এবিবি-ফান প্রশ্ন- ২৫৪ | মশা কানের কাছে এসে ঘ্যানঘ্যান করে কেন?

Fun_Cover-4.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

মশা কানের কাছে এসে ঘ্যানঘ্যান করে কেন?

প্রশ্নকারীঃ

@joniprins

প্রশ্নকারীর অভিমতঃ

পায়ের কাছে ঘ্যানঘ্যান করলে শুনা যাবে না, তাই কানের কাছে ঘ্যানঘ্যান করে, হে হে হে। এখন আপনাদের মতামত কি।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

পুরুষ মশা এসে কানের কাছে ঘ্যানঘ্যান করে আর মহিলা মশাকে পাঠিয়ে দেয় কামড় দেওয়ার জন্য । কারণ পুরুষ মশাটা মনে করে যে আমি যেয়ে ঘ্যান ঘ্যান করলে সে আমাকে নিয়ে ব্যস্ত থাকবে আর আমার বান্ধবী মনের সুখে রক্ত খেতে পারবে । এজন্য সে এসে কানের কাছে গান শোনানোতে ব্যস্ত থাকে ।

 2 years ago 

মশারও বান্ধবী আছে, আর আমার বন্ধবী নাই। এই জীবন রেখে আর কি লাভ,হা হা হা।

 2 years ago 

তাহলে নিশ্চয়ই পুরুষ মশাকে মহিলা মশা পাহারাদার হিসেবে রাখে। আর দেখতে পাঠায় আমরা ঘুমিয়েছি কিনা।

 last year 

এখানেও মশার চালাকি। ওয়াও আপু বেশ ভালো লাগলো। 😍😍😍

 2 years ago 

মশাই এক মাত্র ভালোবাসার মানুষ,যে কিনা এত্তো মার খাওয়ার পর ও কাছে আসে , আর তার গান শুনাইয়া রাগ ভাঙানোর চেষ্টা করে ,আর বলে যে এভাবে রাগ করে থাকো না,চলো এবার আমরা সংসার করি।আর মশাই হলো আমাদের প্রকৃত প্রেমিক।তাই বার বার কাছে এসে ভ্যান ভ্যান করে গান শোনায়।

 2 years ago 

খাঁটি ভালোবাসা। তাই বারবার মার খাওয়ার পরও ফিরে আসে,হে হে হে।

 last year 

আসলেই ভাই ভালোবাসার মানুষ বলেই বারবার কাছে ফিরে আসে আর মার খায়।🙃🤓

 2 years ago 

হায় আল্লাহ এটা জানেনান? আচ্ছা আমি বলছি, মশা হচ্ছে পৃথিবী একমাত্র গায়ক যাদের গান শুনে আমাদের হাততালি দিতেই হয়। আমাদের হাততালি শোনার জন্য মশা আমাদের কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করে৷

 2 years ago 

ভালো বলেছেন আপু তার গান শুনে আমাদের হাততালি দিতে ইচ্ছে না করলেও হাততালি দিতে হবে।😃😃

Posted using SteemPro Mobile

 last year 

যতো ঘ্যান‌ ঘ্যান ততো হাততালি। গান‌ যেমনি হোক না কেনো হাততালি দিতেই হবে।😍

 2 years ago 

মশা কানের কাছে এসে ঘ্যানঘ্যান করে কেন?

কারন হইলো আলম আর মশা একই গোত্রের পতঙ্গ 🙃 দুটোই কানের কাছে এসে ঘ্যানঘ্যান করে 🤓 মশা রক্ত চাই আর হিরো আলম ভোট চাই 😂

 2 years ago 

বন্ধু তুই হিরো আলমকে এভাবে বলতে পারলে আমি ওর কাছে অবজেকশন দিব। 😄😄

Posted using SteemPro Mobile

 2 years ago 

হিরো আলমের কানের উপর ভালো করে অবজেকশন দিও বন্ধু। 🤓

Posted using SteemPro Mobile

 2 years ago 

কারন মশা কারো না কারো বউ।আর আপনারা তো জানেনই বউয়ের স্বভাবই ঘ্যানঘ্যান করে স্বামীর কান ঝালাপালা করা। মশার স্বামী মশাকে রেখে পালিয়ে গেছে। তাই কাউকে না পেয়ে আমাদের কানের কাছেই ঘ্যানঘ্যান করে।

 2 years ago 

মশা কানের কাছে এসে ঘ্যানঘ্যান করে তার প্রধান কারণ হলো শিকার ঘুমিয়ে গেছে নাকি জেগে আছে। এভাবেই সে রক্ত খেয়ে পালিয়ে যায়। 😎

 2 years ago 

মশা এসে ঘ্যানঘ্যান আমাদের টেষ্ট করে আমরা ঘুমিয়ে গেছি না কি জেগে আছি। কি বুদ্ধি,হা হা হা।

 2 years ago 

শিকারকে সজাগ করে এরপর বসে বসে রক্ত খায়। বেচারা অনেক মহৎ। ঘুমন্ত মানুষের রক্ত খেয়ে আরাম পায় না।🤣

 last year (edited)

হাহাহা আসলেই বন্ধু, মশা চেক করে নেয় রক্ত খাওয়ার আগে। অনেক সুন্দর বলেছো বন্ধু।

 2 years ago 

বলে যে আমরা সারাদিন কিছু খায় নাই জাহাপনা🫡🫡😅 আপনি যদি একটু রক্ত দিয়ে আমাদের সাহায্য করেন তাহলে একটু খেতে পারতাম।

 2 years ago 

তার মানে আমাদের কাছে অনুমতি চাই,হা হা হা। দারুন উত্তর দিছেন ভাইয়া।

 2 years ago 

তারমানে তারা আমাদের কাছে অনুমতি নিয়েই তারপর রক্ত খাওয়া শুরু করে। এরা তো দেখছি একেবারে সাধু বান্দা। 😅😅

 last year 

তারপর জাহাপনা জোরো করে চর মারে 🤓 অনেক সুন্দর বলেছেন ভাই।

 2 years ago 

কারণ মশার মনে নতুন প্রেম হয় তাই সেই আনন্দে সে কানের কাছে এসে ঘ্যানঘ্যান করে শুনায়।

 2 years ago 

তার মানে হলো তো মশা সবসময় প্রেমে পড়তে থাকে। হায় আল্লাহ এমন একটা কপাল আমাদের হোক।

 2 years ago 

হ্যাঁ, মশা প্রেমে পড়ে বলেই তো আমাদেরকে এত চিমটি দেয় আনন্দে।

 2 years ago 

তার মানে ঘ্যানঘ্যান হলো মশার নতুন প্রেমের আওয়াজ,হা হা হা।

 2 years ago 

হুম, মশাদেরও মনে প্রেম জাগে তো নাকি!

 2 years ago 

মশার মনে দেখছি দারুন প্রেম জেগেছে। এই প্রেমের জ্বালায় তো আমাদের কান ঝালাপালা হয়ে যায়। দারুন লিখেছেন আপু।

 2 years ago 

শুধু কি কান ঝালাপালা, শরীরেও স্পট পড়ে যায় মশার প্রেমের আঁচড়ে।

 2 years ago 

এটা কিন্তু মেয়েদের থেকেই মশা শিখেছে। মেয়েরা যেমন সারাদিন কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করে, আর সেটা মশা দেখে শিখে নিয়েছে। তাই মশাও কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করে।🤣🤣

 2 years ago 

আরে ওটা ঘ্যান ঘ্যান না 😄
ওটা হলো মশার গান, শিকারকে ঘুম পারানোর মোখ্যম অস্ত্র। আর এটার মাধ্যমে সে বুঝতে পারে শিকার ঘুমিয়েছে এবার রক্ত খাওয়া যাবে।

 2 years ago 

মশার কি মধুর গান ভাই,শুনলে মেজাজ গরম হয়ে যায়,হা হা হা।

 2 years ago 

আসল রহস্য জানতে পারলাম ভাইয়া। মশারা তাহলে আমাদেরকে গান শুনিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করে। দারুন লিখেছেন ভাইয়া। 🤣🤣