"বৃষ্টির দিনে সন্ধ্যার আড্ডা"

in আমার বাংলা ব্লগ9 hours ago (edited)

হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে বৃষ্টির দিনে ঘুরতে যাওয়ার সন্ধ্যার আড্ডার কিছু সুন্দর মুহূর্ত উপস্থাপন করছি। আশা করি, আপনাদের সবার ভালো লাগবে। তাই বিলম্ব না করে আমার পোস্ট লেখাটি শুরু করছি।


ঘুরতে কার না ভালো লাগে সবারই কম বেশি ঘুরতে ভালো লাগে আরো যদি হয় বৃষ্টির দিনে। সেদিন আকাশ কালো মেঘে ঢাকা হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। এই দিনটাতে দাদা বললো বাইরে ঘুরতে যাওয়ার কথা তাও আবার বাইকে করে। দাদার সারাদিন কাজে ব্যস্ত থাকার কারণে দিনের বেলাতে ঘুরতে যেতে পারেন না। তাই বেশিরভাগ সময় আমরা গোধূলি লগ্নে ঘুরতে যাই মানে সূর্যাস্তের সময়টাতে। সেদিনও তার ব্যাতিক্রম হলো না। গোধূলি লগ্নে হালকা হালকা বৃষ্টির মধ্যে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের উদ্দেশ্য ছিল বৃষ্টিতে ভিজে ভিজে গ্রামের সৌন্দর্য অনুভব করা। হালকা হালকা বৃষ্টির মধ্যে বাইক চালিয়ে ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে।


বাইক চালিয়ে গ্রামের অলিগলি দিয়ে ঘুরতে লাগলাম। এখন আর গ্রাম গ্রাম বলা যায় না কারণ গ্রামে এখন চলে এসেছে কারেন্ট আর কারেন্ট আসাতে রাস্তার পাশে রোড লাইটের আলো সবসময় জ্বলতে থাকে। রোড লাইট এর আলোতে যখন বৃষ্টির ফোটা এসে মাটিতে পড়ছিল সেই দৃশ্যটা দেখতে অদ্ভুত সুন্দর লাগছিল। ঘুরতে ঘুরতে দাদা হঠাৎ করে বলল চা খাওয়ার কথা। বেশিরভাগ সময়ে আমরা গ্রামে ঘুরতে গেলে সুন্দর একটি কফি শপে চা খেয়ে থাকি। সেই উদ্দেশ্যেই রওনা করেছিলাম আমরা কিন্তু রাস্তার পাশে দেখলাম একটি নতুন দোকান তৈরি হয়েছে। হয়তো কিছুদিন আগে সেটি উদ্বোধন হয়েছে। দাদা বলল এই নতুন দোকান থেকে চা খেয়ে আসা যাক। সঙ্গে সঙ্গে আমরা সেখানে গাড়ি পার্কিং করে ভিতরে প্রবেশ করলাম। দোকানটি খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে ডেকোরেশন করা ছিল। দোকানটি ডেকোরেশন দেখে ভালই লাগলো সঙ্গে সঙ্গে কিছু ছবিও তুললাম।


এরপর কাউন্টারে যে দেখলাম এখানে শুধু চা পাওয়া যায় না তার সঙ্গে বিভিন্ন ধরনের খাবারও কিন্তু পাওয়া যায়। আমরা চায়ের সঙ্গে কিছু খাবার অর্ডার করলাম যেমন, চিকেন পকোড়া, চিকেন পেটিস, ফিশ ফিঙ্গার ও মালাই চা। অর্ডার দিয়ে এসে ছাতার নিচে একটি টেবিলে বসলাম। প্রায় ১৫ মিনিট বসে থাকার পর আমাদের খাবারগুলো চলে এলো। হালকা হালকা বৃষ্টি পড়ছে আর সেই সঙ্গে গরম গরম চিকেন পকোড়া 🤤🤤। আবহাওয়ার সঙ্গে খাবারগুলো একেবারে জমে গেছিলাম। বৃষ্টির ফোঁটা দেখতে দেখতে চায়ের কাপে ছোট ছোট করে চুমুক এ এক আলাদা অনুভূতি।
IMG20250817221236.jpg

IMG20250818182504.jpg

IMG20250818182022.jpg

IMG20250817215932.jpg

IMG20250817215843.jpg

IMG20250817215505.jpg
ক্যামেরা পরিচিতি: oppo
ক্যামেরা মডেল: oppo A53s 5G
ক্যামেরার দৈর্ঘ্য:3.37mm
তারিখ:১৮.০৮.২০২৫
সময়ে:০৮.১৭ মিনিট।
স্থান: বারাসাত, কলকাতা।


খাওয়া-দাওয়া শেষ করে বিল মিটিয়ে আমরা আবারো বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। বেশি সময় আর ঘুরলাম না কারণ বৃষ্টি ও থেমে গেছিল মজাটা হারিয়ে গিয়েছিল। তাই এবার বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম কিন্তু বৃষ্টিতে ভিজে আর গরম গরম খাবার খেয়ে মনটা ভরে গেছিল🤗🤗। আমাদের মতন আপনারাও কিন্তু বৃষ্টিতে ভিজে বৃষ্টির সুন্দর মুহূর্তটাকে উপভোগ করতে পারেন আর হ্যাঁ সেইসঙ্গে গরম চা কিন্তু অবশ্যই খাবেন🙂🙂।

যাইহোক, আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করি।

Sort:  

@saikat890, what a delightful post! Your description of a rainy evening ride with your brother really paints a vivid picture. I especially loved how you captured the simple joys of enjoying the village scenery, the shimmering light of the street lamps reflecting in the raindrops, and discovering that new tea shop. The food looks absolutely delicious - chicken pakora and chai in that weather, perfect! The photos are great and really bring the experience to life. Thank you for sharing these wonderful moments with us. It inspires me to embrace the beauty in everyday adventures.