Try! প্রয়াস!

in Incredible India26 days ago
1000051275.png

জীবনের প্রতিটি অধ্যায়ে

"প্রয়াস"
এই একটি শব্দকে যদি আমরা মূলমন্ত্র হিসেবে প্রয়োগে সক্ষম হই, তাহলে কোনো বাধাই আমাদের স্বপ্নের পথে বাধা হতে পরে না!

এই ভাবনা সাধারণত শৈশবেই প্রতিটি মা বাবার শেখানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি।
আমার দূর্ভাগ্য আমি অনেক কিছুই বাস্তব সংঘর্ষের সন্মুখীন হয়ে শিখেছি!
তাই হয়তো আমার লেখায় প্রায়শই বাস্তবমুখী জীবন শিক্ষার কথাই বেশি আপনারা খুঁজে পেতে পারেন।

1000025163.jpg
নবজাতকের জীবন ফিরে পাবার প্রয়াসের উদাহরণ!

প্রয়াস এটি একটি শব্দ নয় একটা গোটা শব্দকোষ!

কারণ, জীবনের প্রতি পর্যায় আমাদের হেরে যাবার সময় যখন মনোবল হারিয়ে ফেলি তৎসহ নিজেকে হেরে যাবার দলভুক্ত মনে হয়;
ঠিক সেই সময় মনের মধ্যে আরেকবার প্রয়াস করা যাক, এই আশার আলো পুনরায় লড়াই করবার ইন্ধন যোগায়।

পুনঃ পুনঃ প্রয়াস আমাদের মধ্যে ধৈর্য্য তথা মনোবলের পরীক্ষা নিতে আসে, আর যারা অধৈর্য্য না হয়ে, সকল প্রতিবন্ধকতাকে পদদলিত করে অদম্য প্রয়াস চালিয়ে যান, তারা নিশ্চিত রূপে সফলতা অর্জন করতে সক্ষম হন জীবনের কোনো না কোনো পর্যায়ে।

স্কুলের দিনগুলো মনে পড়ে? শিক্ষিকা কিন্তু সবসময় প্রয়াস করে যেতেন তিনি যে বিষয় পড়াচ্ছেন, সেটা সর্বোচ্চ প্রয়াসের সাহায্যে পৌঁছে দিতে শ্রেণীকক্ষে উপস্থিত সকলের কাছেই।

যদিও আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে, তবে মুষ্টিমেয় পরিচিত মানুষ ছাড়া কারোর বন্ধুত্বের অনুরোধ আমি রাখতে পারি না, কারণ সত্যি বলতে কিছু ক্ষেত্রে আমি গোপনীয়তা রক্ষা করায় বিশ্বাসী।

এর আগেও লেখায় উল্লেখ করেছি, আমার দিদি ক্লাসে সবসময় দ্বিতীয় স্থানে থাকতো, আর যে প্রথম স্থান দখল করে থাকতো সেই আইভি দিদি আমার ফেসবুকে আছে!

1000043039.jpg
আজও আমার জন্মদিনে শুভেচ্ছা জানাবার প্রয়াস অক্ষুন্ন!

আমার দিদির পড়াশুনোর জীবনে একটাই লক্ষ্য ছিল আর সেটা হলো অঙ্ক, তাই আইভি দিদি যতই প্রথম স্থান অধিকার করুক না কেনো অঙ্কে সর্বোচ্চ নম্বর পেতো আমার দিদি।

এই স্বাস্থ্যকর লড়াই এতটাই উন্নত মানের যে, দুজনের নিজেদের প্রয়াস চাইলে গেলেও আজও বন্ধুত্বে ফাটল ধরেনি।

আমরা দু'বোন একই স্কুলে পড়তাম, আর আইভী দিদি আমাকে ভীষণ ভালবাসে আজও।
আজকাল, মানুষের প্রয়াসের চাইতে ঈর্ষা, তুলনা ইত্যাদি বিষয় অধিক নজরে পড়ে!

এটা একেবারেই কাম্য নয়! সুস্থ্য মানসিকতায় থাকবে চেষ্টা অথবা প্রয়াস সেখানে থাকবে হার না মানার জেদ!

নিজেকে কিভাবে আরো উন্নত করা যায়, নিজের কোথায় কম রয়েছে সেটা শেখার আগ্রহ।
যদি, পরিবর্তে অন্যের আছে নিজের কেনো নেই?
নিজের সবটা ভালো তবুও নাম পাচ্ছে না!

1000051274.jpg
নিজের দু'হাত হাত নেই! তবে নেই সাথে অজুহাতও, আছে কেবলমাত্র প্রয়াস তাই মাত্র পনেরো বছরে সফলতা অর্জন করেছে!

এই বিষয়গুলো চেষ্টার পথের বাধা বলে আমি মনে করি!

অন্যের থেকে আশা না করে নিজের প্রয়াসের প্রতি যদি আমরা অধিক যত্নশীল হতে পারি, তবেই বোধহয় স্বপ্নপূরণ সম্ভব।

যদিও উপরিউক্ত ভাবনাগুলো আমার একান্তই ব্যক্তিগত, তাই অনেকেই সহমত পোষণ নাও করতে পারেন!

এর আগেও অনেক খেলোয়াড় তথা সফল ব্যবসায়ীর উদাহরণ আমি দিয়েছি যাদের জীবনের সংঘর্ষ নেহাত কম ছিল না!

তবুও, তারা সফল হতে পেরেছেন কারণ?

একটাই! তারা প্রয়াস চালিয়ে গিয়েছেন এবং অনেকেই এখনও করে চলেছেন।
আমার মত একলা বড় হওয়া অনেক মানুষ আছে, তবে পার্থক্য হয়তো একটাই আর সেটা হলো, সময়ের আগেই অনেকে হাল ছেড়ে দিয়েছে, আর আমি জীবনের সংঘর্ষে এখনও নিজের প্রয়াস চালিয়ে যাচ্ছি।

বেশিরভাগ মানুষ নিজের দোষ দেখতে অক্ষম, আর এইখানেই যত সমস্যা!
যেদিন আমরা আমাদের দুর্বলতা নিজেরা খুঁজে পাবো, পাশাপশি সেটা নিয়ে বারংবার প্রয়াস করে সেই দুর্বলতা থেকে বেরিয়ে আসতে পারবো, সেদিন কোনো বাধাই আমাদের সফল হতে আটকাতে পারবে না।

1000016465.jpg
TATA কোম্পানীর প্রথম মহিলা ইঞ্জিনিয়ার, প্রয়াস এবং সাহসিকতার উদাহরণ!

আমি ভালো, আমার সব ভালো এর পরিবর্তে আমার মধ্যেও উন্নতির প্রয়োজন আছে, এই ভাবনা বোধহয় প্রয়াসকে নিজের মধ্যে বাঁচিয়ে রাখে!

জীবনযুদ্ধ পৃথক হতে পারে তবে যদি সেই যুদ্ধ জয়ের ভাবনা এক হয়, তাহলে জয়লাভ সহজ আর আমার জীবনযুদ্ধের মূলমন্ত্র প্রয়াস!

সর্বশেষে তাই কালীপ্রসন্ন ঘোষ রচিত কবিতার কিছু লাইন উল্লেখ করলাম, আশাকরি, আমার লেখার সারমর্ম কবিতাটি পড়লে সহজেই বুঝতে পারবেন অনেকেই!

পারিবো না(কবিতার নাম)
কালীপ্রসন্ন ঘোষ।(কবি)

‘পারিবো না’–এ-কথাটি বলিও না আর,
কেন পারিবে না তাহা ভাবো একবার;
পাঁচজনে পারে যাহা,
তুমিও পারিবে তাহা,
পারো কি না পারো করো যতন আবার
একবার না-পারিলে দেখো শতবার।

পারিবে না বলে মুখ করিও না ভার,
ও কথাটি মুখে যেন না শুনি তোমার।
অলস অবোধ যারা
কিছুই পারে না তারা,
তোমায় তো দেখি নাকো তাদের আকার
তবে কেন ‘পারিবো না’ বলো বারবার?

জলে না-নামিলে কেহ শিখে না সাঁতার,
হাঁটিতে শিখে না কেহ না-খেয়ে আছাড়,
সাঁতার শিখিতে হলে
আগে তবে নামো জলে,
আছাড়ে করিয়া হেলা হাট’ আর বার;
পারিবো বলিয়া সুখে হও আগুসার।

নিজেকে উদ্বুদ্ধ নিজেকেই করতে হবে, জীবন নিজের, লড়াই নিজের, কাজেই চেষ্টায় ত্রুটি রাখলে চলবে কি করে?

1000010907.gif

1000010906.gif

Sort:  
 25 days ago 

আপনার পোস্টটি হৃদয়স্পর্শী! আপনি যা বলেছেন, আমি মনে করি, তা সবার মনে প্রভাব ফেলবে। আপনার কথাগুলি অনেক শক্তিশালী এবং আপনি অনেক মানুষের বাস্তব উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন জীবনে একাধিকবার হেরে যাওয়ার পরও যদি আবার চেষ্টা করা যায়, তবে সেই প্রয়াস একদিন আমাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে।
আমি মনে করি, এটি এক দুর্দান্ত উপদেশ! আমাদের সবার জীবনে প্রতিনিয়ত চ্যালেঞ্জে ভরা, যদি আমাদের কোন কিছু শিখার চেষ্টা শক্তি থাকে, তবে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না। আপনি সুন্দরভাবে এই সব কথা গুলো তুলে ধরেছেন আমাদের মাঝে। আপনার পোস্টটি পড়ে আরেকটি বিষয় জানতে পারলাম আপনার বড় আপু অংকেতে খুব ভালো ছিল। এইসব কিছু এক একটা মানুষের বিশেষ গুণ, আপনার দিদির জন্য দোয়া রইল। এই পোস্টের মাধ্যমে অনেক কিছু শিখলাম। জীবনে বিভিন্ন সময়ে একের পর এক কঠিন মুহূর্ত আসবে, কিন্তু প্রয়াসের শক্তি দিয়ে সব কিছু জয় করা সম্ভব। এত সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য সব সময় শুভকামনা রইল!

TEAM 7 ¡Congratulations! This post has been voted through steemcurator07. We support quality posts, good comments anywhere and any tags.

1000098952.png

Curated By: @memamun

 25 days ago 

Thank you @memamun Sir for supporting me 💕

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

TEAM 7 ¡Congratulations! This post has been voted through steemcurator07. We support quality posts, good comments anywhere and any tags.

1000098952.png

Curated By: @memamun

 24 days ago 

Appreciated your concern and understanding ability @memamun

Loading...
Loading...
Loading...
 23 days ago 

চেষ্টা করলে সবই সম্ভব আজকে আপনার পোস্ট পড়ার পর বুঝতে পারলাম আসলে আমরা চেষ্টা করি না। আমরা অজুহাত দিতে অনেক বেশি পছন্দ করি। ওই যে অজুহাত দিলে যে কাজ হয়ে যায় সে কারণেই হয়তো বা আমরা এখন আর চেষ্টা করে কোন দিকে নিজেদের সফলতা অর্জন করার প্রয়াস করি না। তবে আপনি ঠিকই বলেছেন চেষ্টা করলে মানুষ অনেক কিছুই করতে পারে আপনি চার ধরনের মানুষের উদাহরণ দিয়েছেন।

জীবন যুদ্ধে বেঁচে থাকার চেষ্টা করতে হবে হাত না থেকেও সফলতা অর্জন করেছে টা টা কোম্পানির মধ্যে একজন মহিলা ইঞ্জিনিয়ার হয়েছে এটা ভেবেই তো অনেক বেশি অবাক হচ্ছি। আপনার পোস্ট থেকে অবশ্যই আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত কখনো অজুহাত নয় বরঞ্চ চেষ্টা করার মাধ্যমেই সফলতা অর্জন করা হয়। অসংখ্য ধন্যবাদ চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য ভালো থাকবেন।

 23 days ago 

একেবারেই সঠিক কথা বলেছেন, যদি অজুহাতের ঊর্ধ্বে উঠে আমরা ভাবতে শিখি তাহলে কোনো কিছুই অসম্ভব নয়, চেষ্টা চালিয়ে গেলে একদিন না একদিন সুযোগ সৃষ্টিকর্তা ঠিকই দেবেন বলে আমি বিশ্বাস করি।

তবে, যারা ভাগ্যে নেই অথবা আমার দ্বারা হবেনা ভেবে পিছিয়ে পড়েন, তাদের জন্য ছিল লেখাটি।

 22 days ago 

বিগত দিনের অনেক কিছুর চেষ্টা যখন করিনি বর্তমান সময়ে দাঁড়িয়ে শুধুমাত্র আফসোস করতে হচ্ছে। মনে মনে চিন্তা করছি যদি একটু চেষ্টা করতাম তাহলে আমিও সফল হতে পারতাম বর্তমানে অনেকের সফলতার গল্প এসএমএস আমার কাছে আসে কিন্তু কিছুই করার নেই। আমাদের অজুহাত দেখানো মোটেও ঠিক না। যত বেশি অজুহাত দেখাবো তত বেশি পিছিয়ে থাকবো। তাই এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি আর অজুহাত নয় নিজের কাজকে সঠিকভাবে সম্পূর্ণ করার জন্য অবশ্যই আবারো চেষ্টা করব।

Greetings ma, how are you doing? I sent you a friend request in discord, please I have something important to say. 🙏