DIY || স্বহস্তে ডিজাইন || DESIGNS

in #abbcommunity11 months ago

আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন। আশা করি সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজ আবারো আমি আপনাদের মাঝে একটি ডিজাইন নিয়ে হাজির হয়েছি। সত্যি বলতে ডিজাইন করতে আমার বেশ ভালো লাগে। আমি হয়তো সবার মত এত সুন্দর করে ডিজাইন করতে পারিনা কিন্তু যতটুকু পারি চেষ্টা করি। সেই সাথে আপনারা আমাকে অনেক উৎসাহিত করেন আমার করা ডিজাইন গুলো দেখে। আপনাদের করা সুন্দর সুন্দর মন্তব্য গুলো দেখে আমার খুবই ভালো লাগে। আপনাদের এই মন্তব্য গুলোর মাধ্যমে উৎসাহিত হয়ে আমি আজও আপনাদের মাঝে একটি ডিজাইন উপস্থাপন করতে যাচ্ছি।

IMG_20231227_213136_657.jpg

উপকরণসমূহ :

১। খাতা
২। পেন্সিল
৩। রাবার
৪। কম্পাস

IMG_20231227_213301_248.jpg

IMG_20231227_213232_424.jpg

IMG_20231227_213223_573.jpg

IMG_20231227_213212_923.jpg

প্রথম ধাপ :

প্রথমে একটি সাদা কাগজের মধ্যে কয়েলের আকার করে একে নিয়েছি।

IMG_20231227_145646_276.jpg

দ্বিতীয় ধাপ :

কয়েল আকৃতির ডিজাইনের উপর ইউয়ের আকার করে ফুলের পাপড়ি এঁকে নিয়েছি।

IMG_20231227_145800_871.jpg

তৃতীয় ধাপ :

সেই ফুলের পাপড়ির ওপর আবারো গোল গোল করে পাপড়ি এঁকে নিয়েছি।

IMG_20231227_150101_907.jpg

চতুর্থ ধাপ :

এরপর একটি কম্পাসের সাহায্যে বৃত্ত একে নিয়েছি।

IMG_20231227_150715_401.jpg

IMG_20231227_150803_310.jpg

পঞ্চম ধাপ :

বৃত্তের ভিতর থাকা জায়গাটুকু পেন্সিলের সাহায্যে রং করে নিয়েছি।

IMG_20231227_151036_278.jpg

ষষ্ঠ ধাপ :

আবারো কম্পাসের সাহায্যে দুটি বৃত্ত একে নিয়েছি।

IMG_20231227_151158_936.jpg

IMG_20231227_151335_247.jpg

সপ্তম ধাপ :

শেষ বৃত্তের চারপাশে ইউ আকৃতি করে পাপড়ি এঁকে নিয়েছি।

IMG_20231227_151437_904.jpg

IMG_20231227_151631_700.jpg

অষ্টম ধাপ :

পাপড়ির উপরে পেঁচিয়ে পেঁচিয়ে কোয়েলের আকার করে এঁকে নিয়েছি।

IMG_20231227_151749_503.jpg

নবম ধাপ :

প্যাঁচানো কয়েল আকৃতির উপর কিছু পাপড়ি দিয়ে ফুল এঁকে নিয়েছি ।

IMG_20231227_151833_391.jpg

IMG_20231227_151919_469.jpg

দশম ধাপ :

ফুলের পাশে এক এর মত করে একটি ডিজাইন করে নিয়েছি। এরূপভাবে অপরদিকেও উল্টা এক এর মত করে এঁকে নিয়েছি।

IMG_20231227_152139_768.jpg

একাদশ ধাপ :

পাশাপাশি দুই একের মাঝখানে ভি আকৃতি করে পাতার চিহ্ন এঁকে নিয়েছি।

IMG_20231227_152217_090.jpg

দ্বাদশ ধাপ :

এভাবে ফুল ও এক এর ডিজাইন করে চারপাশে এঁকে নিয়েছি।

IMG_20231227_152359_640.jpg

IMG_20231227_152834_445.jpg

ত্রয়োদশ ধাপ :

আবার ফুলকে কেন্দ্র করে "ঠ " এর আকৃতি করে এঁকে নিয়েছি সেই সাথে একটি লতা টেনে পেঁচিয়ে নিয়েছি।

IMG_20231227_152922_110.jpg

IMG_20231227_152954_822.jpg

চতুর্দশ ধাপ :

এরপর পাশে একটি লম্বা লতা টেনে লতার মাথায় ফুলের পাপড়ির মতো এঁকে নিয়েছি।

IMG_20231227_153124_868.jpg

IMG_20231227_153048_367.jpg

পঞ্চদশ ধাপ :

উল্টা এক ও ঠ আকৃতির ডিজাইনকে কেন্দ্র করে একটি অর্ধেক বৃত্ত এঁকে নিয়েছি। আর বৃত্তের মাঝখানে কয়েল আকৃতির ডিজাইন করে নিয়েছি।

IMG_20231227_153447_538.jpg

আমার পরিচয় :

আমি আফরিন খান উপমা।
একজন ব্লগার উদ্যোক্তা আমি গান গাইতে এবং নতুন নতুন রেসিপি তৈরি করতে এবং ছাদ বাগান করতে খুব ভালোবাসি। আমি আনন্দময়ী এবং সকলকে নিয়ে হৈহুল্লর ও একসঙ্গে সকলকে নিয়ে মজা করতে পছন্দ করি। আমি সকলের দুঃখে দুঃখী এবং সকলের সুখে সুখী ।