স্বরচিত কবিতা: নীরব ভালোবাসা
বিসমিল্লাহির রহমানির রহিম
★আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব★। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে আমার স্বরচিত কবিতা নীরব ভালোবাসা কবিতা শেয়ার করবো।তাহলে চলুন এবার শুরু করা যাক।
![]() |
---|
স্বরচিত কবিতা : নীরব ভালোবাসা
মুখে বলিনি, তবু তুমি জানো,
চোখে চোখে কথা হয় নিরবতায়
ঠোঁট নড়ে না, তবু হৃদয় গায়,
অজানা সুরে ভালোবাসার গান।
তোমার হাসি ছুঁয়ে যায় মন,
নিঃশব্দে জাগে অচেনা অনুভব।
দূরে থেকেও কাছে মনে হয়,
এই তো ভালোবাসার আসল রূপ।
কোনো প্রতিশ্রুতি নেই, নেই দাবি,
কেবল মনের স্রোতে ভাসা স্বপ্ন।
হাওয়ায় তোমার নাম ভাসে নীরবে,
চাঁদও শুনে সেই গোপন প্রার্থনা।
সময় থেমে যায়, চোখে পড়ে আলো,
তোমার ছায়ায় শান্তি খুঁজি আমি।
নীরব এই প্রেমে নেই কোলাহল,
তবু এ প্রেমই সবচেয়ে সত্য, সবচেয়ে আপন।
আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম।আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমার আজকের ব্লগটি । ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।আজ এই পর্যন্তই।আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে।
আল্লাহ্ হাফেজ
Device | Motorola g34 5g |
---|---|
Camera | 52 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
X-promotion
ভালো লাগার মত সুন্দর একটি কবিতা লিখেছেন আজকে আপনি। আপনার লেখা নীরব ভালোবাসা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। ভালোবাসা নিয়ে সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে উপস্থাপনা করেছেন। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Comment Link:👇
https://x.com/Moto5g638776/status/1976690211167125823?t=MR-BRPBy7MRFkvhLVfj1oA&s=19
https://x.com/Moto5g638776/status/1976690526146695270?t=blEtJd0_zrKKc0GIeSi3vQ&s=19
https://x.com/Moto5g638776/status/1976690785505755322?t=IM9lE4vzcaFAHpgI7uHYCQ&s=19