আমার ছেলের জন্য ওয়াকার কেনার অনুভূতি।
শুভ সকাল 🌇
আজ ০৭ ই এপ্রিল,
রোজ সোমবার ২০২৫ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ ,বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার ছেলের জন্য ওয়াকার কেনার অনুভূতি মূলক পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
আপনারা সকলেই জানেন সৃষ্টিকর্তা আমাকে একটি পুত্র সন্তান দান করেছেন। আপনাদের সকলের দোয়ায় দশ তারিখে আমার ছেলের বয়স সাত মাস পূর্ণ হতে যাচ্ছে। অফিস থেকে এসে ব্লগিং এর পাশাপাশি বাকি সময় আমি আমার ছেলের সঙ্গে খেলা করি। সারাদিন মায়ের কাছে থাকার পর আমাকে পেয়ে অনেক খুশি হয় আমার ছেলে। তবে আমি লক্ষ্য করছিলাম আমার ছেলে এখন ঠিক মত বসে খেলাধুলা করতে পারে। তবে হাত দিয়ে ধরে রাখলে কিছুটা হাঁটাহাঁটি করতে চায়। আমার ছেলে আনাসের জন্য অনেকগুলো খেলনা কিনে ছিলাম, খেলনা দিয়ে খেলতে আনাস ভীষণ ভালোবাসে। তবে আমি লক্ষ্য করছি তার হাঁটার সুবিধার জন্য একটি ওয়াকার গাড়ি পেলে অনেক ভালো হবে। তাই ঈদ উপলক্ষে মার্কেটে শপিং করতে গিয়ে ওয়াকার কিনেছিলাম। সে অনুভূতি আজকে আপনাদের মাঝে শেয়ার করেছি।
ছবির অবস্থান :- ময়মনসিংহ, ঢাকা, বাংলাদেশ।
মার্কেটে গিয়ে অনেক ধরনের ওয়াকার দেখতে পেয়েছিলাম। তবে মিউজিক সহকারে ওয়াকার গুলো আমার কাছে বেশি ভালো লাগে। কেননা ছোট বাচ্চারা খেলার জন্য বিভিন্ন গান শুনতে পাইলে খেলাধুলার আনন্দ বেড়ে যায়। ওয়াকার দেখে আমার কাছে ভীষণ ভালো লাগে। সামনে সুন্দর সুন্দর খেলনা লাগানো ছিল। তবে আমি যে আমার ছেলের জন্য ওয়াকার কিনবো আমার ওয়াইফ জানতো না। আমি চেয়েছিলাম কিছুটা সারপ্রাইজ দেওয়ার জন্য। একদিন হঠাৎ আমার স্ত্রী বলেছিল আমার ছেলে যখন হাঁটতে শুরু করবে তখন একটি ওয়াকার নিয়ে আসতে। তাই কিছুদিন আগেই কিনে নিয়ে যাওয়ার চিন্তা করি।
ছবির অবস্থান :- ময়মনসিংহ, ঢাকা, বাংলাদেশ।
দোকানের একজন ভাই ওয়াকার টি সুন্দর করে সেটিং করছিল। কেনার আগে সবকিছু আলাদা আলাদা করে গুছিয়ে প্যাকেটিং করা থাকে। তবে আমি একটি জিনিস আপনাদের মাঝে বলতে চাই, আপনারা কখনো এই ধরনের জিনিস অনলাইন থেকে অর্ডার করবেন না। আর যদি অর্ডার করে থাকেন অবশ্যই ভালো রিভিউ দেখে করবেন। প্রথম দিকে চেয়েছিলাম অনলাইন থেকে অর্ডার করতে। কিন্তু পাশের বাসার কাকি অর্ডার করে ওয়াকার কিনে প্রতারিত হয়েছিল। তাই আমি মার্কেট থেকে দেখে শুনে কিনে ছিলাম। ছোট ভাই যখন ওয়াকার টি সেটাপ করছিল সেই ফাঁকে আমি একটি সেলফি নিয়েছিলাম।
ছবির অবস্থান :- ময়মনসিংহ, ঢাকা, বাংলাদেশ।
ওয়াকার সেটাপ সম্পূর্ণ শেষ করার পর আমাকে কিছু নিয়ম বলে দিয়েছিল। এই নিয়ম গুলো মেনে বাচ্চায়কে ওয়াকারে বসালে ব্যাথা পাওয়ার সম্ভাবনা খুবই কম। তাছাড়া ঘরের দরজার সামনে একটু উঁচু করে বাদ দিতে হবে। কেননা ওয়াকার দিয়ে খেলাধুলা করার সময় ঘরের বাইরে চলে গেলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। দুইটি ব্যাটারি থাকায় খুব সুন্দর ভাবে মিউজিক বাজানো যায়। ওয়াকারটি কেনার পর আমার মন খুশিতে ভরে যায়। কেননা এই গাড়িটি দেখে আমার ছেলে অনেক খুশি হবে। ছেলের খুশিতেই বাবার খুশি। তাছাড়া আমার ওয়াইফের জন্য এটি একটি সারপ্রাইজ হবে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য শুভকামনা রইল। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ। 💞
বিভাগ | লাইফ স্টাইল। |
---|---|
ডিভাইস | রিয়েলমি সি-৫৫। |
বিষয় | আমার ছেলের জন্য ওয়াকার কেনার অনুভূতি। |
লোকেশন | ময়মনসিংহ জেলা সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
https://x.com/nazmulhasanbd01/status/1908830492834877652?t=yZHfpVkC4rCG-9MZIEisbw&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1908703716729118743?t=T8Od6UkfNCH1DfLqyI3u3w&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1908704118698631329?t=YqA85sMaOK_dhMjLOdsA2A&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1908702232285262203?t=WbHxQ_Ho4DiGYuTNChYpqw&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1908403210718785831?t=NebMk9cF4xhvG0loMI6Xhg&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1908695006275363034?t=ek8BuobA2-Hwn_OWENpV6g&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1908699490149949675?t=EZ17XGlfyQmnCB-NHkA1wA&s=19
X-Promotion