একটি মেহেদী ডিজাইন
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে অনেকদিন পর আমি আপনাদের সাথে একটি মেহেদি ডিজাইন শেয়ার করছি। আসলে পোস্টে ভিন্নতা আনার জন্য একেক সময় একেক ধরনের পোস্ট শেয়ার করার চেষ্টা করি। আশা করছি আপনাদের সবার কাছে এই ডিজাইন টি ভালো লাগবে। যদিও আমি খুব একটা ভালো করে দিতে পারি না। তবে চেষ্টা করি। মেহেদী খুব একটা দেওয়া হয় না আমার। ঈদের সময় কমবেশি সবাই হাতে মেহেদি দেওয়ার চেষ্টা করে। এবার ঈদের আগে অনেকের হাতে মেহেদি দিয়ে দিয়েছিলাম। তবে সবগুলো ডিজাইন ছবি তোলা হয়নি। আজকে একটা মেহেদী ডিজাইনের ছবি শেয়ার করছি। এই ডিজাইনটা আমি আমার ছোট বোনের হাতে করেছিলাম। আমি সব সময় কাবেরী মেহেদি ইউজ করি। এই মেহেদী গুলো আমার বেশ পছন্দ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
মেহেদি ডিজাইন এর সর্বশেষ ফটোগ্রাফী
প্রথমে আমি হাতের কব্জির মধ্যে বড় একটা ফুল আর্ট করে নিয়েছি। একদম শেষের ফুলের পাপড়ি গুলো একটু মোটা করে দিলাম।
এবার বড় ফুলের উপরের দিকে আরো তিনটা ছোট ছোট ফুল আর্ট করে নিয়েছি। ফুলগুলোর উপর একটা লম্বা দাগ দিয়ে দিলাম। এবার দাগের মধ্যে ডট একে ডিজাইন করে নিয়েছি।
এবার আরো কিছু ছোট ছোট ফুল দিকে একইভাবে ডিজাইনগুলো করে নিলাম। ডিজাইনগুলো আস্তে আস্তে আঙ্গুলের দিকে উঠিয়ে নিয়েছি। আশেপাশে লতা পাতার মতো কিছু ডিজাইন অংকন করে নিলাম।
এবার আমি আঙ্গুলের মধ্যে কিছু সিম্পল ডিজাইন দিয়ে দিলাম।
প্রত্যেকটা আঙ্গুলে একইভাবে ডিজাইন করে দিয়েছি। এভাবেই আজকের মেহেদি ডিজাইন টা করলাম।
ধন্যবাদান্তে
@isratmim
https://x.com/IsratMim16/status/1907407797349650548?t=V5ZdMUGvAf-Re1H4f73P_w&s=19
https://x.com/IsratMim16/status/1907412192472813640?t=Byi-DMm0FnmR_kjikon84A&s=19
বাহ, দারুন একটি মেহেদি ডিজাইন আর্ট করেছেন আপু। সম্পূর্ণ আর্ট দেখে আমার ভীষণ ভালো লাগলো। খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।
আহা আপু কি সুন্দর মেহেন্দি করেছেন! এতদিন গুগল থেকে মেহেন্দি ডিজাইন ডাউনলোড করতাম এবং এত সুন্দর সুন্দর ডিজাইন হত এখন দেখছি আপনারাই এত সুন্দর বানিয়েছেন আপনাদের দেখে কখনো করলে করে ফেলতে পারব। প্রত্যেকটা অংশ নিখুঁত করে করেছেন। আমাদের এদিকে অনেক মেহেন্দির জল রয়েছে মেয়েরা প্রায়ই মেহেন্দি পড়ে হাতে যেকোনো উৎসব অনুষ্ঠান হলেই মেহেন্দি।
আমরাও যেকোনো অনুষ্ঠানে মেহেদি দেই। বিশেষ করে ঈদে দেওয়া হয়। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
ঈদের দিন এত সুন্দর মেহেদীর ডিজাইন আর্ট করলে খুব ভালো লাগে। আপনি অনেক সুন্দর একটি ডিজাইন হাতে পরলেন। মেহেদীর ডিজাইন কিভাবে দিলেন ধাপ সমূহ শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ডিজাইন টা ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
ঈদের সময়টাতে সবাই কম-বেশি মেহেদি হাতে দেয়।আপনি অনেকের হাতে মেহেদি দিয়ে দিলেও সব ডিজাইন গুলোর ছবি তুলে রাখেননি।আপনি ছোট বোনের হাতে ও মেহেদি দিয়ে দিয়েছেন।তাই আজ শেয়ার করেছেন। ডিজাইনটি সিম্পলের মধ্যে দারুন হয়েছে।অনেক ভালো লাগলো মেহেদি ডিজাইনটি।অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি মেহেদি ডিজাইন আমাদের মাঝে তুলে ধরার জন্য।
ঈদের সময় ছাড়া মেহেদী খুব একটা দেওয়া হয় না। সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।
ঈদের সময় কম বেশি সবাই হাতে মেহেদি দিতে পছন্দ করে। আপনি দেখছি ছোট বোনের হাতে খুব চমৎকার মেহেদি ডিজাইন আর্ট করেছেন। আসলে মেহেদি দিতে যেমন ভালো লাগে তেমনি কাউকে লাগিয়ে দিলেও ভালো লাগে। তবে আপনি মেহেদি ডিজাইন আর্ট এর মধ্যে ছোট ছোট ডিজাইন করার কারণে দেখতে খুব চমৎকার লাগলো। ধন্যবাদ আপনাকে চমৎকার মেহেদি দিলেন আর্ট করে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপনা করার জন্য।
আপনার মন্তব্য পেয়ে আরো অনুপ্রেরণা পেলাম। সুন্দর ও গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।
এত সুন্দর মেহেদি ডিজাইন আর্ট দেখে খুব ভালো লাগলো আমার কাছে। ভালোলাগার মুহূর্তগুলো উপস্থাপন করেছেন। ডিজাইন টা দারুন। সব মিলে বলতে পারি সুন্দর একটা মুহূর্তের প্রতি ছবি ফুটে উঠে সেখানে।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।