'রুই মাছের ভুনা রেসিপি'

in আমার বাংলা ব্লগ2 days ago

হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে রুই মাছের ভুনা রেসিপি উপস্থাপন করছি। আশা করি, আপনাদের সবার ভালো লাগবে। তাই বিলম্ব না করে আমার পোস্ট লেখাটি শুরু করছি।


IMG20250625171703.jpg

অনেকদিন পর রুই মাছের ভুনা খেতে মন চাইলো। বাড়ির পাশেই ছিল মাছের বাজার তাই দেরি না করে চলে গেলাম বাজারে। বড় দেখে তাজা একটি রুই মাছ কিনে কেটেকুটে বাড়ি নিয়ে এলাম। তারপর দেরি না করে ঝটপট তৈরি করে ফেললাম লাল লাল করে রুই মাছের ভুনা রেসিপি। গরম ভাতের সঙ্গে মাখিয়ে খেতে দুর্দান্ত লেগেছিল। আমরা কমবেশি বাঙালিরা যেকোনো ভুনা বেশি পছন্দ করি খেতে আর এতটাই পছন্দ করি কখন যে দুই তিন প্লেট ভাত শেষ হয়ে যায় বুঝা যায় না 🙂🙂। তাহলে চলুন বেশি কথা না বলে এক নজরে দেখে আসা যাক আজকের এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ গুলো লেগেছে।

উপকরণ:

নামপরিমাণ
রুই মাছসাত পিস
টমেটোকুচি ১ কাপ
পেঁয়াজ কুচি২ কাপ
রসুন বাটাহাফ কাপ
আদা বাটা৪ চা চামচ
জিরা গুঁড়া২ চা চামচ
হলুদ গুঁড়া১ চা চামচ
ধুনিয়া গুঁড়া২ চা চামচ
গরম মসলার গুঁড়া১ চা চামচ
শুকনা ঝালের গুঁড়া৩ চা চামচ
লবণপরিমাণমত

ধাপ:১

প্রথমে মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে তাতে লবণ হলুদ মাখিয়ে। কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে লাল লাল করে ভাজি করে নিব। সবগুলো মাছ ভাজি করে নেওয়ার পর কেটে রাখা আলু গুলো ভাজি করে নিব।

ছবি:১ছবি:২
IMG20250625121432.jpgIMG20250625134612.jpg

ধাপ:২

এরপর কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে গোটা মসলাগুলো দিয়ে কিছুটা সময় ভাজি করে নিব। মসলাগুলো একটু ভাজি হয়ে গেলে তারপর দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো অল্প আগুনে ভাজি করে নিব।

ছবি:১ছবি:২
IMG20250625135359.jpgIMG20250625135449.jpg

ধাপ:৩

গোটা মসলা ও পেঁয়াজ ভাজির করে নেওয়ার পর এর ভিতর দিয়ে দেব আদা রসুন বাটা। কিছুটা সময় এগুলো নেড়েচেড়ে দিব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়। গন্ধটা চলে যাওয়ার পর এর ভিতর দিয়ে দিবো জিরার গুঁড়া ,হলুদের গুঁড়া,ধুনিয়ার গুঁড়া, টমেটো কুচি, শুকনা ঝালের গুঁড়া,লবণ। এই সবগুলো উপাদান দিয়ে ভালোভাবে মশলা গুলো কষিয়ে নিব।

ছবি:১ছবি:২
IMG20250625140635.jpgIMG20250625141849.jpg

ধাপ:৪

মসলাগুলো থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর ভিতর দিয়ে দেবো ভাজি করে রাখা আলু ও গরম জল। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব সাত মিনিটের জন্য আলু গুলো সিদ্ধ হওয়ার জন্য।

ছবি:১ছবি:২
IMG20250625142835.jpgIMG20250625144239.jpg

ধাপ:৫

সাত মিনিট পর ঢাকনা খুলে দেখলাম ভালোভাবে আলু গুলো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর দিয়ে দিলাম এর ভিতর ভাজি করে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আবারো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে ভালোভাবে মাছের ভেতর মসলা প্রবেশ করতে পারে।

ছবি:১ছবি:২
IMG20250625144654.jpgIMG20250625150103.jpg

ধাপ:৬

তিন মিনিট পর ঢাকা টি খুলে এরপর দিয়ে দিলাম গরম মসলার গুঁড়া। গরম মসলার গুঁড়া দিয়ে আরো দুই মিনিটের মতন ফুটিয়ে একটি পাত্রে নামিয়ে রাখলাম। এরপর গরম ভাতের সঙ্গে রুই মাছের ভুনা রেসিপিটি সবাইকে পরিবেশন করলাম এবং নিজের তৈরি রেসিপিটির কিছু ফটোগ্রাফি করলাম।

ছবি:১ছবি:২
IMG20250625171646.jpgIMG20250625171630.jpg
ক্যামেরা পরিচিতিoppo
ক্যামেরা মডেলoppo A53s 5G
ক্যামেরা দৈর্ঘ্য3.37mm

আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করি।

Sort:  

Wow, @saikat890, this Rui Macher Bhuna recipe looks absolutely divine! The step-by-step photos are fantastic, making it so easy to follow along and practically smell the delicious spices. I love how you emphasized the joy of eating it with hot rice – that's the true Bengali way! Your passion for cooking shines through, and it makes me want to try this recipe immediately. Thanks for sharing this gem; I'm sure many users will be eager to recreate this at home. What other traditional Bengali dishes do you enjoy cooking? I'm excited to see more of your culinary creations on Steemit!

 2 days ago 

বেশ মজার একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। এভাবে যে কোন মাছ রান্না করলেই খেতে বেশ মজা লাগে। আমি অবশ্য তাজা মাছ না ভেজেই রান্না করি। সেটাও খেতে দারুন লাগে। আর টমেটো দিয়ে মাছ রান্নার কারনে খেতে বেশ মজা লাগে। লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 days ago 

রুই মাছের ভুনা রেসিপি শেয়ার করেছেন।রেসিপিটি খুবই স্পষ্ট এবং ধাপে ধাপে বর্ণনা করা হয়েছে! বিশেষ করে মাছ কতক্ষণ ভুনা করতে হবে সেটা উল্লেখ করায় রান্না করতে সুবিধা হবে। ধন্যবাদ এমন সুন্দর রেসিপি শেয়ার করার জন্য!

 2 days ago 

রুই মাছের ঝোল খেতে সত্যি অনেক ভালো লাগে। দেখেই তো খেতে ইচ্ছে করছে। অনেক লোভনীয় লাগছে দেখতে। মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। ধন্যবাদ আপনাকে ভাইয়া দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য।

 16 hours ago 

রুই মাছ ভুনা খেতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি মজার রুই মাছ ভুনা রেসিপি করেছেন। আর এই ধরনের রেসিপি এর মধ্যে হালকা পেঁয়াজ বেশি দিলে খেতে বেশ মজাই লাগে। এই ধরনের রেসিপি দিয়ে যে কোন কিছু খেতে বেশ মজাই লাগে। মজার রেসিপিটি সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।