জেনারেল রাইটিং:- “সফলতা এক রাতের ঘটনা নয়, এটি কঠোর পরিশ্রম, ধৈর্য এবং ত্যাগের ফল।”

in আমার বাংলা ব্লগ4 days ago

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20250525_083951_0000.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় চেষ্টা আমি কিছু বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার। তেমনি আজকেও আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয়ের উপস্থাপন করার চেষ্টা করব। আসলে এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। যেগুলা হয়তোবা বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে পোস্টটা পড়ে।

সফলতা অর্জন করার জন্য আমরা সবাই প্রতিনিয়তই ছুটে যাই সামনের দিকে। সফলতা এমন একটা জিনিস যেটা অর্জন করার জন্য সবাই চায়। সফলতা কখনোই এক রাতের মধ্যে আসে না। সফলতা অনেক ধৈর্য, অনেক বেশি কঠোর পরিশ্রম আর ত্যাগের ফলে একটা মানুষ অর্জন করতে পারে। একটা মানুষ যদি কঠোর পরিশ্রম করা ছাড়া সফলতা অর্জন করার জন্য চায়, তাহলে কিন্তু সে কখনোই সফলতা অর্জন করতে সক্ষম হবে না। কারণ কঠোর পরিশ্রম ছাড়া কখনো সফলতার আশা করাও সম্ভব নয়। আমরা সবাই এটা নিশ্চয়ই জানি কঠোর পরিশ্রম হচ্ছে সফলতার মূল চাবিকাঠি।

আর এই জন্য আমাদেরকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। আর এর জন্য একটা মানুষের মধ্যে অনেক বেশি ধৈর্য থাকাটা ও খুবই গুরুত্বপূর্ণ। কারণ ধৈর্য ছাড়া আমাদের পথ চলা আর এগিয়ে যাওয়া কখনো সম্ভব হবে না। যে মানুষ ধৈর্যহীন সে সফলতা অর্জন করতে পারে না। আমাদের আশে পাশে থাকা সফল ব্যক্তিদের কে দেখলেই আমরা বুঝতে পারবো তারা কতটা ধৈর্যশীল এবং কঠোর পরিশ্রমী। তাদের মধ্যে ধৈর্য আছে বলেই তারা সফলতা অর্জন করতে সক্ষম হয়। ধৈর্য আমাদেরকে এগিয়ে যেতে অনেক বেশি পরিমাণে সাহায্য করে।

এর জন্য একটা মানুষের মধ্যে ধৈর্য থাকাটা অনেক জরুরী। আমরা যদি এগিয়ে যাওয়ার পথে ব্যর্থ হই, তাহলে আমাদের ধৈর্যের মাধ্যমে আমরা আবারো উঠে দাঁড়াতে সক্ষম হবো। কিন্তু আমাদের মধ্যে যদি ধৈর্য না থাকে তাহলে আমরা ব্যর্থতা কে মেনে নিব, আর সফলতার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টাই করবো না। ধৈর্য আমাদেরকে চেষ্টা করে এগিয়ে যাওয়ার জন্য শেখায় খুব সুন্দর ভাবে। আমাদের জীবনে অবশ্যই ব্যর্থতা আসবে তাই বলে থেমে গেলে চলবে না। ব্যর্থতা আমাদেরকে থামিয়ে দেওয়ার জন্য অনেক বরং ব্যর্থতা আমাদেরকে অনেক কিছু শেখানোর জন্য আসে।

আর একটা কথা আমরা অবশ্যই জানি কিছু পেতে হলে কিছু হারাতে হয়। আর ঠিক তেমনি ভাবে বিভিন্ন ত্যাগের ফলে আমরা সফলতা অর্জন করতে পারি। একটা কথা আছে ভোগে নয় ত্যাগেই মনুষ্যত্ব। ভোগ করলে আমরা কোনো কিছুই করতে পারবো না, কিন্তু ত্যাগের মাধ্যমে আমরা ভালো কিছু করতে পারবো। অনেকে মনে করে ত্যাগ করলে তার সবকিছু হয়তো কমে যায়, কিন্তু ত্যাগ করার ফলে সবকিছু আরো বেশি বৃদ্ধি পায়। আমরা নিজেদের চেষ্টার মাধ্যমেই এগিয়ে যাই। এজন্য অবশ্যই চেষ্টাটা আমাদের মধ্যে রাখতে হবে।

যে মানুষের মধ্যে রয়েছে কঠোর পরিশ্রম, ধৈর্য আর ত্যাগ, সে মানুষ খুব সুন্দর ভাবেই সফলতা অর্জন করতে পারে। আর সফলতা অর্জন করার জন্য আমাদেরকে সময়কেও সুন্দরভাবে কাজে লাগাতে হবে। সময়ের সঠিক ব্যবহার করতে শিখতে হবে। সময়ের গুরুত্ব অপরিসীম। তাই আমি মনে করি সফলতা আমাদেরকে সুন্দরভাবে অর্জন করার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। আজ আমি এ পর্যন্ত এলাকার জন্য চেষ্টা করলাম। পরবর্তীতে আপনাদের মাঝে মাঝে অন্য কোনো টপিক নিয়ে।

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 

Screenshot_2025-05-25-20-55-12-04_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 4 days ago 

Screenshot_2025-05-25-21-00-26-93_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 4 days ago 

সত্যিই অসাধারণ বলেছেন! সফলতা আসলে দীর্ঘদিনের পরিশ্রমের ফসল। আপনার কথাগুলো অনেককে অনুপ্রাণিত করবে।আমার জীবনে লক্ষ্য অর্জনের সময় এই কথাগুলো খুব কাজে লেগেছে। ধৈর্য ধরা সত্যিই কঠিন, কিন্তু ফলাফল সর্বদা মিষ্টি হয়।

 2 days ago 

হ্যাঁ এটি কঠিন হলেও ফলাফল অনেক বেশি ভালো হয়।