নতুন খেলনা

কোন্ অর্বাচীন, বলা ভাবে সমীচীন,
"আমরা তো বড় হয়ে গেছি"?
খেলনাগুলোই শুধু বদলে গেছে,
বাচ্চা এখনো তবু আছি!
.
খেলতাম আমরা আগে বলে-শাটলে,
হাতে ঘোরাতাম ব্যাট, কিংবা র‍্যাকেট;
সে মজা টিভিতে আজ, দেখি যেথা ম্যাচ,
মন্দ হয় না পেলে খেলার টিকেট।
.
খুকিরা দিত হয়তো পুতুলের বিয়ে,
পশ খুকিদের ছিল বারবি বাহারি,
মেকআপ কিটটাই না খেলনা রে আজ!
অনেকে তো খেলে "প্লাস্টিক সারজারি"!
.
খোকাবাবুদের ছিল খেলনার গাড়ি,
সাইকেল পেলে হত খুশি কি অসীম!
বাস্তব গাড়ি আর বাইক নিয়ে খেলে,
খোকারাই 'ব্রো' আজ, প্রিয় খেলা - 'জিম'।
.
বইপোকা-অধীতীরা খেলত গণিতে,
সাইবার গেমে কেটে যেত অবসর,
ফেইসঅ্যাপ-ডিপ ফেক নবক্রীড়নক,
জিপিটি-মিডজারনি নতুন দোসর!
.
আবালবৃদ্ধবনিতা, যেই হোক,
স্মারটফোন সকলেরই খেলনা প্রিয়;
সোশাল মিডিয়া? সে তো মল্লভূমি!
স্বরূপ যেখানে লোকে লুকায় স্বীয়।
.
নতুন খেলনা আছে আরো কত শত,
বললাম যেগুলো, সেগুলো তো কিছু না!
মানুষের মন-প্রাণ-আমানত-সময়,
আসল খেলনা তো এসবই অধুনা!
new-age-toys-both-abstract-and-material-2.png