Beautiful sunset view

in #ala2 years ago

হ্যালো বন্ধুরা
আরোহী এখানে,

আশা করি আপনাদের সবার জীবনে ভালো দিন কাটছে।।আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আশা করি আপনারা অবশ্যই আমার আগের পোস্টটি পছন্দ করবেন।😁 আমি এখানে আমার আজকের পোস্ট শেয়ার করতে এসেছি তাই আর দেরি না করে শুরু করা যাক। আশা করি এই ছবিগুলো আপনার ভালো লাগবে।নিচে ফটোগ্রাফি গুলার ছবি দিয়ে এদের একটু বিবরণী দেওয়া হলো;



FB_IMG_1670331319178.jpg

IMG_20221209_095953.jpg

IMG_20221209_095939.jpg

কিছুদিন আগে আমি এই পুকুরের পাড়ের দিকে যাই। এই সুন্দর পুকুরটি পরিদর্শন করার জন্য এবং ফিরতে ফিরতে বিকেল হয়ে যায়। ওই পুকুরে ঐদিন জেলেরা মাছ ধরার জন্য এসেছিল। তাই আমার ফিরতে একটু লেট হয়। তখন আমি এই সুন্দর সানসেট দেখতে পাই। আসলে শান্তির উপভোগ করার মজাই আলাদা তখন আমি বুঝতে পেরেছি। ওই সময়ে সূর্যাস্ত হওয়ার আগ মুহূর্তে সূর্য পুকুরের পানিতে পড়ে আলোকিত করে আমাদের চোখ মুখ লালা আভা ছরিয়ে দিয়েছে। আর এই দৃশ্যটা দেখতে পেয়ে আমি আমার মোবাইল ফোনটি ক্যামেরা বের করে এই ক্যাপশন গুলো আপনাদের সামনে নিয়ে আসার জন্য প্রস্তুত করি।

আমি মনে করি ফটোগ্রাফিগুলো আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ও পছন্দ হয়েছে। পরিশেষে এটাই বলতে চাই পরিবেশের সাথে থাকুন পরিবেশের সাথে বাচুন। জীবনের সন্ধি কাকে বলে এই জায়গাগুলোতে গেলেই আপনি শান্তি খুঁজে পাবেন। যাইহোক আসার নয় অন্য আরেকটি ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন ও আমার সাথে থাকুন। ধন্যবাদ সকলকে এতক্ষন আমার পোস্টটি সুন্দরভাবে পড়ার জন্য।


THANK YOU FOR STOPPING BY!