||জেনারেল রাইটিং:-আপন মানুষ গুলোও এক সময় পর হয়ে যায়||
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে জেনারেল রাইটিং:-আপন মানুষ গুলোও এক সময় পর হয়ে যায় আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুন কিছু পোস্ট শেয়ার করার।তো আজকে যে পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো এটি হচ্ছে একটি ভিন্ন পোস্ট।আসলে আপনাদের মাঝে ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করতে পারলে নিজেকেই অনেক ভালো লাগে।যাইহোক রমজান মাসের জন্য দিনের বেলা কোন কাজকর্ম করতে পারি না।তাই প্রতিদিন রাতের বেলা করে সমস্ত কাজ সেরে ফেলি।যাইহোক দেরি না করে শুরু করা যাক।
আপনজন বলতে কিন্তু অনেক মানুষকেই আপনজন বোঝায়।কিন্তু সব মানুষরাই আপন না। আবার কিছু কিছু লোক রয়েছে যারা খুবই আপন তারাও কিন্তু একসময় পর হয়ে যায়।তবে জানিনা,এটাই মনে হয় প্রকৃতির নিয়ম।আসলে মানুষের মর্যাদা এবং ভালোবাসাটাই হচ্ছে মূল।আমরা যাকে যত বেশি ভালোবাসি তাকে কিন্তু আমরা অত সহজে ভুলতে পারি না।ঠিক তেমনি আমরা যাকে খুবই আপন ভাবি,সে যদি হুট করে পর হয়ে যায় তখন কিন্তু ব্যাপার টা মেনে নিতে পারি না।
যেমনটা আমার সাথে হয়েছে আমার পরিবারের কাছে। আপনার হয়তো অনেকেই জানেন, আমার মা ছোটবেলা মারা গিয়েছে এবং বাবা প্রায় বছর হয়ে গেলো মারা যাওয়ার।আমার কিন্তু আরো বড় বড় ভাই রয়েছে আমি কিন্তু সবার ছোট।তো পরিবারের চাপ এবং ছোটতে যে এত বড় বোঝা কাঁধে নিতে হবে এটা কিন্তু কখনোই কল্পনা করতে পারি নাই।আসলে পরিস্থিতি যার কাছে যেমন এটা কিছু করার নাই।
আজ প্রায় কয়েক মাস হয়ে গেলো আমি নিজের আপনজন ভাইদের সঙ্গেও কিন্তু ঠিকমতো যোগাযোগ করতে পারি নাই।কারন আমি যখন বাসায় ছিলাম তখন কিন্তু আমার ভাইয়েরা সেভাবে আমাকে মূল্যায়ন করতো না।কারণ তারা বিয়ে করছে তাদের বাচ্চাকাচ্চা আছে, তারা কিন্তু সংসার নিয়েই ব্যস্ত।এইদিকে আমি তার ছোট ভাই আছি, সেটা কিন্তু তাদের মাথায় কোন চিন্তা নেই।এটাই হচ্ছে,আপনজন গুলোই আস্তে আস্তে ভুলে যায়।
তো আমি প্রায় কয়েক মাস ধরে বাইরে আছিমআজ পর্যন্ত আমাকে কোন ভাই ফোন দিয়ে কোন খোঁজ খবর নিলো না।যদিও আপনাদের কাছে ব্যাপারটা ছোট মনে হয়, কিন্তু আমার কাছে এই ছোট্ট ব্যাপারটি অনেক বড়।এমনও দিন গিয়েছে যে ভাইদের ফোনের অপেক্ষায় আমি দিন কাটিয়েছি।তবে আমি যদি ফোর দেয় তখন কিন্তু তারা কথা বলে।আসলে আমি যদি নিজেই চেয়ে চেয়ে যদি তাদেরকে ফোন দেই। সেখানে কিন্তু আমার ভালোবাসার কোনো মূল্যায়ন থাকলো না।
জানিনা আমাকে তারা ছোট ভাই মনে করে কি করে না।তবে যদি ওরা আমাকে আপন ভাই হিসেবে মানতো তাহলে কিন্তু তারা আমার এই খোঁজ খবর নিতো।যেমন আপনারাই ভেবে দেখুন,আপনার ছোট ভাই বাহিরে রয়েছে এবং কি করতেছে না করতেছে এটা কিন্তু আপনার মনে খুশখুস করবে খোঁজ খবর নেওয়ার জন্য।কিন্তু আমার কাছে এটা ভিন্ন,আমার ভাইয়েরা কোনদিন আমার খোঁজ খবর নেই না।শুধু বড় ভাই মাঝে মাঝে খবর নিয়ে থাকে।
আসলে এখানেই বোঝা যাচ্ছে আপনজন এবং প্রিয় মানুষ গুলোও কিন্তু একসময় পর হয়ে যায়।জানিনা আমার মত আর কারো জীবন রয়েছে।তবে সৃষ্টিকর্তা যদি আমার মত কারো জীবন দিয়ে থাকে। সেই জীবনটা যেন আল্লাহ তায়ালা আরো সুন্দরভাবে চলার তৌফিক দেন।প্রিয় মানুষ যখন আমাকে পর ভাবে তখন কান্না করা ছারা আর কিছুই নেই। কি যে পরিস্থিতি, সেটা এক মাত্র সৃষ্টিকর্তা জানেন।যাইহোক অনেক কথা বলে ফেললাম। যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
ডিভাইস | Tecno camon 20 |
---|---|
ফটোগ্রাফার | @polash123 |
লোকেশন | দিনাজপুর |
![]() |
---|
You can also vote for @bangla.witness witnesses
![]() |
---|
আপনার লেখা সত্যিই হৃদয়স্পর্শী। পরিবারের মধ্যে এমন দূরত্ব অনুভব করা খুব কষ্টকর, বিশেষত যখন আপনি আশা করেন যে আপনজনরা আপনার খোঁজ নেবে। এই পরিস্থিতিতে কখনও কখনও নিজের অনুভূতি বুঝে ওঠা কঠিন হয়ে পড়ে। তবে আপনার দৃঢ়তা ও ধৈর্যশক্তি সত্যিই প্রশংসনীয়। সৃষ্টিকর্তা আপনাকে শক্তি ও শান্তি দিন।
ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলে এই পৃথিবীতে মানুষ আচার ব্যবহার সব সময় এক রকম থাকে না। মানুষ যে কোন সময়ে পরিবর্তন হতে পারে।তাই মানুষ কে পুরোপুরি ভাবে বিশ্বাস করা ঠিক নয়। তবে, সকল মানুষ সমান নয়। এখন পর্যন্ত কিছু কিছু মানুষ আছেন, যারা মানবসেবায় নিয়োজিত।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনার পোস্ট থেকে আপনার মনের কষ্টের কথাই বেরিয়ে এসেছে ভাই। আসলে অনেকদিন কেউ খোঁজ খবর না নিলে মনের মধ্যে একটা খারাপ লাগা জন্ম নেয়া স্বাভাবিক। কিন্তু সম্পর্ক গুলো আসলে দিনের পর দিন কেমন হয়ে যায়। কিন্তু সম্পর্কের থেকে যদি আমরা কখনো কোন প্রত্যাশা না রাখি তবে সেখানে আঘাত পাওয়ার প্রশ্নও থাকেনা।
ধন্যবাদ দাদা এতো সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
আমি মনে করি আপনজনরা সবসময় আপন থাকে না, সময়ের সঙ্গে অনেকেই দূরে সরে যায়। পরিবারের ব্যস্ততার কারণে অনেক সময় কাছের মানুষরা খোঁজও নেয় না, যা অনেক কষ্টের। ভালোবাসা তখনই মূল্যবান যখন তা দু'পক্ষ থেকেই আসে। একতরফা সম্পর্ক ধরে রাখা কষ্টকর।ভালো একটি বিষয় নিয়ে লিখেছেন ভাইয়া।
জি আপু এক তরফা সম্পর্ক ধরে রাখা অনেক কষ্টকর।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
আজকের ডেইলি টেস্ক প্রুফ।।
আপনার পোস্ট পড়ে খুব খারাপ লাগলো ভাইয়া। আপনার মত আমারও পরিবারের মানুষ খোঁজ না নেওয়ার জন্য ভীষণ কষ্ট হয়। তবে আমার থেকে আপনার কষ্টটা বেশি। আমার বাবা-মা আমার খোঁজ খবর নেয়। আমি তাদেরকে আপন মনে করতাম যারা আমাকে এক সময় খুব ভালবাসত। তারা এখন আমার খোঁজ নেয় না।সত্যি ভাইয়া, আপন মানুষেরা খোঁজ-খবর না নিলে ভিতর থেকে কষ্টটা তীব্রভাবে আঁকড়ে ধরে। অনেকটা খারাপ লাগে। এই কষ্ট আসলে কাউকে বোঝানো যায় না।
জি আপু এইধরনের কষ্ট গুলো কাউকে বলে বুঝানো যায় না। ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
যাদেরকে আমরা অনেক বেশি আপন মনে করি, দেখা যায় দিন শেষে তারাই আমাদের সাথে ছলনা করে। আমাদের আশেপাশে থাকা সব মানুষ আমাদের আপন নয় এটাই সত্য। কিছু কিছু মানুষ রয়েছে যারা মুখোশ পড়ে থাকে। যারা একসময় আমাদের অনেক আপন থাকে, পরবর্তীতে দেখা যায় তাদের সাথে সম্পর্কটা আর আগের মতো থাকে না। অনেক ভালো লাগলো আপনার পোস্টটি পড়তে।
ধন্যবাদ আপু সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
ভাইয়া আমি এটা কিন্তু জানতাম না ছোট কালে আপনার মা মারা গেল। এটি ঠিক বলেছেন আপন মানুষগুলো সময়ের কারণে পর হয়ে যায়। যেমনটি আপনার ভাই গুলো। সময়ের কারণে তারা বিয়ে করে সেই ভাবে আপনাকেও মূল্যায়ন করে না। এরকম আমাদের নিজস্ব লোকও আছে। বিয়ের পর অনেক পরিবর্তন হয়ে গেছে মা-বাবাকেও ঠিকমতো দেখাশোনা করে না। সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন।