বৃষ্টিতে ভিজে ফুটবল খেলার মধুর একটি স্মৃতি||
আসসালামু-আলাইকুম/আদাব।
বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। শৈশবের স্মৃতিগুলো খুবই মধুর। তাই শৈশবের মধুর মধুর স্মৃতিগুলো শেয়ার করি। আজকে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলার মধুর একটি স্মৃতি সবার মাঝে শেয়ার করতে চলে এসেছি। তো বন্ধুরা চলুন আমার আজকের এই পোস্ট পড়ে নেওয়া যাক।
বৃষ্টিতে ভিজে ফুটবল খেলার মধুর একটি স্মৃতি:

source
শৈশবের স্মৃতিগুলোর মাঝে ফুটবল খেলার স্মৃতিগুলো খুবই মধুর ছিল। বিশেষ করে যখনই বৃষ্টি নামতো তখনই ফুটবল খেলায় মেতে উঠতাম আমরা। আর স্কুল মাঠে ফুটবল খেলার আনন্দটাই ছিল অন্য রকমের। স্কুল ড্রেসের সাদা শার্ট খুলে রেখে মাঠে নেমে পড়তাম। হালকা একটু বৃষ্টি শুরু হলেই আমরা সবাই প্রস্তুত হয়ে যেতাম খেলার জন্য।
একদিন এমন হয়েছে যে হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে। আমরা সবাই স্কুলে আটকা পড়েছি। কারণ হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়েছিল। তাই কেউ ছাতা নিয়ে যায়নি। সেজন্য স্কুল ছুটির পরেও কেউ বাড়ি যেতে পারছিল না। কারণ সাথে বই ছিল। বই ভিজে যাবে বলে সবাই অপেক্ষা করছিল। যেহেতু অনেক ছাত্রছাত্রী ছিল তাই সবাই বসে বসে আড্ডা দিয়েছিল। হঠাৎ করে একজন বলল এই সময় ফুটবল খেললে ভালো হবে।
সাথে সাথে দুটি দল তৈরি হয়ে গেল। আমরা দুই দলে বিভক্ত হয়ে গেলাম। আর ফুটবল খেলার জন্য প্রস্তুতি নিয়ে ফেললাম। যেহেতু আমাদের স্কুলের স্যাররাও স্কুলে ছিল তাই উনারাও বিষয়টি অনেক উপভোগ করেছিলেন। জমে উঠেছিল ফুটবল খেলা। সেই খেলায় আনন্দ হয়েছিল অনেক বেশি। একদিকে বৃষ্টি অন্যদিকে ফুটবল খেলার উত্তেজনা সবকিছু মিলে অনেক ভালো ছিল মুহূর্তগুলো।
অবশেষে আমাদের দল বিজয়ী হয়েছিল। বৃষ্টি থামার পরেও অনেকক্ষণ ধরে ফুটবল খেলা চলেছে। অনেকেই বৃষ্টি থামার পরেও অপেক্ষা করেছিল ফুটবল খেলা দেখার জন্য। সত্যি কথা বলতে দর্শক বলতে শুধু স্কুলের ছাত্র-ছাত্রীরা ছিল। আর সবাই বিষয়টি খুবই উপভোগ করেছে এবং অনেক আনন্দ নিয়ে খেলা দেখেছে। আর আমরা সবাই অনেক আনন্দ নিয়ে ফুটবল খেলেছিলাম। সেই সুন্দর মধুর স্মৃতি এখনো আমার মনে পড়ে।
🥀ধন্যবাদ সকলকে।🌹
আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।
https://x.com/shopon700/status/1971949375669809451?t=7mY8z4RMnjcoqq0wk2rb0w&s=19
ভাইয়া আপনার শৈশব কালের স্মৃতিময় পোষ্টটি পড়ে ভীষণ ভালো লাগলো।আমিও ছোটবেলায় এরকম বৃষ্টিতে ভিজে ফুটবল খেলতাম।আসলে আগের দিন গুলো এখন মনে পড়লে অনেক আফসোস হয়।অনেক মধুময় দিন ছিলো তখন।ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
https://x.com/shopon700/status/1972337075736428884?t=jefmNKFajVaSAC_RjmfB3A&s=19