কপাল খারাপ, যেখানে হাত সেখানেই কুপকাত।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
কপাল খারাপ, যেখানে হাত সেখানেই কুপকাত। |
---|
বন্ধুরা টাইটেল দেখেই বুঝে গিয়েছেন আজকে কি বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আসলে।কপাল খারাপ, যেখানে হাত সেখানেই কুপকাত।এ বিষয়ে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব। আসলে আমরা সব সময় নিজেদের ভালো লাগা, মন্দলাগা, নিজেদের চিন্তা,চেতনা, আমার বাংলা ব্লগে সবার সাথে শেয়ার করি, তাইতো আপনাদের মাঝে চলে এলাম। যাই হোক চলুন কথা না বাড়িয়ে শুরু করি।
জীবনে এমন সময় আসে, যখন মনে হয় কপালটাই বুঝি খারাপ। যা কিছুই করি, সব যেন উল্টা হয়ে যায়। চেষ্টা করি মন দিয়ে, পরিকল্পনাও করি ভালোভাবে কিন্তু শেষমেশ দেখা যায়, যেখানেই হাত দিই, সেখানেই কুপকাত হতে হয়। তখন মনে হয়, দোষ বুঝি ভাগ্যের। এটা শুধু আমার মনে হয় তা না, আমার মতে অনেকের মনে হয়।
আসলে এই অভিজ্ঞতা অনেকের জীবনে আসে।যেমন পরীক্ষায় অনেক ভালো করে পড়ে গেলেন কিন্তু ফল হলো না ভালো। চাকরির ইন্টারভিউতে ভালো করলেও চাকরিটা হলো না। ব্যবসা শুরু করলেন মন দিয়ে,দেখা গেলো সেই ব্যবসায় লোকসান হলো।আর তখনই মনে প্রশ্ন জাগে যে আমার দোষটা কোথায়।আর উত্তর আসে একটাই আর সেটা হলো কপাল খারাপ।
এখন বিষয় হচ্ছে আসলেই কি সব দোষ কপালের, নাকি অনেক সময় পরিস্থিতি আমাদের অনুকূলে থাকে না তাই এমন হয়।আসলে কিছু কিছু সময় মানুষ পরিস্থিতিকে নিয়ন্ত্রন করে, আবার কিছু সময় পরিস্থিতি মানুষকে নিয়ন্ত্রন করে।তবে আবার কখনো আমাদের কিছু ভুলও থেকে যায় এটাও অনস্বীকার্য।এদিকে আর ভাগ্য যদি খারাপ থাকে, আমি মনে করি সেটাও জীবনেরই এক বাস্তবতা।যেটা মেনে নিতে হয়।
তবে সব সময় কপালকে দোষ দিয়ে বসে থাকলেতো আর চলবে না। কপাল খারাপ থাকলেও চেষ্টা ছাড়লে চলবে না।মোট কথা কপাল যেমনই হোক, বারবার চেষ্টা করলেই এক সময় না এক সময় ভালো কিছু হবেই। কারণ, কপালও বদলায় কিন্তু তার জন্য লাগে ধৈর্য আর সাহস।আর যাদের সেই সাহস থাকে তারা লাভ,লস বা কপালের দোশ দিয়ে পিছে হাঁটবে না।সব সময় পরিস্থিতিকে কাজে লাগিয়ে চেষ্টা চালিয়ে যাবে।
আসলে আমাদের মনে রাখতে হবে কপাল খারাপ হতে পারে, কিন্তু আমি হেরে যাব না।আজ যেখানে কুপকাত, কাল সেখানে হয়তো সফলতা। সব অভিজ্ঞতা থেকে কিছু না কিছু শেখা যায়। সেই শিক্ষা নিয়েই আবার নতুন করে শুরু করা যায় জীবন।তাই যত কিছুই হোক, যত বাধা বিপত্তি আসুক, আর যতই কুপকাত হন সব মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াই শ্রেয়। যাইহোক আজ আর নয় আগামীতে অন্য কোন বিষয় নিয়ে আবারো আসবো।সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়বস্তু, হঠাৎ করে এই বিষয়টি মাথায় আসলো তাই ভাবলাম আপনাদের মাঝে নিজের মনের কিছু কথা তুলে ধরি। যাই হোক আশা করছি বিষয়টি আপনাদের ভালো লেগেছে। আজকে আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিলাম।সবাই ভালো ও সুস্থ থাকবেন। আগামীতে আবারো হাজির হবো অন্য কোন না কোন বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।
তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR

ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | জেনারেল রাইটিং । |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
লোকেশন | - বাংলাদেশ। |
আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
এটা ঠিক বলেছেন ভাই কপাল খারাপ হলে, যেখানে হাত সেখানেই কুপকাত। কথায় আছে অভাগা যেদিকে যায় সমুদ্র ও শুকিয়ে যায়। বর্তমানে আমার অবস্থা যাচ্ছে এমন।
হাহাহা ভাই,, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে ধৈর্য ধরুন শুধু।
আপনার লেখাটি পড়ে আমারও জীবনের অনেক কঠিন সময়ের কথা মনে পড়ে গেল। সত্যিই এমন অনেক মুহূর্ত আসে যখন মনে হয় সবকিছুই বিপরীত হচ্ছে। কিন্তু আপনি ঠিকই বলেছেন, চেষ্টা ছাড়লে চলবে না। ধৈর্য্য ধরে এগিয়ে গেলেই একদিন না একদিন সফলতা আসবেই। আপনার লেখা থেকে অনেক অনুপ্রেরণা পেলাম।