আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৯৩
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা:
বন্ধু আমার বুকের মাঝে,
দহনের লাল ফুল ফোটে।
নদীর ঢেউয়ে স্মৃতির বাঁশি,
ছায়া হয়ে ঘুমিয়ে থাকে।
পাহাড় গলা স্তব্ধ শ্বাসে,
বির্সজনের ব্যথা বয়ে।
লেখক:
লেখকের অনুভূতি:
বন্ধুত্বের স্মৃতিতে জ্বলতে থাকা বিচ্ছেদ-ব্যথা, যা নদীর ঢেউ ও পাহাড়ের স্তব্ধতায় নীরবে প্রতিধ্বনিত হয়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
বন্ধুত্বের স্মৃতি ভেসে ওঠে হৃদয়ে
কত সুখ দুঃখ আনন্দ বেদনা
জমা থাকে স্মৃতির পাতাতে,
ভোরের পাখি ডাকা মিষ্টি সুরে
কারণে অকারনে মনে পড়ে
বন্ধুত্বের সেসব কথা,
প্রিয় কিংবা অপ্রিয় হোকনা যেটা
বন্ধু তো বন্ধুই,
মুছা যায় না কখনো হৃদয় থেকে।
0.00 SBD,
3.59 STEEM,
3.59 SP
বন্ধু, আমার চোখের নীড়ে
অন্ধকারের পাখা মেলে।
ভোরের শিশিরে লিখে যায়
অনুক্ত প্রেমের ইশারা।
নদীর বুকে ভেসে যায়
অর্ধেক চাঁদ, অর্ধেক সূর্য,
আমার হৃদয়ে অঙ্কিত হয়
ভূগোলহীন এক মানচিত্র।
0.00 SBD,
3.58 STEEM,
3.58 SP
স্মৃতির বুকে আগুন জ্বলে,
বন্ধুত্বের ছায়া চলে।
নদীর ঢেউয়ে কান্না ভাসে,
পাহাড় চুপে ব্যথা হাসে।
বিচ্ছেদ নামে ঘুমহীন,
তবু রয় সে বন্ধুরই দিন।
0.00 SBD,
3.57 STEEM,
3.57 SP
বন্ধু আমার বুকের মাঝে,
কৃষ্ণচূড়া কষ্ট ফোটে,
পাখির মতো উড়াল ডানা?
দিনের শেষে লুটিয়ে পরা।
নীল কষ্টের বরফ গলে,
বিসর্জনের ব্যাথা বাড়ে।
বন্ধু আমার বুকের মাঝে,
মেহেদী রঙা আবীর ঝরে।
0.00 SBD,
3.56 STEEM,
3.56 SP
বন্ধু নামক শব্দে আছে
মনের আরেক তৃপ্তি,
দুঃখ কষ্টেও শান্তি মিলে
যখন বন্ধু হয় মোদের সঙ্গী।
স্রোতের মত বহমান বন্ধুত্বের স্মৃতি
এরই মাঝে থাকে মান-অভিমানের সিন্ধি।
সময়ের সাথে বদলে যায় মোদের সকল স্মৃতি
তবুও অটুট থাকুক প্রত্যেকের বন্ধুত্বের প্রীতি।
0.00 SBD,
3.53 STEEM,
3.53 SP
আমার বুকের মাঝে লালিত হয়,
অগ্নিজ্বালায় জ্বলন্ত লাল শিখা।
নদীর ঢেউ উপচে পড়ে ধারনের সুরে,
অশরীরীরা ঘুরে বেড়ায় বন্ধ পাতার দুয়ারে।
শ্বাসগুলি রুদ্ধ হয়ে আসে পাথরের মতো,
স্বপ্নগুলো সব একরাশ যন্ত্রণা নিয়ে ত্যাগের পথ খোঁজে।।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
চোখের তারায় জ্বলে ওঠে,
অসীম প্রেমের নীল প্রদীপ।
আকাশ ছুঁয়ে বলে যায়,
ফিরে আসা এক স্বপ্নদীপ।
তবু হৃদয় একলা ডাকে,
তুমি কেন নেই এ পাশে?
বন্ধু আমার হৃদয়ের মাঝে ফুটন্ত লাল গোলাপ
ঝড়ো বাতাসে কাঁটা বিঁধে হৃদয়ের ভালোবাসায়।
বন্ধু আমার আশা আলো কল্পনার অনুভূতির মায়া
সময়ের ব্যবধানে নিশি রাতের একাকিত্বের ছায়া।
বন্ধু আমার স্বপ্নের সমুদ্রের ভাসা সুখের তরী
মনের অমিলে তরীর পালে দুঃখের বাসা।
বন্ধু আমার পূর্ণিমার রাতের অট্টহাসি
কালো মেঘে হারিয়ে যাওয়া বিষাদের বাঁশি।