আমার বাংলা ব্লগ এ আমার পরিচিতি।

in #amarbanglablog5 days ago

আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে আশা করছি ভালো, আর ভালোতো থাকতেই হবে, কারন সকল বাংলা ভাষাভাষী গুনী মানুষগুলো একই প্লাটফর্মে কাজ করলে ভালো না থেকে পারা যায় নাকি।

steemit pic 1.jpg

''বাংলাভাষায় যেভাবে মনের ভাব প্রকাশ করে প্রফুল্ল হই
অথচ অন্য ভাষায় কথা বললে অশান্তিতে রই''

এমন একটা কমিউনিটিতে নিজেকে প্রকাশ করতে পেরে ধন্য মনে করছি, এবং সকলের সহযোগিতা সমর্থন পেলে নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে বহুদূর যাওয়ার ইচ্ছে আছে।
আচ্ছা এবারে আমার পরিচয়টা দেই।
আমি সায়মন আহমেদ (শাকিল) রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স শেষ করে একটা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি। আমার জন্ম বাংলাদেশের মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার, সিংগাইর পৌরসভার অন্তর্গত গোলড়া গ্রামে। আমি বিবাহিত, পরিবারে মা-বাবা, স্ত্রী এবং ছোটো একটা ভাই রয়েছে আমার। পরিবারের বড় সন্তান হওয়ার বর্তমানে চাকরীর সুবাদে রাজধানী শহর ঢাকাতে থাকতে হচ্ছে আমাকে।

steemit pic 2.jpg

শুধু মাত্র গদবাধা নিয়মে চাকরীর উপার্জনে জীবনের অনেক প্রত্যাসা ই অপূরনীয় থাকে সে কারনে ইচ্ছে ছিলো নতুন কিছু করার, যেহেতু আমি একজন সংস্কৃতিমনা মানুষ, তাই আমার বাংলা ব্লগের কথা যখন আমার প্রিয় বড় @hafizullah সাহেবের কাছে বিস্তারিত শুনেছি তখন থেকে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম এই কমিউনিটিটাই আমার জন্য যেখানে কলা বেচাঁ আর রথ দেখা দুই ই হবে।

steemit pic 3.jpg

আমার বড় ভাই আমার অনুপ্রেরনা আর আমার থাকবে সর্বোচ্চ চেষ্টা এবং আপনাদের সকলের সহযোগিতা নিয়েই এগিয়ে যাবো এই প্রত্যাশা রইলো। যান্ত্রিকতার এ শহরে অবসরে কবিতা লেখা, গান গাওয়া এসবে ক্ষানিক প্রশান্তি পাই। ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধে সকলকে আবারো ধন্যবাদ জানিয়ে আজকের মত বিদায় নিচ্ছি।

সায়মন আহমেদ (শাকিল)
মানিকগঞ্জ, বাংলাদেশ

Sort:  
Loading...