অনুগল্প-ভুলতে চেয়েছি তারে||

in আমার বাংলা ব্লগ6 days ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি একটি অনুগল্প সবার মাঝে শেয়ার করব। মাঝে মাঝে গল্প লিখার চেষ্টা করি। আর সেই চেষ্টা থেকেই ছোট ছোট গল্প লিখি। তো বন্ধুরা চলুন আমার আজকের লেখার গল্প পড়ে নেওয়া যাক।

ভুলতে চেয়েছি তারে:

man-1253004_1280.jpg

source


ভাবতে পারিনি তোমাকে পেয়েও হারাতে হবে। ভাবতে পারিনি তোমাকে ভুলে যাবার চেষ্টায় দিনরাত একাকার করতে হবে। কথাগুলো ভাবছিল আর মেয়েকে বুকে আগলে রেখেছিল ফাহিম সাহেব। ফাহিম আর প্রিয়া একে অপরকে ভালোবেসে ঘর ছেড়েছিল। ফাহিম এবং প্রিয়ার ভালোবাসা তাদের দু পরিবারের কেউ মেনে নিতে পারেনি। দুই পরিবারের অমতে গিয়েই তারা বিয়ে করেছিল।

ফাহিম আর প্রিয়ার ঘরে সুখের কোন অভাব ছিল না। হয়তো তাদের জীবনে বিলাসিতার ছোঁয়া ছিল না। তবে দুজনের ভালোবাসা দিয়ে পুরো ঘরটাই একেবারে ভরে ছিল। দুজন মানুষ দুজন মানুষকে অসম্ভব রকমের ভালোবাসত। দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। এরপর প্রিয়া জানতে পারে সে মা হতে চলেছে। দুজনেই অনেক খুশি হয়েছিল। কিন্তু তাদের এই অভাবের সংসারে নতুন কেউ আসতে চলেছে এটা ভেবে একটু ভয় পাচ্ছিল।

দেখতে দেখতে নয় মাস কেটে যায়। প্রিয়া ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেয়। প্রিয়া এই পৃথিবীর মায়া ছেড়ে পরপারে চলে যায়। প্রিয়ার চলে যাওয়া ফাহিম কিছুতেই মেনে নিতে পারছিল না। এমনকি নিজের মেয়ের দিকে একবার তাকিয়ে দেখতে চাচ্ছিল না। অবশেষে ফাহিমের বন্ধু জোর করে ফাহিমের কোলে তার ছোট্ট কন্যা সন্তানটিকে তুলে দেয়। মেয়ের মুখের দিকে তাকিয়ে ফাহিমের বড্ড মায়া হয়। এ যেন ঠিক প্রিয়ারই মত হয়েছে।

দেখতে দেখতে প্রিয়া আর ফাহিমের ছোট্ট মেয়েটি অনেক বড় হয়েছে। ফাহিম প্রিয়ার কথা ভেবে অনেক কষ্ট পায়। তাই তাকে বারবার ভুলে যেতে চায়। তার স্মৃতিগুলো ভুলে যেতে চায়। কারণ তার স্মৃতিগুলো ফাহিমকে মৃত্যুর দিকে ধাবিত করে। নিজেদেরকে শেষ করে দিতে চায়। কিন্তু তার মেয়েকে দেখলেই তার সব কষ্ট নিমিষেই সেই দূর হয়ে যায়। তাই তো সে তার ভালোবাসাকে ভুলে যেতে চায় আর মেয়েকে নিয়েই চিরকাল এভাবে দিন পার করতে চায়।

🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।