অবশ্যই মৃত্যু অনিবার্য।

in আমার বাংলা ব্লগ4 days ago

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ৬ মে, মঙ্গলবার, ২০২৫ খ্রিঃ

কভার ফটো


1000202882.jpg

Pixabay



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার কিন্তু আজকে আমি খুব একটা ভালো নেই। কারণ আজকে আমার জীবন থেকে একজন মানুষকে হারিয়ে ফেলেছি আর সেটা হচ্ছে আমার "দাদু"। আমার পরিবারের এই প্রিয় মানুষটিকে হারিয়ে সত্যি আমি অনেক মর্মাহত। জীবন যেমনি সত্য তেমনি মৃত্যু সত্য। প্রতিটি প্রাণী জীবনের কোন একদিন অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কারণ মৃত্যু অনিবার্য। আমার দাদুর জন্য সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন যেন আমার দাদু স্বর্গবাসী হয়। আজকে আমি আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন...



মৃত্যু হচ্ছে জীবনের এক নীরব সত্য। জীবনের যেমন শুরু রয়েছে তেমনি এর শেষ রয়েছে। প্রতিটি জীবনের শেষ হয় মৃত্যুর মাধ্যমেই। মনীষীরা বলে গেছেন "জন্মিলে মরিতে হইবে অমর কে কোথা রবে"। এই কথাগুলো যে, চিরন্তন সত্য আমাদেরকে তা মেনে নিতেই হবে। আমরা জন্মের পর থেকেই পৃথিবীটা এমন ভাবে ব্যবহার করি যেন আমরা পৃথিবীতে অজন্ম দিতে যাবো। আমরা ভুলে যাই আমাদের পরকালের কথা, আমরা ভুলে যাই আমাদের মৃত্যুর কথা।

মৃত্যুকে ভয় পাই না এমন মানুষ হয়তো পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। আর মানুষ যে, বিষয়ে সব থেকে বেশি ভয় পায় সেই বিষয় সব সময় এড়িয়ে চলে। কিন্তু আমরা যদি মৃত্যুকে সুন্দরভাবে মেনে নিয়ে জীবন যাপন করি তাহলে জীবন আরও উপভোগ্য ও সুন্দর হবে। আমরা তখনই আমাদের জীবনের অর্থ সম্পর্কে বুঝতে পারব। জীবনকে গভীরভাবে উপভোগ করার জন্য মৃত্যু অনিবার্য এই কথাটা আমাদেরকে বুঝতে হবে।

মৃত্যু আমাদেরকে শিক্ষা দেয় প্রতিটি সময়ে জীবনের প্রতিটি মুহূর্তে। মৃত্যু আমাদেরকে শেখায় পৃথিবীতে আমাদের সময়ই কেবল সীমিত মাত্র, এই স্বল্প সময়ে মানুষকে ভালবাসতে হবে, মানুষকে ক্ষমা করতে হবে, সবসময় মানুষের পাশে থাকতে হবে সব সময় নিজেকে সৎ কাজে নিয়োজিত রাখতে হবে। জীবনের কঠিন পরিস্থিতিতেও যেন আমরা সৎ পথে থাকি সেটা নিশ্চিত করতে হবে।

যখন আমাদের খুবই কাছের কেউ মৃত্যুবরণ করে তখন আমরা খুবই ব্যথিত হই। কিন্তু এই মৃত্যু আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় আমরা এই পৃথিবীতে স্থায়ী নয়। আমরা কেবলমাত্র কিছু সময়ের জন্য এই পৃথিবীতে এসেছি। আর আমাদের কাছে কেবলমাত্র এই কিছু সময় অনেক দামি এবং মূল্যবান।

আমরা যেমন জন্মগ্রহণ করেছি তেমনি একদিন মৃত্যুবরণ করবো এই চিরন্তন সত্যটাকে হৃদয়ে গেঁথে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে হবে। অবশ্যই মৃত্যু অনিবার্য মৃত্যু কেবলই অনিবার্য।



পোস্টের বিবরণ

পোস্ট ধরন: জেনারেল রাইটিং
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
লোকেশন:কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 4 days ago 

আপনার লেখাটা খুবই মন ছুঁয়ে গেছে। আপনি খুব সুন্দরভাবে মৃত্যুর সত্য আর জীবনের মূল্য বোঝাতে চেষ্টা করেছেন। দাদুর কথা ভেবে মন খারাপ লাগছে, আল্লাহ যেন তাঁকে বেহেশত নসিব করেন। আমরা সবাই যেন জীবনকে ভালোভাবে কাটাই, ভালো কাজ করি – আপনার লেখাটা সেটা ভাবতে সাহায্য করে।"

 3 days ago 

জন্মিলে মরিতে হবে।এই পৃথিবীর প্রতিটি জীব কে জীবনের কোন এক সময় মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের জন্য এই পৃথিবী চিরস্থায়ী নয়। আমরা এই পৃথিবীতে ক্ষণস্থায়ী । তাই আমাদের সকলের উচিত এই পৃথিবীতে যে কয়েকদিন বাঁচবো সততার সাথে বাচার চেষ্টা করবো।

 2 days ago 

এই সুন্দর পৃথিবীতে জন্ম নেওয়ার অর্থই একদিন মৃত্যুবরণ করতে হবে। জন্মের পর থেকে মানুষ সেই মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। তবে কিছু কিছু মানুষ জন্ম নেয়ার পরে মৃত্যুর কথা ভুলে যায়। জীবনকে উপলব্ধি করার জন্য মৃত্যুকে জানার প্রয়োজন রয়েছে। জন্ম যেমন সত্য তেমনই মৃত্যুও সত্য আর তাইতো মৃত্যু অনিবার্য। অনেক চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।