শৈশবের কাদামাটি খেলা।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ৩০ শে মার্চ, রবিবার, ২০২৫ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আজকে আমি দারুণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আমি জানি আজকে আমি যে বিষয় নিয়ে পোস্ট করতে যাচ্ছি সবাই এ বিষয়টাকে শৈশবে অনেক বেশি ভালবাসতেন। আমরা সবাই এখন বড় হয়েছি তবে আমরা যে, শৈশব ভুলে গিয়েছি তা নয়। শৈশবের প্রতিটি সুন্দর স্মৃতি আমাদেরকে মাঝেমধ্যে আনন্দে ভরিয়ে দেয়। আমার কাছে মনে হয় গ্রামীণ শিশু কিশোরদের শৈশব অনেক বেশি সুন্দর হয়। শৈশবের সুন্দর সুন্দর স্মৃতি গুলোর ভিতরে রয়েছে কাদামাটির খেলা। গ্রামীণ শৈশবে কাদামাটি খেলার কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক।
আজকে আমি যে ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করেছি এগুলো প্রায় বছর দুয়েক আগেকার ছবি। তখন কিছুদিন হলো আমি ঢাকাতে লেখাপড়ার জন্য এসেছিলাম। তারপর লেখাপড়ার ফাঁকে কিছুদিন ছুটি পেয়ে বাড়িতে গিয়েছিলাম। আমি যখনই ঢাকা থেকে বাড়িতে আসি তখনই বাড়িতে আসার পরে নিজের বাড়িতে অনেকটা কম সময় অতিবাহিত করি। সেদিন দুপুরের দিকে বাড়িতে এসে আমি আমাদের পুকুরের পাড়ের দিকে ঘুরতে গেলাম।
আমাদের বাড়ির তুলনায় পুকুরের পাড়ে একটু বাতাস বেশি লাগে এবং জায়গাটা অনেক ঠান্ডা। আর পুকুর পাড়ে দুইটা মাচা রয়েছে সেই মাচার উপরে গিয়ে প্রচন্ড গরমের সময় একটু স্বস্তির জন্য বসে থাকতে বেশ ভালই লাগে। আমি পুকুর পাড়ে গিয়ে দেখি যে, আমার মাসির ছেলে অর্থাৎ আমার ভাই আর আমার পাড়া-প্রতিবেশী ভাতিজা পুকুরে স্নান করছে।
পুকুরের জল অনেক কম থাকাতে দুই জনই স্নান করার সময় অনেক মজা করছে। যেমনটা মজা আমরা শৈশবে সবাই মিলে একসাথে স্নান করার সময় করতাম। এই পুকুরটা অনেক বড় আর এই পুকুরে স্নান করার অনেক স্মৃতিময় গল্প রয়েছে। যাইহোক ওদের স্নান করা দেখে শৈশবের কথাগুলো মনে পড়তে শুরু করলো। ওরা যে শুধু সাধারণভাবে স্নান করছে তা নয় দুজন মিলে একে অপরের দিকে কাঁদা ছোড়াছুড়ি খেলা খেলছিল।
তারপর আমি এভাবে কাঁদা ছোড়াছুড়ি খেলা নিষেধ করি। যে কোন মুহূর্তে হঠাৎ করে নরম কাঁদা চোখে মুখে চলে গেলে সমস্যা আছে। তারপর তারা দুজনেই আমার কথা শোনার পরে কাঁদা ছোড়াছুড়ি খেলা বন্ধ করলো। তারপর তখন আমাকে বলল যে, তাহলে কাঁদা দিয়ে জংলি সাজি।
আমি তখন বললাম যে, আচ্ছা ঠিক আছে তোমরা কাঁদা দিয়ে জংলি সাজো আর আমি ভিডিও করি। অনেকটা সময় ধরে কাঁদা দিয়ে জংলি সাজার ভিডিও করলাম এবং অনেকগুলো ফটোগ্রাফি করলাম। শৈশবের এমন সুন্দর মুহূর্তের দৃশ্য দেখতে পেরে মনের কাছে বেশ ভালই লাগছিল।
পোস্টের ছবির বিবরন
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১০ এপ্রিল ২০২৩ খ্রিঃ
লোকেশন: মোহাম্মদপুর,ঢাকা
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon


Screenshot:
Comment Link:
https://x.com/aongkonbd/status/1906374169442599249?t=ndUs_MJM7mqa4TVA66ysXA&s=19
https://x.com/aongkonbd/status/1906375328743993513?t=AVWZKxqy-HWiTRqqlG_z8Q&s=19
https://x.com/aongkonbd/status/1906375593173852574?t=DJppePY2IVOw_iDGA62opQ&s=19
https://x.com/aongkonbd/status/1906375842445562124?t=2BPt-dCIIcKGcO-iO5lmQQ&s=19
আপনার শৈশবের দিনগুলির কথা পড়ে আমার শৈশবের কথাও মনে পড়ে গেল ভাই। দারুন সুন্দর করে সমস্ত পোস্টটি আমাদের সামনে শেয়ার করেছেন। প্রত্যেকের ছেলেবেলায় এমন সুন্দর সুন্দর স্মৃতি জড়িয়ে আছে। কাদামাটি খেলার ছবিগুলি দেখে ভীষণ ভালো লাগলো। যেন পুরনো দিনকালের কথা মনে পড়ে গেল।
শৈশবে অনেক কিছুর সাথে পরিচিত হয়েছি।অনেক ধরনের খেলা খেলেছি কিন্তু এরকম কাদা ছোড়াছুড়ি খেলা কখনো খেলা হয়নি। ওদেরকে খেলতে দেখে আপনার শৈশবে স্মৃতি মনে পড়ে গিয়েছিল। শৈশবে হারিয়ে যাওয়া অনেক স্মৃতি আমাদের রয়ে গেছে। যখনই কাউকে সেই সময় গুলো পাড় করতে দেখি তখন নিজেদের শৈশব কে খুব মনে পড়ে যায়। বাচ্চারা বেশ মজা করে মুহূর্তটা কাটালো আপনিও তাদের সঙ্গ দিয়েছেন দেখে ভালো লাগলো। চমৎকার একটি পোস্ট শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।
শৈশবের দিনগুলো সত্যি অনেক দারুন ছিল। কাদামাটি দিয়ে খেলার সময় গুলো অনেক বেশি আনন্দের ছিল। আপনার এই পোস্ট দেখে খুবই ভালো লাগলো ভাইয়া।