ছোট দাদার জন্মদিনে হৃদয় থেকে ভালোবাসা ও শুভেচ্ছা রইল।

in আমার বাংলা ব্লগ26 days ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001


আজ ১৩ এপ্রিল রোজ রবিবার ২০২৫ ইং:।

বাংলায় ৩০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ।

হ্যালো বন্ধুরা........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।প্রতিদিন নতুন নতুন পোস্ট করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে।তাই আজ ছোট দাদার জন্মদিন উপলক্ষে অনেক সুন্দর করে একটা শুভেচ্ছা বার্তা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার লেখা শুভেচ্ছা বার্তাটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে আসা যাক আমার শেয়ার করা আজকের নতুন ব্লগটি..............!

birthday-cake-264605_1280.jpg

Source
আজ ছোট দাদার পরিবারের এক বিশেষ দিন কারণ ছোট দাদার জন্মদিন। এই দিনটি শুধুই একটি তারিখ নয়, এটি একটি আনন্দ, ভালোবাসা আর কৃতজ্ঞতার উৎস। ছোট দাদা শুধু নামেই ছোট, কিন্তু তার ভালোবাসা, হাসি আর প্রাণচাঞ্চল্যে সে আমাদের সবার খুব কাছের খুব প্রিয়।দাদা আপনার জন্মদিনে এই কামনাই করি জীবনের প্রতিটি দিন যেন হয় রঙিন, প্রতিটি সকাল হোক আশায় ভরা, আর প্রতিটি সন্ধ্যা হোক সাফল্যে পূর্ণ। আপনি যেন সবসময় হাসিমুখে থাকেন, সুস্থ থাকেন এবং জীবনে নিজের সব স্বপ্ন পূরণ করতে পারেন আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল।আপনার নিষ্পাপ হাসি, মিষ্টি কথাগুলো আমাদের মুখে হাসি ফোটায়, আর আপনার উপস্থিতিতে আপনার ঘরকে করে তোলে আরও প্রাণবন্ত। আপনি আপনার পরিবারের গর্ব, আপনার পরিবারের ছোট্ট দীপ্তিময় তারা।

এই বিশেষ দিনে আপনার জন্য রইল অফুরন্ত ভালোবাসা, দোয়া এবং এক সমুদ্র আশীর্বাদ। জীবনের প্রতিটি ধাপে আল্লাহ যেন আপনার পাশে থাকেন, পথ চলা হোক সহজ, নিরাপদ ও আনন্দময়।আপনার জীবনের প্রতিটি বছর হোক আগের বছরের চেয়েও সুন্দর,আপনি যেন মানুষ হিসেবে আরও উন্নত হও, দয়ালু হও, এবং একজন ভালো মনের মানুষ হিসেবে বেড়ে ওঠেন।জীবনের প্রতিটি পরীক্ষা-নিরীক্ষায় আপনি যেন সাহসের সঙ্গে এগিয়ে যেতে পারেন।আপনার হৃদয়ে থাকুক সততা, চোখে থাকুক স্বপ্ন আর কাজে থাকুক দৃঢ়তা।আমরা যারা আপনাকে ভালোবাসি, তারা গর্ব করি আপনার জন্য এবং সবসময় চাই আপনার মঙ্গল।আপনি যেমন আমাদের ছোট দাদা, তেমনি আমাদের হাসির কারণ, আনন্দের উৎস, আর এক অকৃত্রিম ভালোবাসার নাম।শুভ জন্মদিন ছোট দাদা।আপনার জীবন হোক দীপ্তিময়, স্বপ্নময় আর অফুরন্ত আনন্দে ভরা।সব ভালোবাসা, দোয়া আর শুভকামনা আপনার জন্য রইল আজ, আগামীকাল আর চিরকাল।

পোস্টের বিষয়শুভেচ্ছা বার্তা
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার মধ্যে ভূল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখেবেন।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

Banner.png

20250405_233853.jpg

Sort:  
 26 days ago (edited)

ছোট দাদার জন্মদিন উপলক্ষে লেখা আপনার এই শুভেচ্ছা বার্তাটি অসাধারণ হয়েছে। হৃদয় ছুঁয়ে যায় এমন ভাষায় ভালোবাসা, দোয়া আর আশীর্বাদে ভরা পোস্টটি পড়ে খুব ভালো লেগেছে। ছোট দাদার প্রতি আপনার ভালোবাসা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই লেখায়।আমার পক্ষ থেকেও ছোট দাদার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল।

 25 days ago 

ছোট দাদার জন্মদিন উপলক্ষে আমার লেখা শুভেচ্ছা বার্তাটি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 26 days ago 

বাহ দারুণভাবে তো শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করেছেন আপু। অত্যন্ত পরিমার্জিত এবং সুন্দর ভাষার মাধ্যমে পোস্ট করে শ্রদ্ধেয় ব্লাক্স দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। শুভ হোক ছোট দাদার জীবনের প্রতিটি মুহূর্ত। শুভ জন্মদিন ছোট দাদা।

 25 days ago 

এত সুন্দর করে আপনার মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন।

 26 days ago 

আমাদের শ্রদ্ধেয় কো ফাউন্ডার দাদার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল। আমাদের শ্রদ্ধেয় ছোট দাদাকে নিয়ে অনেক সুন্দর অনুভূতি ব্যক্ত করেছেন আপনি। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 25 days ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য ধন্যবাদ ভাই।