তিন দিন আগেই উত্তর প্রদেশ থেকে আল-কায়দার ২ জনকে গ্রেফতার করে ইউপি এটিএস।

in #alqaeda4 years ago

তিন দিন আগেই উত্তর প্রদেশ থেকে আল-কায়দার ২ জনকে গ্রেফতার করে ইউপি এটিএস। ঐ দিন‌ই ৩ জেএমবি জঙ্গিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। খুব সম্ভবত এটা জয়েন্ট অপারেশনস্ ছিল। কিন্তু ডার্ক ওয়েবকে এভাবে শত্রু হিসেবে দেখানো বন্ধ হোক। কাউকেই অন্ধের মত বিশ্বাস করা যায়না,সরকারকেও না! সরকার প্রশাসনের সীমাহীন ক্ষমতাকে কাউন্টার করে সাধারণ মানুষের হাতে সুরক্ষিত যোগাযোগের মাধ্যম তুলে দেবার জন্য‌ই বিভিন্ন ডার্ক‌ওয়েব বা সমগ্র ডার্ক‌ওয়েব প্ল্যাটফর্মটা তৈরী হয়েছে। কেউ যদি সেটাকে অপরাধমূলক কাজে ব্যবহার করে সেটা তার দায়! ছুড়ি দিয়ে ফল‌ও কাটা যায় আবার অপরাধমূলক কাজ‌ও করা যায়, তাই বলে কি ছুড়ি কে ব্যান করবেন?! চয়েসটা শেষপর্যন্ত আপনার।সাংবাদিকরা অশিক্ষিতের মত সরকারে থাকা টাকমাথা অশিক্ষিত বুড়োগুলোর দালালি বন্ধ করুন!

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!