এবিবি ফান প্রশ্ন- ৬০১ || জীবনে প্রথম কাকে বলেছিলেন ভালোবাসি?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

জীবনে প্রথম কাকে বলেছিলেন ভালোবাসি?

প্রশ্নকারীঃ

@moh.arif

প্রশ্নকারীর অভিমতঃ

একজন মেয়েকে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 12 hours ago 

প্রথম বলেছিলাম ভালোবাসি স্কুল জীবনের একজন মেয়েকে। তিনি এমন একজন, যার প্রতি আমার ভালোবাসার অনুভূতি এতটাই গভীর ছিল যে, সেটিকে শব্দে প্রকাশ করতেই বলেছিলাম ভালোবাসি। তাছাড়া আমার বন্ধুর বোন ছিল। কিন্তু সে পাখিটি একদিন চলে গেল 😭😭।

 12 hours ago 

জীবনে প্রথম কাকে বলেছিলেন ভালোবাসি?

অনার্সে ভর্তি হওয়ার আগ পর্যন্ত ভালোবাসা শব্দটা শুনতে লজ্জা পাইতাম,বলতেও লজ্জা পাইতাম। এরপর বুঝলাম ভালোবাসা খারাপ না, ভালোই, এরপর থেকে নিজেকেই বলা শুরু করলাম আমি আমাকে ভালোবাসি। জীবনের প্রথম আমি আমাকেই বলছি তাহলে।

 11 hours ago 

জীবনে প্রথম কাকে বলেছিলেন “ভালোবাসি”?

হ্যাঁ, সবাই ভাবে কোনো মানুষকে বলেছিলাম .কিন্তু না! আমি বলেছিলাম ফুসকা কে। 🤭❤️একদিন হঠাৎ বিকেলে রাস্তার মোড়ে দাড়িয়ে,মুখে প্রথম ফুসকা উঠতেই হৃদয়ে ঝড় বয়ে গেল!টক ঝাল মিষ্টি পানি মুখে যেতেই মনে হল,“এই তো… এটাই সেই অনুভূতি, যাকে বলে ভালোবাসা!” 😍আমি ফুসকা দিকে তাকিয়ে বলেছিলাম "ফুসকা, আমি তোমাকে ভালোবাসি!" 😘চারপাশের মানুষ হাসছিল।তারপর থেকে যতবার মন খারাপ হয়,আমি ফুসকা’র কাছেই ফিরে যাই।🙂

জীবন প্রথম ভালোবাসি বলেছিলাম উপরওয়ালাকে।যিনি আমাদের বেঁচে থাকার জন্যে মূল্যবান অক্সিজেন ফ্রিতেই দিচ্ছেন সেই সাথে আরো কত কত নিয়ামত ফ্রিতেই দিচ্ছেন।

 9 hours ago 

জীবনের প্রথম আমিও একজন মেয়েকে এই কথা বলেছি, তবে কাকে বলেছি তার নাম এখন প্রকাশ করলে কমপক্ষে সাতদিন হাসপাতালে ভর্তি থাকতে হবে,হে হে হে।😅

 3 hours ago 

জীবনে যাকে প্রথম ভালোবাসি কথাটি বলেছি নিঃসন্দেহে একজন প্রিয় মানুষ ছিল। আর ওই সময় স্মৃতিতে এখনো মনে পড়ে। তার কথা কবিতার মত গেঁথে রইলো মনে। সত্যি বলতে এখনো যদি মাঝেমধ্যে তার সাথে দেখা হয় আবেগটা এখনো দেখা যায় মনে।

 2 hours ago 

কাকে প্রথম বলেছিলাম মনে নেই। তবে প্রশ্ন দেখে মনে করার চেস্টা করার পর মনে হলো নেজেকেই বলেছিলাম।

@abb-fun, this "ABB-Fun" initiative is pure genius! I love the concept of sparking creativity and fun with a daily question. The blend of simple rules, a relevant theme, and the promise of rewards is a fantastic way to boost engagement within the "Amar Bangla Blog" community. The question about the first "I love you" is wonderfully relatable and is sure to generate some hilarious and heartwarming responses. I can already imagine the creative answers pouring in! This is exactly the kind of lighthearted, community-building content that makes Steemit special. Excited to see this take off! Resteemed and following to participate! ধন্যবাদ!