||লাইফস্টাইল:-মুরগির ফার্ম দেখার অনুভূতি||
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে লাইফস্টাইল:-মুরগির ফার্ম দেখার অনুভূতি আমি চেষ্টা করি আপনাদের মাঝে নতুন কিছু পোস্ট নিয়ে আসার।আপনাদের মাঝে নতুন কিছু পোস্ট শেয়ার করতে পারলে নিজেকে অনেক ভালো লাগে। তো আজকে যে বিষয় নিয়ে পোস্ট করবো এটা আমার অনুভূতি মূলক একটি পোস্ট।আমার সব ধরনের অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি।যাইহোক দেরি না করে শুরু করা যাক।
বর্তমান আমাদের দেশে সব মানুষই কিন্তু কর্মজীবী।হয়তো কেউ বড় চাকরি করে আবার কেউ ছোট চাকরি করে। তবে সব চাকরি বা কাজকর্ম কিন্তু একই চোখে দেখতে হবে।কোন কর্ম বা কাজ ছোট না।যাইহোক বাংলাদেশে কিন্তু অধিকাংশ মানুষ বাসার পাশে ফার্ম তৈরি করে নিজের জীবন যাপন পরিচালনা করতেছে। আসলে যারা বাসায় বসে থাকে বা কোন কাজকর্ম নাই তাদের জন্য কিন্তু এই ফার্ম দেওয়ার উদ্যোগ টি কিন্তু দারুণ। কারণ এই ফার্মে কিছু টাকা ইনভেস্ট করে নিজের কর্ম করে এখান থেকে কিন্তু বড় কিছু প্রফিট পাওয়ার সম্ভবনা থাকে। কারণ আপনি দেখলেন একসময় এই ফার্মের মুরগি গুলোর দাম অনেক কম।ওই কম দামে যদি কিনে নিয়ে এসে তাদেরকে লালন পালন করে বড় করা যায়।এবং বড় করতে করতে যদি বাজারের দাম বেড়ে যায় তখন কিন্তু সে বড় প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকে।
যাইহোক আমি কিন্তু অধিকাংশ এলাকায় দেখছি যে মুরগির ফার্ম রয়েছে।এবং অন্য এলাকাতেও দেখছি যে হাঁসের ফার্ম রয়েছে।যাইহোক এই উদ্যোগ গুলো কিন্তু আমাকে খুবই ভালো লেগেছে।তো আজ থেকে বেশ কিছুদিন আগে আমি আমার এক ফ্রেন্ডের বাসায় যাই।তো তার সাথে দেখা হওয়ার পরে আমি এই ফার্ম দেখি এবং এই ফার্ম সম্পর্কে জানতে পারি।আসলে প্রতিটা জিনিস নতুন করে তৈরি করতে গেলে কিন্তু অনেক খরচ হয়।এবং যারা এই খরচকে দেখে তার উদ্যোগ টি থেমে যায় তখন কিন্তু তারা লসে পড়ে যায়।এইজন্য টাকার দিকে দেখা যাবে না।আপনি যেই উদ্যোগটি নিয়েছেন সেটা সফলভাবে পরিচালনা করায় কিন্তু আপনার কর্তব্য।বাকিটুকু আল্লাহর ভরসা, আল্লাহ কেমন আপনাকে দিবে সেটা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন।
যাইহোক আমি সেখানে গিয়ে দেখলাম এবং জানতে পারলাম এই মুরগির ফার্ম সম্পর্কে।তবে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে প্রথমে তাদের অনেক গুলো টাকা খরচ হয়েছে এবং এই উদ্যোগটি সে ধরে থাকতে চায় এটাই তার মূল নিয়ত।যাইহোক সেখানে গিয়ে আমি অনেক কিছু জানতে পারলাম এবং দেখলাম যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে।আসলে আমার কাছে মনে হয় এই ধরনের বড় ফার্ম গুলোতে কিন্তু অনেক প্রফিট পাওয়া যায়। যদিও ১-২ বার লস আসে কিন্তু এক সময় তার দিগুণ লাভ দিবে এই ফার্ম গুলো।তো আমি সেখানে গিয়ে তার সাথে কিছু কথা বলে পুরো ফার্ম ঘুরে দেখলাম। দুইটি পুকুরের পাশে দুইটি ফার্ম তৈরি করছে।তার মধ্যে একটি ফার্মে মুগরি নিয়ে আসছে।এবং তার পাশে কিন্তু বাচ্চা লালন পালন করার জন্য ছোট একটি ঘর তৈরি করছে।যাতে করে একটু বড় হলে এই পুকুরের পারে নিয়ে আসবে কারণ ছোট বাচ্চা গুলো তো সাথে সাথে পুকুরের পারে আনা যাবে না।
সেই জন্য ওখান থেকে বড় করে এই পুকুর পারে নিয়ে আসে।আবার আরেকটি বিষয় লক্ষ্য করে দেখলাম যে,মুরগি গুলোকে যে পানি খাওয়ার জন্য বাটি দেওয়া হয়েছে, সেই বাটিতে কিন্তু পানি শেষ হলে অটোমেটিক পানি চলে আসবে।তবে এখানে এই বিষয় কিন্তু দারুণ লেগেছে।মুরগী গুলো যদি খেয়ে পানি শেষ করে তাহলে অটোমেটিক পানি ভরাট হবে।যাইহোক যতক্ষণ ওই ফার্মে ছিলাম এবং ফার্ম সম্পর্কে জানলাম এবং পুরো এলাকা ঘুরে দেখলাম সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে।এবং দোয়া করি এই ফার্ম থেকে সে যেনো অনেক কিছু করতে পারে।তো বন্ধুরা এই ছিল আজকে আমার অনুভূতি মূলক একটি পোস্ট।আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে।তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
ডিভাইস | Tecno camon 20 |
---|---|
ফটোগ্রাফার | @polash123 |
লোকেশন | দিনাজপুর |
![]() |
---|
You can also vote for @bangla.witness witnesses
![]() |
---|
টেস্ক লিংক
https://x.com/Polashislam681/status/1918216903723819132?t=gIbtAfo4rQSXIWsPHvnnVw&s=19
https://x.com/Polashislam681/status/1918214402844590352?t=_Y65TWJIgDFPKgNeTp4idw&s=19