মেলায় গিয়ে পুতুল নাচ দেখার একটি মধুর স্মৃতি||
আসসালামু-আলাইকুম/আদাব।
বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। শৈশব স্মৃতি নিয়ে লিখতে ভালো লাগে। শৈশবের প্রত্যেকটা স্মৃতি অনেক বেশি মধুর। আর শৈশবের সুন্দর এবং মধুর স্মৃতিগুলো যখন মনে পড়ে তখনই আপনাদের মাঝে সেই স্মৃতিগুলো তুলে ধরি। আজকেও চমৎকার একটি মধুর স্মৃতি শেয়ার করব।
মেলায় গিয়ে পুতুল নাচ দেখার একটি মধুর স্মৃতি:

source
ছোটবেলায় মেলায় ঘুরতে যায়নি এমন মানুষ খুবই কম আছে। ছোটবেলার আনন্দই ছিল অন্য রকমের। মেলায় ঘুরতে অনেক ভালো লাগতো। যেহেতু যৌথ পরিবারে বড় হয়েছি তাই সদস্য অনেক বেশি ছিল। চাচাতো ভাই বোন সবাই মিলে মেলায় ঘুরতে যেতাম। আমাদের গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা সবাই মেলায় ঘুরতে যেত। আমিও তাদের সাথে মেলায় ঘুরতে যেতাম। একদিন মাইকিং করা হলো মেলায় পুতুল নাচের ব্যবস্থা করা হয়েছে। সেটা শুনে তো আনন্দে মন নেচে উঠেছিল।
৫ টাকা টিকিটের বিনিময়ে পুতুল নাচ দেখার ব্যবস্থা করা হয়েছিল। সেই সময় ৫ টাকাও অনেক বেশি ছিল। যেহেতু আগে কখনো পুতুল নাচ দেখিনি তাই দুইটার দিকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম মেলায় যাওয়ার উদ্দেশ্যে। আমরা প্রায় ৮-৯ জন ছিলাম। সবাই মোটামুটি ছোটই ছিলাম। সবাই যেহেতু একসাথে গিয়েছিলাম তাই খুবই আনন্দ হয়েছিল। এরপর যাওয়ার পরে মেলায় ঘুরে ঘুরে জিলাপি খেয়েছিলাম আর মজার মজার খাবার খেয়েছিলাম।
এরপর কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আর অপেক্ষা করার পর পুতুল নাচের শো শুরু হয়েছিল। টিকিট বিক্রি হচ্ছিল পুতুল নাচের শো শুরু করার জন্য। প্রথমবার যেহেতু পুতুল নাচ দেখবো তাই আগ্রহ খুবই বেশি ছিল। অবশেষে টিকিট কেটে আমরা ঢুকে পড়েছিলাম। মাটিতে খর বিছিয়ে বসার ব্যবস্থা করা হয়েছিল। আমরা তো তাতেই অনেক খুশি ছিলাম। অপেক্ষা করছিলাম কখন পুতুল নাচ শুরু হয়।
এরপর শুরু হয়ে গিয়েছিল পুতুল নাচ। যেটা দেখে সত্যিই আশ্চর্য হয়েছিলাম। সুতোর সাহায্যে কিভাবে পুতুলগুলোকে কন্ট্রোল করছিল সেই আশ্চর্যজনক জিনিসটি দেখে ছোটবেলায় সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। এখন অবশ্য পুতুল নাচ দেখাই যায় না। এখনকার বাচ্চাবা হয়তো এই আনন্দ উপভোগ করার সুযোগ কখনো সেভাবে পাবে না। আমার শৈশবের এই মধু স্মৃতিটি এখনো মনে পড়ে আর ভালো লাগে।
🥀ধন্যবাদ সকলকে।🌹
আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।
https://x.com/shopon700/status/1973383884227187192?t=WI0ZbPCaQT9l5Spib5e51A&s=19
https://x.com/shopon700/status/1973392999104258301?t=lqx1RK2AzfRNYINIPS0OwQ&s=19