জেনারেল রাইটিং:- জ্ঞান যথেষ্ট নয়, আপনাকে এর প্রয়োগ করতে হবে। তেমনি ইচ্ছা যথেষ্ট নয়, ..........
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় চেষ্টা আমি কিছু বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার। তেমনি আজকেও আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয়ের উপস্থাপন করার চেষ্টা করব। আসলে এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। যেগুলা হয়তোবা বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে পোস্টটা পড়ে।
জ্ঞান সম্পর্কে ধারণা তো কমবেশি আমাদের সবারই রয়েছে। হ্যাঁ, জ্ঞান এমন একটা জিনিস যেটার প্রয়োগ যদি আমরা সঠিকভাবে করতে না পারি, তাহলে সেই জ্ঞান কোনো কাজেই আসেনা। জ্ঞান যথেষ্ট নয় কখনোই। যদি এরপর আমরা করতে না পারি তাহলে। এর জন্য জ্ঞান থাকার পাশাপাশি, এর সঠিক প্রয়োগটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। জ্ঞান প্রয়োগের ক্ষেত্রে বেশিরভাগ মানুষই ভুল করে থাকে। দিনশেষে দেখা যায় জ্ঞানী মানুষগুলো মূর্খদের কাছে হেরে যায়। জ্ঞানী তারা যারা কথা কম বলে কাজ বেশি করে। কিন্তু এরকম অনেক জ্ঞানী আছে বেশি কথা বলে কাজ কম করে।
আর এই ধরনের জ্ঞানী মানুষগুলোই তাদের জ্ঞানটাকে ভালোভাবে প্রয়োগ করতে পারেনা। ঠিক তেমনিভাবে ইচ্ছার ক্ষেত্রেও এরকম হয়ে থাকে। একটা মানুষের শুধু ইচ্ছা থাকলেই হয় না। আমরা এরকম অনেক কিছুতেই ইচ্ছা আকাঙ্ক্ষা সৃষ্টি করি। আমরা মুখে বলি এটা আমরা করতে চাই অথবা করবো। কিন্তু এই মুখে বলার ক্ষেত্রে কোন কিছুই হয় না। এজন্য আমাদেরকে আমাদের এই কথা বলা কে কর্মে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে এমনকি করতে হবে। আর সেই ক্ষেত্রে আমরা আমাদের সেই ইচ্ছাকে ভালোভাবে পূরণ করতে পারব।
একটা কথা আছে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। কথাটা হয়তো একটু শুনতে অন্যরকম লাগে, কিন্তু যারা তাদের এই ইচ্ছাকে কর্মের মাধ্যমে বাস্তবায়ন করতে পারে, তারা একদিন অবশ্যই লাখ টাকা আয় করতে পারে। একটা মানুষ ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখবে না তাহলে কিভাবে দেখবে। একটা মানুষের স্বপ্ন যত বেশি বড় হবে, আর সে নিজের ইচ্ছাকে যত ভালো রাখতে পারবে, তার জীবনটাও তত বেশি সুন্দর এবং ভালো হবে। স্বপ্ন শুধু বড়লোক মানুষগুলো দেখতে পারবে এরকমটা নয়। গরিবরাও মন খুলে স্বপ্ন দেখতে পারে। আর তাদের উচিত তাদের সেই ইচ্ছা শক্তিকে কর্মে বাস্তবায়ন করা।
তাদের শুধু ইচ্ছা থাকলেই হবে না। সেটাকে কর্মে বাস্তবায়ন করতে পারলে তা একদিন অবশ্যই পূরণ হবে। আমরা আমাদের আশেপাশে এরকম অনেক মানুষকে দেখতে পাবো যারা প্রতিনিয়ত অনেক কিছুর পেছনে ছুটাছুটি করতে থাকে। আমরা হয়তো মুখে বলি আমরা এটা করতে চাই, ওইটা করতে চাই, আমাদের ইচ্ছা এরকমটা হওয়ার, ঐরকমটা করার। কিন্তু আমরা শুধু প্রতিনিয়ত এগুলো বললে হবে না। আমাদের সেই ইচ্ছা গুলোকে বাস্তবে রূপান্তরিত করতে হবে আমাদের কাজের মাধ্যমে চেষ্টার মাধ্যমে।
এগুলো যদি আমাদের মধ্যে চিরন্তন অবস্থায় থাকে, তাহলে আমরা খুবই ভালোভাবে আমাদের সব রকমের ইচ্ছা পূরণ করতে পারব। আমরা সবাই একটা কথা অবশ্যই জানি অসম্ভব বলে কোনো কিছুই হয় না। একটা মানুষ যদি চেষ্টা করে তাহলে সবকিছুই তার পক্ষে সম্ভব। এজন্য আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলো থাকতে হবে। ছোট থেকে শুরু করে বড় বড় স্বপ্ন দেখতে হবে। আর সেই স্বপ্ন সেই ইচ্ছা আকাঙ্ক্ষা গুলোকে আমাদেরকে কর্মের মাধ্যমে খুবই সুন্দর ভাবে বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যেতে হবে। তবেই সবকিছু সুন্দরভাবে সম্ভব হবে।
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
---|
https://x.com/TASonya5/status/1945086135455375611?t=5oCVNHyzCBbTZi0oT82Fcg&s=19
https://x.com/TASonya5/status/1945083278462947753?t=UWqiB0FDdLRvMT1gKHlO_A&s=19
https://x.com/TASonya5/status/1945087001146892311?t=Y8zU0nvyWVAgaLtpj-0EKQ&s=19
https://x.com/TASonya5/status/1945087503561543859?t=V217w28sy3rvYWL24GiHoQ&s=19
আপনার লেখা দারুন লাগলো। শুধু ইচ্ছা নয়, সেই ইচ্ছাকে কাজে রূপ দিতে পারলেই জীবন বদলে যায়। জ্ঞান আর ইচ্ছার সঠিক প্রয়োগের গুরুত্ব খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। সবাইকে অনুপ্রেরণা দেওয়ার জন্য এমন সুন্দর লেখার জন্য ধন্যবাদ আপু।
সত্যিই গুরুত্বপূর্ণ কথা! জ্ঞান বা ইচ্ছা শুধু থাকলেই হয় না, সেটিকে কাজে লাগাতে হয়। যেমন স্বপ্ন দেখলেই হয় না, তা বাস্তবায়নের জন্য পরিশ্রম ও অধ্যবসায় প্রয়োজন।অনেক সময় আমরা জ্ঞান অর্জন করি বা ইচ্ছা পোষণ করি, কিন্তু সঠিকভাবে প্রয়োগ না করলে তা অর্থহীন। এই পোস্টটি আমাদের সচেতন করে তুলছে—ধন্যবাদ।