আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৯২
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা:
স্বপ্নগুলো আজ আর রাত সাজায় না
দুঃস্বপ্নে বিব্রত সময়,
কষ্টগুলো আজ আর রং ছড়ায় না
যন্ত্রণায় নিস্তেজ হৃদয়।
লেখক:
লেখকের অনুভূতি:
কারো চলে যাওয়া মাঝে মাঝে আমাদের অন্ধকারে ভাসিয়ে দেয়, অজানা গন্তব্য নতুন করে খুঁজে নিতে হয়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কষ্টগুলো আজ যেন বিভিষিকাময়,
পাথর সামান হয়ে বুকে জমে রয়,
স্বপ্ন গুলো ডেকে যায় কষ্টের ছায়ায়,
তবু যেন স্বপ্নগুলো বাড়িয়ে দেয় মায়া।।
না পাওয়ার বেদনা করে হাহাকার,
মনের গভীরে জমে পাহাড় আধাাঁর,
কষ্টের কাছে যেন আমি কপোকাত,
তাই তো আজ স্বপ্ন হলো নিজেই বরবাত।।
চাঁদটাও আর আলো বিলায় না
আঁধারে হারায় পথ,
ভালোবাসা আজ কথা বলে না
নীরবতায় জমে আছে ক্লান্ত অতীতে।
নক্ষত্ররা আর জ্বলে না,
আকাশেও নেই স্বপ্নের ছায়া,
ভেজা বাতাস শুধু হাহাকার বয়ে ,
নিয়ে আসে স্মৃতির মায়া।
দারুণ লিখেছেন
স্বপ্নগুলো আজ আর কল্পনার জগতে নিয়ে যায় না
ঝাঁঝালো চোখের অকপটে আর ঘুম দেখা দেয় না,
স্বপ্নগুলো আর রাতের গান শোনায় না
পাখির কলকাকলিরাও আজ নিস্তব্ধ, নীরব
দুঃস্বপ্নরা বাসা বাঁধে সেখানে---।
কষ্টগুলি আজ আর ছবি আঁকে না
রংধনুর ছোঁয়ায় মিশে মানসপটে,
চঞ্চলতা আজ কোথায় হারিয়ে
ক্লান্ত হৃদয় আজ যন্ত্রণার সব সীমানা পেরিয়ে।।
ভোরের চিঠিতে নেই আর ভালোবাসার বারতা,
ঝরে পড়ে মন থেকে অপূর্ণতার কথা।
নিরবতার শব্দে বাঁধা প্রতিটি নিঃশ্বাস,
আশার প্রদীপও যেন নিভে যায় বারবার।
চাঁদের আলোয় আজ আর জোছনার প্রেম নেই,
রাতের হাওয়া বয়ে আনে শুধুই দীর্ঘশ্বাস।
ভালোবাসা যেন আজ এক ধোঁয়াটে ছায়া,
ভাঙা স্বপ্নের গল্পেই কাটে জীবনের ভাষা।
স্বপ্নগুলো জমে থাকে,
পড়ে থাকি স্বপ্নের মায়ায়।
দিনশেষে হারিয়ে যাই,
খুঁজে পাই না নিজের ছায়া।
স্বপ্নগুলো দুঃস্বপ্ন হয়ে,
জেগে বসেছে জীবনে।
কষ্টগুলো বিবর্ণ রঙে,
পরিণত হয়েছে এ মনে।
দুঃখগুলো কঠিন হয়ে,
গেঁথে গেছে হৃদয়ে।
ভালোবাসা হারিয়ে গেছে,
খুঁজে পাই না জীবনে।
ভালোবাসা আজ আর গান শোনায় না,
নীরবতা যেন ভর করে প্রাণে।
আশার আলো আজ আর জ্বলে না,
অন্ধকার বাসা বাঁধে মনে ।
স্বপ্ন এখন আর ডাকে না কানে,
চুপচাপ বসে থাকে এক কোণে।
রাতজাগা চোখে ঘুম আসে না,
ভাঙা মন কেবলই হারায় আনমনে।
স্বপ্নেরা আজ কাঁদে চুপিচুপি,
চোখ রাখে জানালার ফাঁকে,
ভোরবেলা আর জাগায় না মন,
আলোর বদলে আঁধার ঢাকে।
ভালোবেসে যে হৃদয় পুড়েছে,
স্মৃতিরা তার ছাই হয়েছে,
নীরবতার শব্দে বাজে
আমার মনের মাঝে ।
যদি আর কখনো দেখা না হয়
স্বপ্নগুলো অজানা রয়ে যায়,
কষ্টগুলো ধূসর
আবেক অনুভূতির নেই কোন মানা,
ব্যথা ভরা এই হৃদয় চলছে ধিকি ধিকি ,
তবুও চলতে হয় অজানা নতুন কোন গন্তব্যে।
স্বপ্ন দেখতে দেখতে বড় হই
আসলে কি স্বপ্ন সার্থক হয়?
বাস্তবতা ভুলে গিয়ে
ভবিষ্যত হারায়