তারবিহীন বিদ্যুৎ প্রবাহ
নমস্কার বন্ধুরা,
তারবিহীন বিদ্যুৎ প্রবাহ (Wireless Power Transmission বা WPT) হলো এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে কোনো বৈদ্যুতিক তার বা শারীরিক সংযোগ ছাড়াই এক উৎস থেকে অন্য ডিভাইসে বিদ্যুৎ স্থানান্তর করা সম্ভব হয়।এই ধারণা প্রথম জনপ্রিয় করেন বিজ্ঞানী নিকোলা টেসলা যিনি ১৯ শতকের শেষভাগে টেসলা কয়েল নির্মাণের মাধ্যমে তারবিহীন শক্তি প্রেরণের পরীক্ষা চালান।আধুনিক যুগে এই প্রযুক্তির সবচেয়ে ব্যবহৃত রূপ হচ্ছে ইন্ডাকটিভ কাপলিং (Inductive Coupling) এবং রেজোনেন্ট কাপলিং (Resonant Inductive Coupling) পদ্ধতি।
ইন্ডাকটিভ কাপলিং-এ একটি প্রেরক কুন্ডলী (transmitter coil) এবং একটি গ্রহীতা কুন্ডলী (receiver coil) ব্যবহার করা হয়।যখন প্রেরক কুন্ডলীতে এসি (AC) বিদ্যুৎ প্রবাহিত হয় তখন একটি পরিবর্তনশীল চৌম্বকীয় ক্ষেত্র সৃষ্টি হয়।এই ক্ষেত্রের মধ্যে যদি গ্রহীতা কুন্ডলী অবস্থান করে তাহলে তাতে ইনডাকশন প্রক্রিয়ায় একটি বিদ্যুৎ প্রবাহ তৈরি হয়।এই পদ্ধতি সাধারণত স্বল্প দূরত্বে কার্যকর, যেমন মোবাইল চার্জার, টুথব্রাশ চার্জার ইত্যাদি।
রেজোনেন্ট কাপলিং প্রযুক্তি আরও উন্নত, যেখানে প্রেরক ও গ্রহীতার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি মিলে গেলে অনেক বেশি শক্তি এবং অনেক দূর পর্যন্ত বিদ্যুৎ প্রেরণ সম্ভব হয়।এই পদ্ধতি ব্যবহার করে কয়েক মিটার দূরে থাকা ডিভাইসেও বিদ্যুৎ সরবরাহ করা যায়।এছাড়া, মাইক্রোওয়েভ ট্রান্সমিশন ও লেজার বেসড পাওয়ার ট্রান্সফার প্রযুক্তির মাধ্যমেও দূর থেকে বিদ্যুৎ পাঠানো যায়। মাইক্রোওয়েভ বা লেজার রূপে বিদ্যুৎ একটি নির্দিষ্ট রিসিভার ইউনিটে পাঠানো হয়, যেখানে তা পুনরায় বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়।
তারবিহীন বিদ্যুৎ প্রবাহের উপকারিতা হচ্ছে তারবিহীন চার্জিং, ঝুঁকিহীন সংযোগ, স্থানে স্থানে কম জটলা, এবং দূরবর্তী অঞ্চলেও বিদ্যুৎ পৌঁছে দেওয়ার সম্ভাবনা।তবে এর চ্যালেঞ্জ হলো শক্তি অপচয়, সুরক্ষা, পরিবেশগত প্রভাব এবং কার্যকারিতা সীমিত হওয়া। তা সত্ত্বেও এই প্রযুক্তি স্মার্ট হোম, মেডিকেল ইমপ্লান্টস, ইলেকট্রিক গাড়ি এবং ভবিষ্যতের স্মার্ট সিটিতে বিপ্লব ঘটাতে পারে।
VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


Congratulations, your post has been upvoted by @nixiee with a 7.8949766394954395 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
!upvote 30
Hi, thank you for your wonderful post, many blessings to you.
Remember that you can support my proposal in Steem by granting your vote, Vota por la propuesta aqui!
the post has been upvoted successfully! Remaining bandwidth: 120%