যাচ্ছে দিন ভালো, আসছে দিন খুব খারাপ।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
যাচ্ছে দিন ভালো, আসছে দিন খুব খারাপ। |
---|
বন্ধুরা টাইটেল দেখেই বুঝে গিয়েছেন আজকে কি বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।যাচ্ছে দিন ভালো, আসছে দিন খুব খারাপ।এ বিষয়ে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব। আসলে আমরা সব সময় নিজেদের ভালো লাগা, মন্দলাগা, নিজেদের চিন্তা,চেতনা, আমার বাংলা ব্লগে সবার সাথে শেয়ার করি, তাইতো আপনাদের মাঝে চলে এলাম। যাই হোক চলুন কথা না বাড়িয়ে শুরু করি।
যাচ্ছে দিন ভালো, আসছে দিন খুব খারাপ।
এটা আমার কথা নয় এটি হচ্ছে গুণীজনদের কথা।ছোটবেলা থেকেই এই কথা শুনে আসছি, আর এখন দিন দিন সেটাই উপলব্ধি করতে পারছি।তবে এখনো আমরা বলতে পারি যাচ্ছে দিন ভালো।আত পেছনের দিনগুলোতে জীবনটা একটু সহজ ছিলো, একটু শান্ত ছিলো।তখন দাম ছিল কম, চাহিদা ছিল কম, মানুষ ছিল একটু বেশি আন্তরিক।
বাজারে গিয়ে ৫০০ টাকায় অনেক কিছু কেনা যেতো।বলতে গেলে ৫০০ টাকার একটি নোট খরচ করতে অনেক সময়ের প্রয়োজন হতো।আর ৫০০ টাকার বাজার দেখলে চোখ জুড়িয়ে যেত। তখন মানুষ সময় পেতো একে অন্যের সাথে বসে কথা বলার,একে অন্যের সাহায্য করার। তখনকার ছোট ছোট খুশি গুলো আজকের বড় বড় চাহিদার তুলনায় অনেক বেশি শান্তি দিতো।
কিন্তু আজকের দিনে এসে বুঝতে পারছি আসছে দিন খুব খারাপ।কারণ এখন জিনিসের দাম দিন দিন বাড়ছে।একটা পরিবারের চাল, ডাল, তেল কিনতেই মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে।যে আয় হচ্ছে তার চাইতে ব্যয়ের পরিমাণই বেশি।আবার চাকরি খুঁজেও অনেক সময় কাজ পাওয়া যাচ্ছে না।কারণ চাকরির বাজারেও সিন্ডিকেট চলে।
যারা চাকরিতে আছেন, তাদের আয় বাড়ছে না কিন্তু খরচ বাড়ছে প্রতিদিন। সাধারণ মানুষের জীবনে কষ্ট যেন নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে।এছাড়া সমাজেও মানুষ আগের মতো নেই। আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কগুলো আগের মতো আন্তরিক নয়। মোবাইল, ইন্টারনেট এসব যতই এগোচ্ছে, ততই আমরা একা হয়ে যাচ্ছি।এদিকে শিশুরা খেলার মাঠে যায় না আবার বড়রা পরিবারকে সময় দিতে পারে না।সবাই শুধু দৌড়াচ্ছে, কিন্তু কেউ জানে না কোথায় থামবে এই দৌড়।
যাইহোক এভাবেই চলছে জীবন, আর এভাবেই ব্যস্ততা বাড়ছে, সাথে বাড়ছে দায় দায়িত্ব। তবে আজকের দিন যেভাবে সেভাবে যাচ্ছে,আগামী দিন কঠিন থেকে কঠিন এ পরিণত হচ্ছে। যাক এ বিষয়টি হঠাৎ মথায় আসলো তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি।যাইহোক ধন্যবাদ জানাচ্ছি যারা পুরো ব্লগটি পড়েছেন।
তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়বস্তু, হঠাৎ করে এই বিষয়টি মাথায় আসলো তাই ভাবলাম আপনাদের মাঝে নিজের মনের কিছু কথা তুলে ধরি। যাই হোক আশা করছি বিষয়টি আপনাদের ভালো লেগেছে। আজকে আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিলাম।সবাই ভালো ও সুস্থ থাকবেন। আগামীতে আবারো হাজির হবো অন্য কোন না কোন বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।
তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR

ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | জেনারেল রাইটিং । |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
লোকেশন | - বাংলাদেশ। |
আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
1 | https://x.com/Nevlu123/status/1919079653886619723
2 | https://x.com/Nevlu123/status/1919079941162819645
3 | https://x.com/Nevlu123/status/1919080408475406371
4 | https://x.com/Nevlu123/status/1919080563845013598