আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৮৭
আমার বাংলা ব্লগের আরো একটি নতুন আয়োজন- এবিবি একটু হাসি’তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা একটু ভিন্ন ধরনের উদ্যোগ, মনের উচ্ছ্বাসে প্রাণ খুলে হাসার আয়োজন। যেখানে সবাইকে নিয়ে প্রতি সপ্তাহের একটা দিন একটু অন্য রকমভাবে কৌতুকের সাথে আনন্দ করার প্রয়াস চালানো হবে। নিজেকে একটু অন্য রকমভাবে প্রকাশ করতে হবে, সবাইকে নিজের কথায় কিংবা কৌতুকে মাতিয়ে রাখতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতি সপ্তাহে পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা এই আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিবে এবং মজার কিছু শেয়ার করার চেষ্টা করবে, পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের বুধবার এবিবি একটু হাসি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন বিষয় নির্বাচন করা হবে। আপনারা সেই বিষয়টির সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে কৌতুক অথবা মজার কোন হাসির অনু গল্প শেয়ার করবেন। এখানে মূল উদ্দেশ্য থাকবে হাসি, এমন কিছু শেয়ার করতে হবে সবাই যেন প্রাণ খুলে হাসার সুযোগ পায়। সেটা আপনার নিজের হতে পারে কিংবা সংগৃহীত হতে পারে, তবে এই ক্ষেত্রে অবশ্যই নিয়মের ভিতর থাকতে হবে, যেন কপিরাইট এর বিষয়টি সামনে আসতে না পারে।
আমাদের জীবনে মজার নানা ঘটনা রয়েছে, যেখানে হাসির একটা বিষয়ও সংযুক্ত রয়েছে। যেগুলো স্মরণ হলে এখনো আমরা মনে মনে হাসি অথবা লুকিয়ে হাসার চেষ্টা করি। আমরা আড়ালে থাকা সেই বিষয়গুলোকে সম্মুখে আনতে চাই এবং সকলের সাথে তা শেয়ার করার মাধ্যমে একটু অন্য রকমভাবে দিনটি উপভোগ্য করতে চাই। কৌতুকের ব্যাপারে একটা বিষয় মনে রাখতে হবে, কৌতুক মোটেও কপিরাইটেড না। তবে সেটা সংগৃহীত পুরনো কৌতুক হবে, যদি ক্রিয়েটিভ কৌতুক হয় যেটার লেখকের নাম জানা আছে সেটা কপিরাইটেড। আশা করছি বিষয়টি পরিস্কার এখন।
আজকের বিষয়ঃ
বিয়ে বাড়ি নিয়ে মজার কোন জোকস বা অনুগল্প।
বিষয় নির্বাচনকারীঃ
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- কৌতুক/হাসির অনু গল্প সর্বোচ্চ ৭৫ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একটি কৌতুক/হাসির অনু গল্প শেয়ার করতে পারবে।
- কৌতুক/হাসির অনু গল্প অবশ্যই উপরের বিষয়ে সাথে সামঞ্জস্য/সংযুক্ত থাকতে হবে।
- এডাল্ট কিছু শেয়ার করা যাবে না, তবে সকলের সাথে ভাগ করে নেয়া যায় সেই ধরনের কিছু শেয়ার করা যাবে।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
অনুগল্প:
মেজো জেঠুর একমাত্র মেয়ের বিয়ে।প্রায় কয়েক হাজার মানুষ সেখানে নিমন্ত্রিত।কয়েক পদের মাছ ও মাংসের রেসিপির সমাহার রয়েছে সেখানে।কিন্তু মুশকিল আমার ফ্যামিলি তো মাংস খায় না।যদিও মেজো জেঠু নিজেও মাংস খায় না।তবে সবই তো লোক মারফত হয়েছে, তাই আমি ও আমার মামার মেয়ে গেলাম খাওয়ার টেবিলে।বিভিন্ন রকম পদ খেয়ে যখন মাংসের সময় আসলো তখন একজন আমার মামার মেয়ের প্লেটে মাংস দিয়ে দিলো।আমি তাদের যতবার বারণ করছি ততবার ক্যাটারিং এর লোকগুলো বেশি বেশি মাংস দিচ্ছে, এমনকি আমার পাতেও দিয়ে দিয়েছে।বিরক্ত হয়ে আমি ও আমার মামার মেয়ে প্লেট ছেড়ে উঠে এসেছি।যেটা তাদের কাছে মজার বিষয় হলেও আমাদের কাছে বেশ বিরক্তিকর বিষয় ছিল।।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
বর মঞ্চে বসে আছে।
হঠাৎ এক বন্ধু বলল
ভাই, টেনশন নিচ্ছ কেন?
বর উত্তর দিল
আজ টেনশন না নিলে তো আজীবন নিতে হবে🤣🤣
কনের ছোট বোন গায়ে হলুদের অনুষ্ঠানে হঠাৎ করে বললো, চলো সবাই বিয়ে বাড়ির টিকটক চ্যালেঞ্জ করি। তারপর দেখা গেলো অনেকে নাচতে চেষ্টা করছে, আবার অনেকে ক্যামেরার সামনে ভঙ্গি ধরেছে, আর বাচ্চারা পেছনে লাফালাফি করছে😂😂। ফলে বিয়ে বাড়ি হঠাৎ হয়ে গেলো ভিডিও স্টুডিও এবং খাবার খাওয়ার কথা সবাই ভুলেই গেলো🤣🤣।
বিয়ের দিন বউ কান্নাকাটি করছে,
বান্ধবী : কিরে আজতো খুশির দিন কান্নাকাটি করস কেন..?
বউ: এখন তো আর দুপুর ১২টা, ১টা পর্যন্ত ঘুমাতে পারবো না,আগামীকাল থেকে সকাল সকাল উঠে থালাবাসন মাজতে হবে, সে জন্য কান্নাকাটি করি,হে হে হে।😂😝
আমার এক কৃপণ বন্ধু বিয়ে করার চিন্তা করলো। সে এতই কৃপণ যে তার ভবিষ্যৎ বউয়ের কথা চিন্তা করে আমি বেশ হতাশ হয়ে গেলাম। জেনে বুঝে তো আর একটা মেয়ের জীবন নষ্ট করা যায় না। আমি বন্ধুকে জিজ্ঞাসা করলাম,
বন্ধু আমার দিকে ইঙ্গিতপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল,
বন্ধুকে বললাম,
যাক, বন্ধুর বাপ-মা এখনও আমারে দেখলে মুগুর নিয়া দৌড়ায়। ওই হালায় আর বিয়া করে নাই। দোষ নাকি আমার।