স্বরচিত কবিতা: তুমি আসবে বলে
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শনিবার, ০৩ ই মে ২০২৫ ইং
ছোট বেলা থেকে আমার কবিতা লেখা তেমন একটা অভ্যাস ছিল না। কিন্তু ইদানিং আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে যুক্ত হতে পেরে বেশ কয়েকজন অ্যাডমিন - মডারেটর ভাইয়া এবং বেশ কয়েকজন সাধারণ ইউজারদের কবিতা লেখা দেখে আমার ও ইচ্ছা জাগে, আমিও কবিতা লিখবো। বিশেষ করে আমাদের কবিতার প্রিয় প্রতিষ্ঠাতা দাদার লেখা কবিতা এবং আমাদের সকলের প্রিয় হাফিজুল্লাহ ভাইয়ের লেখা কবিতা গুলো প্রতিনিয়ত পড়েছিলাম। তাদের থেকেই মূলত আমার কবিতা লেখার আগ্রহ চলে আসে।
প্রেম এমন একটি অনুভূতি, যা আমাদের জীবনের গভীরতম স্থরকে স্পর্শ করে। আর সেই প্রেম যখন কোনো এক প্রিয় মানুষের সঙ্গে জড়িয়ে পড়ে, তখন তার জন্য অপেক্ষা করাটাও হয়ে ওঠে এক অলিখিত অঙ্গীকার। প্রিয় মানুষের জন্য অপেক্ষা এটি শুধু সময়ের ব্যাপার নয়, এটি এক ধৈর্যের পরীক্ষা। মনে পড়ে যায় তার হাসি, তার বলা শেষ কথা, কিংবা কোনো বিশেষ মুহূর্ত। অপেক্ষা তখন আর ক্যালেন্ডারের পাতায় সীমাবদ্ধ থাকে না, সেটি রূপ নেয় জীবনের অংশে।আর এই অপেক্ষার একটি সৌন্দর্য রয়েছে, মাঝে মাঝে কষ্ট দেয়, আবার কখনো ভালো লাগা কাজ করে।
তুমি আসবে বলে
তুমি আসবে বলে,
আজও জানালায় চেয়ে থাকি,
পাখির ডানায় ভেসে আসে সন্ধ্যা,
তবু ও পাই না তোমার দেখা।
তুমি আসবে বলে,
চুপিচুপি রাখি সব কথাগুলো,
ভাঙা কলমে লিখি না আর কিছু,
তবুও তোমার অপেক্ষার প্রহর গুনি।
তুমি আসবে বলে,
বুকের ভেতর পাথর করেছি।
চাঁদের আলোয় বারবার দেখি,
যেখানে তুমি শেষ বলেছিলে আছি।
তুমি আসবে বলে,
আজও প্রার্থনায় রাখি তোমার নাম,
ভালোবাসা বোঝে না সময়,
তাই অপেক্ষাটাই আমার সত্য ।
তুমি আসবে বলে এখনো জাগি,
সময়ের কাঁধে ভর করে চলি,
হয়তো একদিন আসবেই তুমি
সেই দিনের অপেক্ষায় আছি।
আমার লেখা কবিতা টি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily task
Link
https://x.com/Riyadx2P/status/1918674261494948008?t=G8_-xE7kO-FwxZcXp9uOww&s=19
https://x.com/Riyadx2P/status/1918674570455789698?t=G8_-xE7kO-FwxZcXp9uOww&s=19
https://x.com/Riyadx2P/status/1918674798122541566?t=G8_-xE7kO-FwxZcXp9uOww&s=19
https://x.com/Riyadx2P/status/1918675070068883659?t=G8_-xE7kO-FwxZcXp9uOww&s=19
Screenshot

ভালবাসার আবেগে পরিপূর্ণ সুন্দর একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক সুন্দর লেগেছে আপনার এই কবিতাটি। কবিতার প্রতিটি লাইনে প্রিয় মানুষটার জন্য অফুরন্ত ভালোবাসা এবং অপেক্ষা লুকিয়ে আছে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।