদ ভাই। আমি মেহেদী হাতে দিলে এমন সিম্পল ডিজাইন গুলোই প্রেফার করি। যা সবসময়ই মানায়।