"জীবনের লক্ষ্য সঠিক করো, সময়কে মূল্যায়ন করো, সফলতা আপনা আপনি চলে আসবে।"
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় চেষ্টা আমি কিছু বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার। তেমনি আজকেও আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয়ের উপস্থাপন করার চেষ্টা করব। আসলে এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। যেগুলা হয়তোবা বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে পোস্টটা পড়ে।
জীবনে সফলতা অর্জন করতে কে না চায়। ছোট থেকে বড় বিভিন্ন কাজে আমরা সবাই চাই সফলতা অর্জন করতে। কিন্তু সেই সফলতা কখনোই নিজে নিজে চলে আসে না। বরং সফলতা অর্জন করার জন্য আমাদের নিজের সেই লক্ষ্যটাকে অবশ্যই সঠিক রাখতে হবে। সফলতা আমরা অবশ্যই অর্জন করতে চাই, কিন্তু আমাদের জীবনের লক্ষ্যটা যদি সঠিক না থাকে, তাহলে কখনো আমরা সফলতা অর্জন করতে সক্ষম হবো না।
একটা মানুষ যদি নিজের লক্ষ্য ঠিক না রাখে, তাহলে সে এগিয়ে যাবে কিভাবে। লক্ষ্যকে সঠিক রেখে সঠিকভাবে পরিকল্পনা করলে আমরা খুবই ভালোভাবে সফলতা অর্জন করতে পারব আমাদের সব কাজে। সফলতা কখনোই এমনিতে চলে আসে না আমাদের জীবনে। অনেক পরিশ্রম অনেক কষ্ট করার পর সফলতা অর্জন করতে আমরা সক্ষম হই। আর এর জন্য সময়কে মূল্যায়ন করা আরো অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। জীবনে এগিয়ে যাওয়ার পথে সময়ের সঠিক মূল্যায়ন অত্যন্ত জরুরি একটা বিষয়ের মধ্যে একটা।
সময়ের মূল্যায়ন না করলে আমরা সঠিকভাবে এগিয়ে যেতে পারব না। আমরা যদি আজকের কাজ কালকে করবো বলে ফেলে রাখি তাহলে আমাদের অনেকটা সময় নষ্ট হবে। এরকমটা না করে আমাদের উচিত কালকের কাজ আজকে করে ফেলার চেষ্টা করা। এর ফলে আমাদের অনেকটা সময় বেঁচে যাবে। আর আমরা ওই সময়টায় আরো অনেক কিছু করে নিতে পারব। যার কারণে আমাদের জন্য আরো বেশি ভালো হয়। জীবনে এগিয়ে যাওয়ার পথে সময়ের গুরুত্ব অপরিসীম ।
সময় কখনোই কারো জন্য অপেক্ষা করে না। সময়ের সঠিক ব্যবহার যে করতে জানে সে নিজের জীবনে ভালো কিছু অবশ্যই অর্জন করতে সক্ষম হয়। সফলতা অর্জনের জন্য লক্ষ্য যেমন সঠিক রাখতে হয়, ঠিক তেমন এভাবে সময়কে মূল্যায়ন করাও খুব জরুরী একটা বিষয়। সময়কে আমরা যত বেশি অবহেলা করবো, আমাদের যেকোনো কাজ করতে ততই সময় লাগবে আর দেরি হবে । একটা কথা আছেনা, সময়ের কাজ সময়ে করে নিলেই ভালো। সময়কে নষ্ট করা মানে নিজের জীবনকে নষ্ট করা।
এজন্য সময়কে নষ্ট না করে ভালোভাবে এগিয়ে যেতে হবে। তাহলে আমাদের জীবন নষ্ট হবে না। আর আমরা প্রতিটা কাজে সফলতা অনেকটা ভালো ভাবে অর্জন করে নিতে পারব। সফলতার নিজ থেকেই চলে আসবে যদি লক্ষ্য সঠিক হয় আর সময়ের মূল্যায়ন সঠিকভাবে করা হয়। তাই আমি এটাই বলব কখনো সময়কে অবহেলা করা ঠিক নয়। ইনফ্যাক্ট lolলক্ষ্যকে অবশ্যই সঠিক রাখতে হবে। আজ আমি এই পর্যন্ত এই লেখার জন্য চেষ্টা করলাম। পরবর্তীতে আপনাদের মাঝে অন্য কোনো টপিক নিয়ে হাজির হবো। Be
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
---|
https://x.com/TASonya5/status/1949686456789946647?t=MmcowuiqaLDByjibSXgMXw&s=19
https://x.com/TASonya5/status/1949785774792282232?t=hz8bAK9AVi6n3fd-2fuDgg&s=19
আজকে খুব সুন্দর একটি টপিক নিয়ে আপনি একটি শিক্ষনীয় পোস্ট লিখেছেন। এরকম পোস্টগুলো থেকে অনেক কিছুই শেখা যায়। কারণ আমাদের চারপাশের সুন্দর মুহূর্ত কাটাতে গেলে এরকম শিক্ষনীয় পোস্টগুলো ভীষণ প্রয়োজন। আমার কাছে আপনার শিক্ষনীয় পোস্টের প্রত্যেকটি সাজিয়ে লেখা লাইন ভীষণ ভালো লেগেছে।
@tasonya, what a beautifully presented and insightful post! The image you chose is so vibrant and perfectly complements the powerful message about valuing time and setting clear goals.
I especially appreciate your emphasis on the importance of not procrastinating and making the most of each day. Your personal touch, sharing your passions and connecting with the community, makes this post even more engaging. Keep up the fantastic work! Your positive attitude and dedication are truly inspiring.
What are some small, actionable steps you take daily to ensure you're making the best use of your time? I'd love to hear more about your time management strategies!