জীবন মানেই সংগ্রাম। Life means struggle.
শুভ সকাল 🌇
আজ ১৫ ই মার্চ,
রোজ শনিবার ২০২৫ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ ,বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম জেনারেল রাইটিং পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
রোজা উপলক্ষে রহমতের দশ দিন চলে গিয়েছে, মাগফিরাত চলমান। তাই ঈদুল ফিতরকে অপেক্ষা করে দিন দিন আমার ব্যস্ততা খুব বেড়ে চলছে। তবে যেহেতু চাকরিটা মানব সেবা তাই কিছুটা হলেও শান্তি পাই। চেষ্টা করি সব সময় মানুষের বিপদে আপদে নিজেকে ব্যস্ত রাখার জন্য। তবে আমি মনে করি এই সময় প্রায় প্রতিটি মানুষের ব্যস্ততা কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। তাই অনলাইন এবং ব্লগিং কাজে সময় দিতে কিছুটা হিমশিম খাচ্ছি। তারপরও লেগে আছি আপনাদের সঙ্গে। যাইহোক সকালে কিছুটা সময় পেয়ে মানুষের জীবনের সংগ্রাম নিয়ে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করেছি।
জীবনের প্রতিটি ক্ষণে সংগ্রাম এবং বিভিন্ন ত্যাগ স্বীকারের মধ্যে দিয়ে বেঁচে থাকতে হয়। জীবন মানে ব্যস্ততার মাঝেও নিজেকে মানিয়ে নেওয়া। পরিবেশ পরিস্থিতিতে অনেক কিছু শিখতে হয়, শিখে জীবনের প্রতিটি কাজে অসংখ্য এবং অগ্রণী ভূমিকা পালন করতে হয়। নারী অথবা পুরুষ প্রত্যেকের জীবনে ব্যস্তময় দিনগুলো জীবনের সফলতা অর্জনের জন্য কিছুটা হলেও ভূমিকা রাখে। শৈশব কাল থেকে লেখাপড়ার পাশাপাশি মানবিক বিকাশের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। পারিবারিক এবং ব্যক্তিগত পর্যায়ে শিক্ষা অর্জন হয় প্রতিটি ক্ষেত্রে। তবে বারবার ভুল করেও সে ভুল থেকে শিক্ষা নেওয়া সংগ্রামের আরেকটি অংশ।
ব্যস্ততা মানুষের জীবনের সঙ্গে গভীর ভাবে জড়িত। কখনো পরিবার, কখনো স্ত্রী সন্তান আবার কখনো বা বাবা-মায়ের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে হয়। তবে এখানেও সুখ আছে। কেননা দিনশেষে ঘরে এসে পরিবারের প্রতিটি সদস্যদের মুখে হাসি দেখে নিজের মুখেও হাসি ফুটে যায়। সরকরি চাকরি কিংবা ব্যবসা প্রতিটি কর্মক্ষেত্রে ব্যস্ততা রয়েছে। সেখানেও একদল শ্রেণী মানুষ বিভিন্ন পন্থা অবলম্বন করে চেষ্টা করে সাধারণ মানুষকে ক্ষতি করার জন্য। অফিসের বড় সার কিংবা মাহাজন তাদের কাছে আলাদা বেনিফিট পাওয়ার জন্য নিজেকে ভালো এবং সৎ মানুষ সাব্যস্ত করে। এ সকল অসাদু মানুষের কারণে বিভিন্ন ক্ষেত্রে সাধারণ এবং সহজ সরল মানুষগুলো প্রতিনিয়ত অবহেলার শিকার হয়। সে পরিস্থিতিতে সেখানেও সংগ্রাম করে বেঁচে থাকতে হয়।
কিছু কিছু ক্ষেত্রে পরিবারের মাঝে নিজের সর্বোচ্চ দিয়ে তাদের পাশে থাকার পরও মন পাওয়া যায় না। একজন নারী সারাদিন অত্যন্ত পরিশ্রম করে চেষ্টা করে পরিবারের মাঝে সুখ-শান্তি নিয়ে আসার জন্য। কিন্তু অবশেষে পরিবারের মাঝে কিছু কূটনীতিবিদ থাকার কারণে ঝগড়া বিবাদ লেগেই থাকে। সে পরিস্থিতিতে জীবন পরিচালনা করা একপ্রকার সংগ্রামের চাইতেও বেশি। তবে নারীদের ক্ষেত্রে সৃষ্টিকর্তা প্রদত্ত ধৈর্যশীল ক্ষমতা অনেক বেশি। সবচাইতে কঠিন মুহূর্ত যায় বিয়ে করার পর থেকে। নিজের ছেলে মেয়ে ও পরিবার এবং স্বামীর হক আদায় করতে অক্লান্ত পরিশ্রম করতে হয়। অবশেষে সবার মুখে হাসি ফোটাতে পারলে নিজের সংগ্রাম সার্থক হয়।
তবে জীবন তার গতিময় পথে সর্বদা চলবে এটাই নিয়তি। কেননা প্রতিটি মানুষের জীবনে ব্যস্ততা আছে। এই ব্যস্ততা নিয়ে জীবন পরিচালনা করতে হশ প্রিয় মানুষের সুখের জন্য। তবে ব্যস্ত ও কঠিন পরিশ্রমি মানুষ এক সময় সফলতা ছিনিয়ে আনে।যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ। 💞
বিভাগ | জেনারেল রাইটিং। |
---|---|
ডিভাইস | রিয়েলমি সি-৫৫। |
বিষয় | জীবন মানেই সংগ্রাম। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
X-Promotion
জীবন মানেই সব ক্ষেত্রে সংগ্রাম করে বেঁচে থাকা ভাই। আপনি আপনার পোস্টে একদম সত্যি কিছু কথা লিখেছেন। জীবনের বিভিন্ন পরিস্থিতিতে আমরা সংগ্রাম করতে করতে এগিয়ে চলি। তাই সামনের পথ কখনোই সুগম হয় না। কিন্তু সেই সংগ্রামের মধ্যেও জয়ের আনন্দ থাকে। আর জয় যখন আমরা হাসিল করতে পারি তখন সেই আনন্দ কোন কিছুর সাথেই তুলনীয় নয়।
আমাদের জীবনে কঠিন সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। আমাদের জীবন অনেক কঠিন। তাছড়া সংগ্রাম ছাড়া কিছু অর্জন হয় না। বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে ব্লগ খিখেছেন। ধন্যবাদ।
সংগ্রাম ছাড়া পৃথিবীতে কিছুই অর্জন করা সম্ভব নয়। যে জিনিস সংগ্রাম ছাড়া পাওয়া যায় তার মূল্য নেই। উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
প্রতিটা মানুষকে এই জীবন সংগ্রামের মাধ্যমে এগিয়ে যেতে হয়। কারো জীবনই সহজ নয়। জীবনে এগিয়ে যাওয়ার পথে অনেক কিছুর সম্মুখীন আমরা হয়ে থাকি। আজ সংগ্রাম করেই আমাদেরকে বেঁচে থাকতে হয়। আপনার লেখা পোস্টটা পড়তে আমার অনেক ভালো লাগলো। বাস্তবিক একটা টপিক নিয়ে লিখেছেন পুরো পোস্ট।
ধন্যবাদ আপু, আমার পোস্ট ভিজিট করে যুক্তিযুক্ত মন্তব্য শেয়ার করার জন্য।
জীবনের সংগ্রাম আমাদের শক্তিশালী করে এবং নতুন সম্ভাবনার দরজা খোলে। প্রতিটি চ্যালেঞ্জই আমাদেরকে আরও পরিপক্ক করে তোলে।সংগ্রাম ছাড়া জীবন কল্পনাই করা যায় না। এটি আমাদের ধৈর্য, সহনশীলতা এবং সাফল্যের মূল্য বোঝায়। প্রতিটি সংগ্রামই আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ পাঠ শেখায়।
মূল্যবান মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।
খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আসলে জীবনের মধ্যে সংগ্রাম আছে বলেই আমরা জীবনের আসল সৌন্দর্য বুঝতে পারি৷ জীবনের অনেকগুলো ধাপে অনেক কিছুই হয়ে থাকে৷ এখানে যখন আমরা এই জীবনের এই বিভিন্ন সংগ্রামী সময় গুলো অতিবাহিত করে থাকি৷ জীবনের যখন সংগ্রামী মুহূর্তগুলো আমাদের মাঝে আসে তখনই আমরা এই বিষয়গুলো বুঝতে পারি৷ আর আজকে আপনি এখানে বিস্তারিত বিষয়গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে৷