স্বরচিত কবিতা: হৃদয়ে আমার বাংলা ব্লগ কমিউনিটি
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বৃহস্পতিবার, ০৬ ই মার্চ ২০২৫ ইং
আসলে আমার ব্লগ কমিউনিটি এমন একটি কমিউনিটি, যেখানকার প্রতিটি সদস্য একে অপরের প্রতি সম্পৃক্ত। এই কমিউনিটির প্রিয় প্রতিষ্ঠাতা দাদা আমাদের সকল কে প্রতিটি কাজ খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শিখিয়ে দেন।এটা আসলেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এছাড়া ও আমাদের কমিউনিটির প্রতিটি অ্যাডমিন এবং মডারেটর ভাইয়া ও আপু সর্বদা আমাদের কে বিভিন্ন ভাবে সাহায্য করার চেষ্টা করে। ধরতে গেলে আমার বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবার। এই পরিবারের প্রতিটি সদস্য সব সময় একে অপরের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করেন। আজকে আমি আমার প্রিয় বাংলা ব্লগ কমিউনিটি কে একটি কবিতা লিখবো। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে।
হৃদয়ে আমার বাংলা ব্লগ কমিউনিটি
বাংলায় বলি কথা।
ব্লগে আমরা এক পরিবার,
সর্বদা আমরা একতা।
এডমিনের দৃঢ় দৃষ্টি,
মডারেটরের মমতাময় স্নেহ,
ভাই-বোনেরা একে অপরের পাশে,
সকলেই চলি মিলেমিশে।
একটা শব্দ, একটা ক্ষণ,
শব্দে গড়ে উঠবে সম্পর্কের রঙ,
হাঁটতে হাঁটতে, পায়ে পায়ে,
বেঁচে থাকার আনন্দ, একে অপরের পাশে।
একটি কবিতা সবার জন্য,
দুর্গম পথে হোক উৎসাহ,
একসাথে আগাই আমরা,
একসাথে থাকবো মোরা সবে।
সবাইকে একত্রিত করে,
চলতে থাকব একে অপরের সঙ্গে,
নতুন এক জোয়ারে, হোক সাফল্যের আকাশে।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Vote@bangla.witness as witness
https://x.com/Riyadx2P/status/1897686330789998916?t=UH8oHzjK6OMSibfrsrRbTg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার কবিতাটি সত্যিই দারুণ হয়েছে! এটি বাংলা ব্লগ কমিউনিটির প্রতি আপনার গভীর ভালোবাসা ও আন্তরিকতার এক সুন্দর প্রকাশ। শব্দের মাধ্যমে একতা, সহযোগিতা এবং পারিবারিক বন্ধনের যে চিত্র ফুটিয়ে তুলেছ, তা হৃদয় ছুঁয়ে যায়। বিশেষ করে "শব্দে গড়ে উঠবে সম্পর্কের রঙ" লাইনটি সত্যিই অনুপ্রেরণামূলক।বাংলা ব্লগ কমিউনিটির প্রতিটি সদস্য নিশ্চয়ই এই কবিতায় নিজেদের খুঁজে পাবো এবং আরও একসঙ্গে এগিয়ে চলার অনুপ্রেরণা পাবো। ধন্যবাদ কবিতাটি শেয়ার করার জন্য।
আমার বাংলা ব্লগকে নিয়ে অনেক চমৎকার একটি কবিতা লিখেছেন ভাই পড়ে মুগ্ধ হয়ে গেলাম। আমরা সবাই আমার বাংলা ব্লগকে অনেক বেশি ভালোবাসি। অনেক সুন্দর একটি কবিতা বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
আমার বাংলা ব্লগ নিয়ে আপনি অনেক সুন্দর ভাবে কবিতা লিখেছেন ।যে কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতা লাইন গুলো অনেক সুন্দর ভাবে সাজিয়ে লিখেছেন। আসলেই আমার বাংলা ব্লগে যুক্ত হতে পেরে আমরা সবাই অনেক খুশি।
আমার বাংলা ব্লগ কমিউনিটি কে নিয়ে আমাদের সকলের ভালোবাসার যেন শেষ নেই।আমার বাংলা ব্লগ কমিউনিটি কে নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন পড়ে মুগ্ধ হয়ে গেলাম। কবিতার প্রতিটি লাইন অনেক সুন্দর ভাবে লিখেছেন। ধন্যবাদ ভাই দারুন একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।