আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩১৫
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অণু কবিতা:
শান্ত-শীতল রাতে,
যখন হুতুম পেঁচা ডাকে।
তখন মনে পড়ে তার কথা,
ভালোবাসতাম যাকে।
হলুদাভ গোধূলিতে,
যখন সূর্য অস্ত যায়,
মনে পড়ে তার স্মৃতি,
যাকে হারিয়ে ফেলেছি হায়।
লেখক:
লেখকের অনুভূতি:
কিছু কিছু বিশেষ মুহূর্তে হারিয়ে ফেলা প্রিয়জনের কথা খুব মনেপড়ে। আজ হয়ত মোটেও তার কথা মনেপড়ে না। কিন্তু সেই সময়গুলো আনমনা করে দেয়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
নীরব-নিস্তব্ধ রাতে,
যখন ঝিঁঝিঁপোকার ডাকে।
তখন জেগে ওঠে অনুভবে,
প্রিয়জন মনের কোণে।
গোধূলির মৃদু সন্ধ্যাতে,
সূর্য দিগন্তের নিচে।
মনে পড়ে আমার খেয়ালে,
যাকে মুছে ফেলেছি হেয়ালে।।
0.00 SBD,
0.01 STEEM,
0.01 SP
শীতল হাওয়ায় দুলে ওঠে মন,
স্মৃতির পাতায় ভেসে আসে জীবন।
চাঁদের আলোয় আঁকা তার ছায়া,
হারিয়েও রয়ে গেছে মায়া।
ফুল ঝরে পড়ে, গন্ধটা থাকে,
ভালোবাসা বুঝি এমনি করে ডাকে।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
নির্জন ভোরবেলায়,
যখন শিশির পড়ে ঘাসে,
মনে পড়ে তার হাসি,
যে ছিল আমার পাশে।
মেঘলা বিকেলবেলায়,
যখন ঝিরঝির বৃষ্টি নামে,
মন খোঁজে সেই চোখ দু’টি,
যে তাকাত চুপিচুপি আমার পানে।
নিঃসঙ্গ চাঁদের আলোয়, যখন জোছনা নামে,
তখন তার হাসিটা, হৃদয়ে রঙ ছড়ায় থেমে।
পথের ধুলোয় হেঁটে, যাই স্মৃতির সন্ধানে,
সেই চোখের চাহনি, আজও রয় গভীর টানে।
ঝিরঝির বৃষ্টির শব্দে, বাজে তার মায়ার সুর,
ভেজা বাতাসে যেন খুঁজে ফিরি তার নরম হাতের নূর।
তোমায় ভুলিনি আজও, সময় যায়, মন মানে না,
ভালোবাসা আজও বেঁচে, হারানো সে নয় কোন ছায়া।
নিশীথ নিঃস্তব্ধতায়
চাঁদের আলো ঝরে,
হৃদয়ের গভীরে তখন
তারই মুখখানি ভরে।
শুষ্ক পাতার মর্মরে
শোনা যায় এক সুর,
ভাঙা হৃদয় বলে যেন
সে কি ফিরবে আর ?
চাঁদের নরম আলোয়,
ভেসে আসে তার ছবি।
মনে হয় সে পাশে আছে,
শুধু ছুঁয়ে দেখা বাকি।
শিউলি ফুলের গন্ধে,
ভরে যায় চারপাশ।
তার স্মৃতি নিয়ে বাঁচা,
এ জীবন এক নিরব আশ।
ভোরের শিশির ফোটে,
পাতার গায়ে হালকা আলোয়।
মনে পড়ে তার হাসিটা,
তার স্নিগ্ধ করত হৃদয় কালো।
চাঁদের আলোয় নীরবতা,
জেগে থাকে গভীর রাতে।
মনে পড়ে তার হাত ধরা,
যেন স্বপ্নে ভেসে যেতাম তার সাথে।
জোছনা ভরা নিশীতে
চাঁদ আলো দেয় যখন ঝলমলে,
তখনই মনে পড়ে তার কথা
যাকে নিয়ে বুনেছিলাম মনে প্রেমের বাসা।
বিকেলের ঐ পাখির কলগানে
সূর্য যখন পশ্চিমে ঢলে পড়ে
তখনই মনে পড়ে তার কথা
হারিয়েছি যাকে অকাল বেলা।
শান্ত শীতল রাতে
যখন ঘুমিয়ে থাকে সবাই।
আর তখন পেঁচার ডাকে ঘুম ভাঙ্গলে
মনে পড়ে প্রিয় মানুষটিকে।
গোধূলি বেলায় যখন
সূর্য ডুবে মনে পড়ে তাকে।
আর প্রিয় মানুষের স্মৃতি মনে পড়লে
কাঁদি আমি নিরবে।
শান্ত শীতল রাত ঘুমের ঘরে
মনে পড়ে ছোট্ট একটি জগৎ।
রাতে যখন পেঁচা ডাকে মনে পড়ে
ভালবাসার কল্পনার জগত।
আর কল্পনা এবং নিঃশ্বাসে শুধু থাকে
ভালোবাসা বিশ্বাসঘাতকতার নাম।
ভালোবাসার মানুষটি মনে পড়ে বেশি
আর চোখ দিয়ে ঝরে অশ্রু টি।