অনু-কবিতা: স্বরচিত এক গুচ্ছ অনু-কবিতা
★আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব★। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে আমার স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা শেয়ার করবো।তাহলে চলুন এবার শুরু করা যাক।

অনু-কবিতা ১
নীল আকাশ, সবুজ ঘাস,
প্রকৃতি দেয় শান্তির বাস।
পাখির গান আর ফুলের গন্ধ,
এ যেন মনের নির্মল ছন্দ।
অনু-কবিতা ২
মায়ের চোখে ভালোবাসা,
অন্তরে তার স্নেহের ভাষা।
সব কষ্টে হাসতে শেখায়,
পথের আলো হাতে রাখায়।
অনু-কবিতা ৩
শিক্ষা হলো জ্ঞানের আলো,
চরিত্র গড়ে, জাগায় ভালো।
পাথেয় হয়ে থাকে চিরকাল,
মানুষ গড়ার মূল কলা।
অনু-কবিতা ৪
একটু হাসি, একটু স্পর্শ,
ভালোবাসায় প্রাণে হর্ষ।
নিঃশব্দেও অনেক বলা,
ভালোবাসাই জীবনের ছলা।
অনু-কবিতা ৫
সময় চলে, থামে না পথ,
হারিয়ে যায় চেনা সব রথ।
সময়কে যেই করে জয়,
তার জীবনেই সত্যি জয়।
এই অনু কবিতাগুলো হয়তো খুব ছোট, কিন্তু এদের প্রতিটির মধ্যে লুকিয়ে আছে একটি গল্প, একটি প্রশ্ন বা একটি নিষ্পাপ অনুভূতি। কবিতা লিখতে গেলে বড় হওয়ার দরকার নেই, দরকার শুধু মনের গভীরে ডুব দেওয়ার সাহস।এই অনু কবিতাগুলো রচনার সময় আমি অনুভব করেছি -কবিতা আসলে কোনো বিশেষণ নয়,এটি একটি ক্রিয়া,একটি শ্বাস-প্রশ্বাসের মতো প্রাকৃতিক প্রক্রিয়া।আপনিও চাইলে লিখে ফেলতে পারেন আপনার মনের কথা-একটি লাইন, দুটি লাইন,কিংবা শুধুই একটি শব্দ যা আপনাকে স্পর্শ করে গেছে।
"কবিতা হলো নিঃশব্দের ভাষা,
যে ভাষা সবাই বোঝে কিন্তু কেউ বলে না।"
আল্লাহ্ হাফেজ
Device | Motorola g34 5g |
---|---|
Camera | 52 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
X-promotion
ডেইলি টাস্ক প্রুভ:👇
Comment Link:👇
https://x.com/Moto5g638776/status/1942970083006955587?t=d_hLDsmMOEktmVrHb0ufqQ
https://x.com/Moto5g638776/status/1942970457487024326?t=Y6qR5ehYuJeSdmlomg_MRw&s=19
https://x.com/Moto5g638776/status/1942970811276472636?t=QQMXKKkqB7twMFH6hwDXyQ&s=19
আপনি কিন্তু অনেক সুন্দর অনু কবিতা লিখতে পারেন। আপনার লেখা অনু কবিতা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে পড়ে। খুবই সুন্দর ছিল আপনার প্রতিটা অনু কবিতা লেখার টপিক। এরকম সুন্দর অনু কবিতা গুলো আশা করি সবসময় শেয়ার করবেন।
আজকের শেয়ার করা আপনার এই অনু কবিতা গুলো খুবই সুন্দর হয়েছে৷ যেভাবে আপনি আজকের সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে বেশ ভালই লাগলো৷ একইসাথে এখানে এই অনু কবিতা শেয়ার করার মধ্যে দিয়ে আপনার কাছ থেকে এত সুন্দর কবিতা পড়তে পারলাম৷ তার পাশাপাশি এখানে যেভাবে আপনি এত সুন্দর অনু কবিতা শেয়ার করেছেন তা আপনার কবি প্রতিভার বহিঃপ্রকাশ খুবই ভালোভাবে ঘটিয়েছে৷ এই অনু কবিতা পড়ে মনে হচ্ছে যেন একেবারে প্রফেশনাল একজন কবির কাছ থেকে পড়ছি৷