সামান্য ভুল বয়ে আনে অনেক বড় ক্ষতি।।
হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ ০৭/০৩/২০২৪) রোজ: বৃহস্পতিবার
ছবিটি এখান থেকে নেওয়া হয়েছে
💞শুভ দুপুর 🌸
আপনার উপরে টাইটেল দেখে বুঝতে পেরেছেন আমি আজ আপনাদের মাঝে কি বিষয়ে পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আসলে আমরা অনেকে আছি সামান্য ভুলের কারণে অনেক ক্ষতিতে ক্ষতিগ্রস্ত হয়ে থাকি। আচ্ছা আমি একদম ঘুরতে একটা চিন্তা ধারা থেকে আমি এই পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আমার ভাই তুমি চাকরি করেন। তার পোস্টিং হয়েছে রাঙ্গামাটি। এইতো কয়েকদিন আগেই ভাইয়া ছুটি কাটিয়ে গেল। এদিকে ভাই আছে কাজের জন্য এসেছিল সে কাজ সে কিছু মনে করল না। এখন হঠাৎ সে বিপদে পড়ে গেছে।
আসলে আমাদের সবসময় রোজা রাখতে হবে যে সামান্য ভুল একটু ভুল কারণে সামান্য ভুল বয়ে আনতে পারে অনেক বড় ক্ষতি। কারণ ভুলের মাসুল সে তখনই পাই যখন সে ভুল থেকে শিক্ষা পায়। আমার ভাইয়া অন্য একজনের আইডি দিয়ে কিছু সিম উঠেছে। এখন তার যে বেতন আসবে সেই সিমে তার নাম না থাকলে হবে না। তাই তাকে সিমের নাম পরিবর্তন করতে হবে। আপনার অনেকে হয়তো বলতে পারেন যে একটা সিম উঠিয়ে নিলেই তো হয়। তা সম্ভব নয় কারণ যে নাম্বার সে অন্যজনের কাছ থেকে সিম তুলেছিল সেই চিন্তার চাকরির সমস্ত কাগজপত্র দেওয়া হয়েছে। অর্থাৎ এখন তার বেতন আসবে ঐ সিমে। যে কারণে এখন সিমের মালিকানা পরিবর্তন করতে হবে আর এর জন্য দুই জনের প্রয়োজন। কারণ বর্তমানে যার এনআইডি কার্ডের মাধ্যমে সিম উঠানো হয়েছে তাকে এবং যার নামে পরিবর্তন করতে হবে তাদের দুজনারি প্রয়োজন। তবে দুঃখের বিষয় ভাইয়া কালকে ছুটি শেষ করে তার পোস্টিং রাঙ্গামাটিতে চলে গিয়েছে। এখন আমি আজকে যে বিষয়টি জানতে পেরে দেখি যে দুজনেরই প্রয়োজন কারণ তাদের দুজনারই হাতের ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন হবে। তাই ভাইয়াকে আবার স্যারের কাছ থেকে ছুটি নিয়ে বাসায় আসতে হবে। এই সামান্য টুকু কারণে তাকে আবার অনেক পথ পাড়ি দিয়ে খুব ক্লান্ত সময় অতিক্রম করে বাসায় আসতে হবে।
কি আর করার এই সিম মালিকানাধীন পরিবর্তন না করলে তার নাকি বেতন আসবে না। কারণ এতে কি সমস্যা হতে পারে তাই এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ। ভাইয়াদের মূলত এই কাজ সংশোধন করার জন্য বাসায় ছুটে গিয়েছিল। আর এর মাধ্যমেই আমরা বুঝতে পারি যে সামান্য ভুল বোঝে আনতে পারে আমাদের অনেক বড় একটি ক্ষতি। কারণ আমার ভাইয়া এখন অনেক পথ পাড়ি দিয়ে বাসায় আসতে হবে আবার কাজটি শেষ করেই সেই মুহূর্তে আবার তার চাকরির স্থলে অর্থাৎ কর্মস্থলে পৌঁছে যেতে হবে। ব্যাপারটা খুবই দুঃখজনক যে এখন তাকে ছুটি দেবে কি দেবে না তার একটা ব্যাপার। কারণ সৈনিক জীবনের ছুটি খুবই কম। তাই আমাদের সব সময় সতর্ক থাকতে হবে যে সামান্য ভুলও আমাদের বয়ে আনতে পারে অনেক বড় একটি ক্ষতি।
তবে কি আর করার
আজকের মতো এখানেই শেষ করছি
আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে রইলো প্রাণঢালা শুভেচ্ছা।
পোস্ট টি একটু চেক করিয়েন অনেক শব্দ কয়েকবার লেখা হয়েছে।হয়তো ভয়েস টাইপিং করেছেন তাই ভুল হয়েছে। ধন্যবাদ
হ্যাঁ একজন মানুষ যত সময় সেই ভুলের মাশুল পাবেনা তত সময় তার ভুল সম্পর্কে অবগত হবে না। যদি কোন ভুল থেকে শিক্ষা লাভ করে তাহলে সেটা তার জীবনের পরিবর্তনের টার্নিং পয়েন্ট হতে পারে।
ঠিক বলেছেন ভাইয়া ধন্যবাদ আপনাকে।