জেনারেল রাইটিং:- "যে হার মানে, সে জয়ের স্বাদ কখনও পায় না।"
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় চেষ্টা আমি কিছু বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার। তেমনি আজকেও আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয়ের উপস্থাপন করার চেষ্টা করব। আসলে এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। যেগুলা হয়তোবা বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে পোস্টটা পড়ে।
আমাদের জীবন মানেই তো একটা যুদ্ধ। জীবনে এগিয়ে যাওয়ার পথে আমরা সবাই অনেক কিছুর সম্মুখীন হয়ে থাকে। প্রতিটা মানুষ সাফল্য অর্জন করার জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করছে প্রতিনিয়ত। আমাদেরকে সব সময় এটা মনে রাখতে হবে অবিরাম চেষ্টাই হচ্ছে সাফল্যের একমাত্র পথ। আমরা যদি চেষ্টা না করে হার মেনে যাই, তাহলে কখনোই আমরা সাফল্যের মুখ দেখতে পারবো না। কিন্তু আমরা যদি হার না মানি, তাহলে একদিন না একদিন আমরা সাফল্যের চূড়ান্ত একটা পর্যায়ে যেতে পারবো। হার মেনে নেওয়া মানেই নিজের জীবনযুদ্ধে হেরে যাওয়া।
আমরা কিন্তু যে কোনো কাজ একবার করলে সেই কাজে সাফল্য অর্জন করতে পারে না। বরং আমরা অনেকবার ব্যর্থ হয়ে থাকি। তবে সেই ব্যর্থতা আমাদেরকে আরো অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। এইসব ব্যর্থতার মধ্যেও রয়েছে অন্যরকম একটা জয়ের স্বাদ। যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি আর ভবিষ্যতে কাজে লাগাতে পারি। আর এই সবকিছুর মাঝেই ধৈর্য আর অধ্যাবসায় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে জয়ের হাতিয়ার। আমাদের এগিয়ে যাওয়ার পথ কঠিন হলেও আমাদেরকে অবশ্যই টিকে থাকতে হবে।
আমরা যদি মাঝ পথে থেমে যাই, তাহলে কখনোই আমরা আমাদের লক্ষ্যটা পূরণ করতে পারব না। আর আমাদের স্বপ্ন পূরণ হবে না। আমাদেরকে আমাদের স্বপ্ন পূরণ করার জন্য অবশ্যই লাস্ট পর্যন্ত লড়াই করতেই হবে । লাস্ট পর্যন্ত লড়াই না করলে কোনো কিছুই হবে না। আমরা আমাদের লক্ষ্য অর্জনের পথে যত বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হই, আমরা সেই চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করার পর অনেক কিছুই শিখতে পারি। আর এগুলোর মাধ্যমে আমরা আরো অনেক বেশি শক্তিশালী হয়ে থাকি। যেটা আমাদের এগিয়ে যাওয়ার পথে সব থেকে বেশি কাজে লাগে।
আর আমাদের এগিয়ে যাওয়ার জন্য নিজের উপর আত্মবিশ্বাসটা থাকা একটু বেশি জরুরি। যেকোনো কাজ করার আগেই যদি আমরা বলি, "এই কাজটা আমার দ্বারা হবে না" তাহলে আমি সত্যি কখনো ওই কাজটা করতে পারবো না। বরং নিজের উপর আত্মবিশ্বাস রেখে আমি পারবো এই কথাটা বলা উচিত। আমরা এরকমটা না বলে যদি বলি এটা আমি অবশ্যই পারবো, তাহলে আমাদের অর্ধেক রাস্তা পার হয়ে গিয়েছে। মাঝপথে যদি আমরা হাল ছেড়ে দেই, তাহলে কখনোই এগিয়ে যাওয়া সম্ভব হবে না। ওখানেই সম্ভাবনার দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে।
আমরা যদি সব সময় পরিশ্রম করি তাহলে আমরা ফল অবশ্যই পাবো। কিন্তু এই ফল অর্জন করতে একটু সময় লাগে। তাই জন্য আমাদেরকে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যেতে হবে। আমাদের এই চেষ্টা আমাদেরকে একদিন ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারে। জয়ের পথ হয়ে থাকে অনেক বেশি কষ্টকর। আর এই জন্যই তো জয়ের স্বাদ হয়ে থাকে অনেক বেশি মিষ্টি। আর সেই কষ্টকর পথটা আমাদের জয়কে অনেক বেশি অর্থবহ করে তোলে। এইজন্য হার না মেনে এগিয়ে যাওয়া উচিত আমাদের। তবেই আমরা সাফল্য অর্জন করতে পারবো।
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
---|
https://x.com/TASonya5/status/1960570543695933846?t=skJURCtTSmq9e0wvqooq7w&s=19
কথাটি শতভাগ সত্য। আমি যখন প্রথম ব্যবসা শুরু করে ব্যর্থ হয়েছিলাম, তখন হাল ছেড়ে দিলে আজ এই সাফল্য কখনোই পেতাম না। হার না মানাই সাফল্যের চাবিকাঠি।
হ্যাঁ, আমিও এটাই মনে করি।
https://x.com/TASonya5/status/1960675701402866160?t=Z3e4RdDsR4saylWSsvOTOQ&s=19
https://x.com/TASonya5/status/1960676692957257773?t=tK-aSFChR3LjlaFlDxkb7w&s=19
https://x.com/TASonya5/status/1960677830078914753?t=e9yfUoo9AndPUu9a-l-wbQ&s=19
আজকে আপনি সুন্দর একটি টপিক নিয়ে পোস্ট করেছেন। আসলে যে কোন কাজে কোন লোক যদি হার মানে। তাহলে ওই লোক কখনো জয়ের স্বাদ পায়না। আমরা যদি কাজে ব্যর্থ হই ওইখান থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগোতে পারে। আর ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সফলতা অর্জন করা যায়। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।
ব্যর্থতা আসলে পিছিয়ে না গিয়ে ধৈর্য ধরা উচিত আর এগিয়ে যাওয়া উচিত।