||জেনারেল রাইটিং:-জীবনের পথে কিছু উপলব্ধি||
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম।আজকের বিষয় হলো জেনারেল রাইটিং:-জীবনের পথে কিছু উপলব্ধি আমি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে আসার।তো আজকে যে বিষয় নিয়ে পোস্ট করব আপনারা হয়তো টাইটেল দেখেই বুঝতে পারছেন।জীবন এমন একটি জিনিস যা দুঃখ কষ্ট সবকিছুর মধ্যে কিছু না কিছু শিক্ষা পাওয়া যায়।জীবন ঠিক যেন এক অদ্ভুত সফর। এখানে প্রতিদিনই আমরা কিছু না কিছু নতুন কিছু শিখি, কিছু হারাই, আবার কিছু পাই। কখনো কখনো মনে হয়, এই পৃথিবীর সবকিছুই যেনো খুব জটিল, আবার কখনো মনে হয়, জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে সরলতার মধ্যেই। মানুষ যত বড় হয়, ততই বুঝতে পারে,আসলে আমরা যে জিনিস গুলোকে অনেক বেশি গুরুত্ব দেই, সেগুলো সবসময় আমাদের সুখের জন্য দায়ী নয়। বরং ছোট ছোট বিষয় গুলোই আমাদের ভেতরে শান্তি আর আনন্দ এনে দেয়।
আমরা প্রায়ই ভবিষ্যতের চিন্তায় এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে বর্তমানকে উপভোগ করতে ভুলে যাই। অথচ আজকের এই দিনটাই আসল সম্পদ। গতকাল আর কালকে আমাদের হাতে নেই, কিন্তু আজকে আমরা কীভাবে কাটাচ্ছি, সেটাই ঠিক করে দেয় আমাদের আগামীর রঙ। জীবনকে অনেক সময় আমরা প্রতিযোগিতার ময়দান বানিয়ে ফেলি। কে কাকে হারাবে, কে কাকে ছাড়িয়ে যাবে,এই হিসাব করতেই সময় চলে যায়। অথচ আসল প্রতিযোগিতা তো নিজের সাথেই। আমি কি গতকালের থেকে আজকে একটু ভালো হলাম? আমি কি আজকে কিছু শিখলাম? এই প্রশ্নের উত্তরই আসল জয়,পরাজয়ের খেলা।
মানুষের সাথে সম্পর্ক গুলোও জীবনের সবচেয়ে বড় সম্পদ। পরিবার,বন্ধু কিংবা প্রিয় মানুষ,তাদের সাথে কাটানো মুহূর্ত গুলোই শেষ পর্যন্ত আমাদের মনে রয়ে যায়। টাকা,পয়সা, বিলাসিতা, সামাজিক মর্যাদা সবই একসময় শেষ হয়ে যায়, কিন্তু আন্তরিক সম্পর্কের বন্ধন অটুট থাকে। তাই সম্পর্ককে যত্নে রাখা, ভালোবাসা প্রকাশ করা আর একে অপরের পাশে দাঁড়ানো,এগুলোই জীবনের সবচেয়ে বড় শক্তি।তবে এর মানে এই নয় যে জীবনে সমস্যার জায়গা নেই। কষ্ট,দুঃখ, ব্যর্থতা,এসবও জীবনের অংশ। অনেক সময় আমরা ভেঙে পড়ি, ভাবি সব শেষ। কিন্তু সত্যি বলতে, এই ব্যর্থতা গুলোই আমাদের শেখায় কীভাবে আরও শক্ত হতে হয়। ঝড় না এলে যেমন গাছের শেকড় মজবুত হয় না, তেমনি জীবনে কষ্ট না পেলে আমাদের ধৈর্য, সাহস আর জ্ঞান বাড়ে না। তাই সমস্যাকে ভয় না পেয়ে তাকে মেনে নেওয়া উচিত, কারণ প্রতিটি কষ্টই আমাদের আরও পরিণত করে তোলে।
সফলতা আসলে মানসিক শান্তির নাম। আমি যদি নিজের সাথে শান্তিতে থাকতে পারি, তবে সেটাই আসল সাফল্য। অন্যের চোখে আমি যত বড়ই হই না কেন, যদি নিজের মনে সুখ না থাকে, তবে সেই অর্জনের কোনো মূল্য নেই। তাই দিনশেষে মনে রাখতে হবে,সুখের আসল রহস্য হলো কৃতজ্ঞতা। প্রতিদিন সকালে চোখ খুলে যদি আমরা ভাবি, “আল্লাহ আমাকে আরেকটা নতুন দিন দিলেন”, তাহলে দিনটা অনেক সুন্দরভাবে কাটে।সবশেষে বলা যায়, জীবন হলো মুহূর্তের সমষ্টি। প্রতিটি মুহূর্তকে ভালোভাবে কাটানোই আসল জ্ঞান। ভালোবাসা, কৃতজ্ঞতা আর আশা নিয়ে যদি আমরা বেঁচে থাকি, তবে জীবন কখনোই বৃথা যাবে না। কারণ দিনের শেষে সবার মনে শুধু একটাই প্রশ্ন থেকে যায়,আমি কি সত্যিই বেঁচে ছিলাম, নাকি শুধু সময় কাটিয়ে দিলাম? তো এই ছিলো আজকের পোস্ট। আজকের মতো এখানেই বিদায় নিলাম।আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
ডিভাইস | Tecno camon 20 |
---|---|
ফটোগ্রাফার | @polash123 |
লোকেশন | দিনাজপুর |
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন। |
---|
You can also vote for @bangla.witness witnesses
![]() |
---|
আজকের ডেইলি টেস্ক প্রুফ।।
https://x.com/Polashislam681/status/1960707135526043986?t=v12SG6_DmXTS4grjsNO-fQ&s=19
https://x.com/Polashislam681/status/1960707742932541868?t=Jn2fLO4uupieuedBtQ9GRA&s=19
https://x.com/Polashislam681/status/1960708412620333564?t=p1CJWr1lymyc0dmuAyngmw&s=19
https://x.com/Polashislam681/status/1960723694202052866?t=1QSi9Ya12n3dVuDgd78K0w&s=19
টুইটার লিংক
https://x.com/Polashislam681/status/1960359717957763337?t=6GXjexzKzIDAwZHr2e8_pA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
অসাধারণ লিখেছেন। জীবনের পথ চলতে চলতে আমরা যে সূক্ষ্ম সত্যগুলো প্রায়ই উপেক্ষা করি, সেগুলোকে আপনি খুব সুন্দরভাবে এবং মর্মস্পর্শীভাবে ফুটিয়ে তুলেছেন। প্রতিটি লাইনই ভাবনার খোরাক জুগিয়েছে।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।