বৃষ্টি বিদ্যুৎ
নমস্কার বন্ধুরা,
বৃষ্টির মধ্য দিয়ে সরাসরি বিদ্যুৎ উৎপাদন সম্ভব নয় তবে বৃষ্টির সঙ্গে সম্পর্কিত কিছু প্রাকৃতিক ও পদার্থগত প্রক্রিয়া থেকে বিদ্যুৎ উৎপাদনের ধারণা বৈজ্ঞানিকভাবে বিবেচ্য।উদাহরণস্বরূপ, বৃষ্টির ফোঁটা যখন একটি কঠিন বা তড়িৎ-সংবেদী (piezoelectric) পৃষ্ঠে পড়ে তখন তা থেকে ক্ষণস্থায়ী একটি যান্ত্রিক চাপ সৃষ্টি হয়—এই চাপ piezoelectric effect-এর মাধ্যমে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হতে পারে।যদিও এই শক্তি খুবই ক্ষুদ্র, তবে এটি সংবেদনশীল সেন্সর বা ক্ষুদ্র ডিভাইস চালানোর ক্ষেত্রে ব্যবহারযোগ্য হতে পারে।
আরেকটি পদ্ধতি হলো Rain Energy Harvesting যেখানে বৃষ্টির পানির গতিশক্তি (kinetic energy) ব্যবহার করে micro-turbine ঘোরানো হয়।ছাদ থেকে নামা পানি যদি সঠিকভাবে ধরা যায় এবং পাইপের মাধ্যমে নিচে নামিয়ে একটি টারবাইন চালানো যায় তবে সেখান থেকে বিদ্যুৎ তৈরি সম্ভব।এটি অনেকটা ছোট জলবিদ্যুৎ প্রকল্পের (micro-hydro) মতো।
তবে বৃষ্টির সাথে থাকা বিদ্যুৎচুম্বকীয় চার্জ বা বজ্রপাত (lightning) থেকে বিদ্যুৎ সংগ্রহ করা সবচেয়ে উচ্চক্ষমতাসম্পন্ন হলেও তা অত্যন্ত জটিল ও বিপজ্জনক।বজ্রপাতের সময় প্রায় ৩০,০০০ অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট ও লক্ষ লক্ষ ভোল্টের ভোল্টেজ তৈরি হয় কিন্তু এর সময়কাল খুবই স্বল্প হওয়ায় এবং স্থান নির্ধারণ কঠিন হওয়ায় এই শক্তিকে নিরাপদ ও কার্যকরভাবে সংগ্রহ করা বর্তমানে বাস্তবসম্মত নয়।
সারাংশে, বৃষ্টি থেকে বিদ্যুৎ আহরণের সম্ভাবনা সীমিত হলেও piezoelectric, micro-hydro এবং ইন্দিরেক্ট হারভেস্টিং প্রযুক্তির মাধ্যমে ছোট স্কেলে শক্তি উৎপাদনের কিছু পথ বৈজ্ঞানিকভাবে খোলা আছে, যেগুলো ভবিষ্যতের উন্নত গবেষণায় বড় সম্ভাবনায় রূপ নিতে পারে।
VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


Congratulations, your post has been upvoted by @nixiee with a 7.9458543788774065 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.